1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামীদের পাশে জার্মানি

২০ জুলাই ২০১৩

জার্মানির কোনো ফুটবলার এখনো নিজেকে সমকামী বলে পরিচয় দেয়নি৷ তার মানে এই নয় যে সেরকম কোনো ফুটবলার জার্মানিতে নেই৷ সম্ভাব্য নেতিবাচক প্রতিক্রিয়ার আশঙ্কায় তাঁরা পরিচয় গোপন রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন৷

ছবি: Reuters

এবার জার্মানির ফুটবল ফেডারেশন ডিএফবি সমকামীদের সহায়তায় এগিয়ে এসেছে৷ তারা সমকামীদের নিজের পরিচয় প্রকাশ করতে সাহস দিচ্ছেন৷ বুন্ডেসলিগার কোনো খেলোয়াড় নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেয়ার পর তাঁর ক্লাব ও তিনি নিজে গণমাধ্যম ও সমর্থকদের দিক থেকে যে ধরনের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে পারেন তা কীভাবে সামাল দেয়া যেতে পারে সে ব্যাপারে ক্লাবগুলোকে পরামর্শ দেয়ার পরিকল্পনা করছে ডিএফবি৷

এর আগে গত সেপ্টেম্বরে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও এক বক্তৃতায় সমকামী খেলোয়াড়দের সাহসের সঙ্গে তাদের লিঙ্গ প্রকাশ করার আহ্বান জানিয়েছিলেন৷

তবে ব্যাপারটা কি এতটা সহজ? সম্প্রতি বুন্ডেসলিগার এক সমকামী ফুটবলার নাম প্রকাশ না করার শর্তে জার্মান ম্যাগাজিন ‘ফ্লুটার'-কে বলেছেন, ‘‘নিজের পরিচয় প্রকাশের যে মূল্য দিতে হবে সেটা অনেক৷ তাই আমাকে প্রতিদিন অভিনয় করে যেতে হবে এবং মিথ্যা বলতে হবে৷''

জার্মানির জাতীয় দলের অধিনায়ক ফিলিপ লাম-ও মনে করেন, কোনো সমকামী ফুটবলারের পক্ষে পরিচয় প্রকাশ করাটা কঠিনই হবে৷

এদিকে বুন্ডেসলিগার দ্বিতীয় বিভাগের ক্লাব সাংক্ট পাউলি জানিয়েছে যে তারা তাদের ক্লাবে স্থায়ীভাবে সমকামীদের সমর্থনে ‘রংধনু পতাকা' উত্তোলন করবে৷ ক্লাব কর্তৃপক্ষের আশা প্রথম বিভাগের ক্লাবগুলো এ থেকে উৎসাহিত হবে৷

জেডএইচ/এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ