1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী যুগলের সন্তান নেয়ার সুযোগ দিলো ইসরায়েলী আদালত

১ মার্চ ২০২০

সমকামী দম্পতি এবং সিঙ্গেল পুরুষের বৈধভাবে বাবা হওয়ার সুযোগ দিলো ইসরায়েল৷ সারোগেট বা অন্যের গর্ভ ব্যবহার করে সন্তান নেয়ার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত৷

Homosexuelles Paar in Israel mit Kindern
ছবি: picture alliance/dpa/S.Lemel

এ বিষয়ক আইন পরিবর্তন করতে ইসরায়েলের সরকারকে এক বছর সময় দিয়েছে আদালত৷ সমকামী দম্পতিদের সন্তান নেয়ার জন্য অন্য দম্পতিদের মতো সমান সুযোগ দেয়ার কথা বলা হয়েছে আদালতের নির্দেশে৷

আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে সমকামীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো৷ এই রায়কে ঐতিহাসিক বলেও আখ্যা দিয়েছেন অধিকারকর্মীরা৷ সারোগেট মায়েরা এতদিন কেবল বিসমকামী দম্পতি ও সিঙ্গেল মায়েদের জন্যই গর্ভধারণ করতে পারতেন৷

সারোগেট গর্ভধারণের বিষয়টি নিয়ে ইসরায়েলে ব্যাপক কড়াকড়ি থাকায় সমকামী দম্পতি এবং সিঙ্গেল পুরুষেরা এতদিন সন্তান নেয়ার জন্য অন্যান্য দেশকে বেছে নিতেন৷ কিন্তু আদালত আইনের দৃষ্টিতে এটিকে বৈষম্য বলে উল্লেখ করেছে৷ প্রধান বিচারপতি এসথার হায়ুতের নেতৃত্বে পাঁচ বিচারপতির প্যানেল ঐক্যমতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন৷

সমকামী অধিকার সংগঠন এলজিবিটি'র সভাপতি গিলা পিয়ার ইসরায়েলের সংবাদপত্র ইনেটকে বলেন, ‘‘ইসরায়েল রাষ্ট্রের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত৷ সবাইকে পিতৃত্ব ও মাতৃত্বের সুযোগ করে দিলো এই রায়৷''

ইসরায়েলে অবশ্য এখনও সমকামী যুগলের বিয়ে আইনি স্বীকৃতি পায়নি৷ ফলে সন্তান দত্তক নেয়া মা সারোগেশনের মাধ্যমে সন্তান নেয়ার বিষয়টি এখনও রয়েছে জটিলতার মধ্যে৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর বেশ বড় প্রভাব রয়েছে৷ ফলে এমন কোনো আইন চাইলেও সরকারের পক্ষে পাস করানো বেশ কঠিন৷ সমকামীদের অধিকার রক্ষায় যে-কোনো আইন ইহুদি ধর্মের মূলমন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে বরাবরই এর বিরোধিতা করে আসছে সরকারের এই রক্ষণশীল অংশ৷

এডিকে/এসিবি (ডিপিএ)

 

গত বছরের ছবিঘরটি দেখুন:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ