1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী বান্ধব নেপাল!

২৪ জুন ২০১১

সমকামিতা বিষয়টি নেপালে ট্যাবু হিসেবে ধরা হয়৷ তবে এবার সমকামীদের জন্য সেখানে চালু হয়েছে একটি আশ্রয়কেন্দ্র৷ ঘরহারা সমকামী ছাড়াও সেখানে থাকতে পারছে এইডস আক্রান্ত রোগীরা৷

ছবি: Fotolia/carma49

রাজু বরাল৷ বয়স ২৭৷ এইডসের রোগী৷ তাঁর কারণে পরিবারকে যেন কোনো ধরণের অস্বস্তিতে পড়তে না হয়, তাই ঘর ছেড়েছেন৷ এখন থাকছেন ঐ আশ্রয়কেন্দ্রে - যার অবস্থান রাজধানী কাঠমান্ডু থেকে একটু দূরে শান্ত একটি এলাকায়৷

আশ্রয়কেন্দ্রটি স্থাপন করেছে ‘ব্লু ডায়মন্ড সোসাইটি' বা বিডিএস৷ সমকামীদের অধিকার নিয়ে কাজ করা নেপালের শীর্ষস্থানীয় একটি গ্রুপ এটি৷

বিডিএসের প্রতিষ্ঠাতা সুনীল বাবু পান্ত৷ তিনি বললেন সমাজে সমকামীদের ভাল চোখে দেখা হয়না৷ প্রায়ই তাদের নির্যাতনের শিকার হতে হয়৷ পরিবার থেকেও তারা কোনো সহায়তা পায়না৷ এমন কী মৃত্যুর পরও পরিবারের সদস্যরা মৃতদেহ নিতে চায়না৷

এসব সমস্যার সমাধানেই প্রতিষ্ঠা করা হয়েছে আশ্রয়কেন্দ্রটি৷ সমকামীরা ছাড়াও এইডস আক্রান্তরা থাকতে পারে এই কেন্দ্রে৷ ডাক্তারদের দিয়ে নিয়মিত চেকআপেরও ব্যবস্থা রয়েছে৷ এছাড়া মারা যাওয়ার পর কেন্দ্রের পক্ষ থেকেই শেষকৃত্যের কাজ করা হয়ে থাকে৷

একসঙ্গে ৩০ জন থাকতে পারে আশ্রয়কেন্দ্রে৷ ইটের দেওয়াল দিয়ে ঘেরা এই কেন্দ্রের বাইরে কোনো সাইনবোর্ড নেই৷ স্থানীয় লোকজন যেন বুঝতে না পারে সেজন্যই এই ব্যবস্থা বলে জানালেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সুনীল৷

সমকামিতা নেপালে ট্যাবু হলেও এর অনুকূলে কিছু ‍ঘটনা রয়েছে৷ যেমন সমকামীদের প্রতি বৈষম্য দূর করতে ২০০৭ সালে সরকারকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷ এছাড়া অন্যান্য নাগরিকের মতো সমকামীরাও যেন সমান অধিকার ভোগ করতে পারে সেটা নিশ্চিত করার কথাও বলা হয়েছে৷

এই রায়ের কারণে নেপালে এখন প্রথমবারের মতো যে সংবিধান প্রণয়নের কাজ চলছে সেখানে সমকামীদের অধিকারের বিষয়টি নিশ্চিত করা হবে বলে আশা করা হচ্ছে৷

এছাড়া, সমকামীদের জন্য সুন্দরী প্রতিযোগিতা আয়োজন ও একই লিঙ্গের মানুষের মধ্যে বিয়ের ঘটনাও ঘটছে নেপালে৷ আর এই ধরণের যুগলরা চাইলে যেন মাউন্ট এভারেস্টের চূড়ায় বিয়ে করতে পারে সেই ব্যবস্থাও করে দিচ্ছে একটি ট্রাভেল এজেন্সি - যেটা চালাচ্ছে সমকামীরাই!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ