1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকালীন জনপ্রিয় পপ-রক তারকা শাকিরা

১ ডিসেম্বর ২০১১

খুব অল্প বয়স থেকেই শাকিরা পপ-রক সংগীতের অনুরাগীদের উপহার দিয়েছেন ভিন্ন স্বাদের গান৷ গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা, ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন বিপুল জনপ্রিয়তা৷

Colombian singer Shakira poses as she is honored with a star on the Hollywood Walk of Fame in Los Angeles Tuesday, Nov. 8, 2011. (Foto:Damian Dovarganes/AP/dapd)
শাকিরাছবি: dapd

কলাম্বিয়ার এই গায়িকা সেই সীমানা ছাড়িয়ে বিশ্ব আসরেও জায়গা করে নেন৷ ২০০১ সালে ‘হোয়েনএভার, হোয়ারএভার' এই গানটি তাঁকে এনে দেয় ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি ৷

তাঁর অ্যালবাম ‘লণ্ড্রি সার্ভিস' বিশ্বব্যাপী প্রায় এক কোটি তিরিশ লক্ষ কপি বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ-রক সংগীতাঙ্গনে শাকিরা হয়ে ওঠেন এক মধ্যমণি৷ দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের নিজস্ব সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল তাঁর ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা' গানটি৷ আজো বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়ে আছে এই গান৷

জেরুসালেমের একটি বিদ্যালয় পরিদর্শন করেন শাকিরাছবি: AP

শাকিরা' র জন্ম ১৯৭৭ সালে কলাম্বিয়ার বারানকিয়া শহরে৷ আসল নাম শাকিরা ইজাবেল মেবারাক রিপল৷ ছোটবেলা থেকেই ল্যাটিন সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ ১৪ বছর বয়সে প্রকাশ পায় তাঁর প্রথম অ্যালবাম ‘মাগিয়া'৷ ১৭ বছর বয়সে বাবা মায়ের সাথে তিনি চলে আসেন অ্যামেরিকার ফ্লোরিডায়৷ সেখানে তাঁর পরিচয় হয় বিখ্যাত গায়িকা গ্লোরিয়া এস্টেফান এবং তাঁর স্বামী সংগীত প্রযোজক এমিলিও'র সাথে৷এমিলিও তাঁর দুটি অ্যালবাম প্রকাশ করেন৷ সেই থেকে শুরু হয় শাকিরা' র সফল সংগীত জীবন৷ পপ ও রকের সঙ্গে তাঁর গানে মিশেছে ল্যাটিন ও আরব সংগীতের প্রভাব৷ কনসার্টে তারই সঙ্গে যুক্ত হয় শাকিরার লাস্যময় বেলি ডান্স৷

কনসার্ট মঞ্চে শাকিরাছবি: AP

সমাজ সেবায় উদ্বুদ্ধ শাকিরা প্রতিষ্ঠা করেছেন ‘পিয়েস ডেসকালজোস ফাউণ্ডেশন'৷ এর লক্ষ কলোম্বিয়া'র অবহেলিত ও দরিদ্র শিশুদের সাহায্যার্থে বিভিন্ন শিশু উন্নয়ন প্রকল্প৷ উল্লেখযোগ্য ‘ওয়াকা ওয়াকা' গানটি থেকে অর্জিত গোটা অর্থই এই কর্মসূচির জন্য নিয়োগ করা হয়েছে৷ তাছাড়াও শিশুদের সাহায্যার্থে আরো বহু বেনেফিট কনসার্ট পরিবেশন করেছেন শাকিরা৷ বিশ্বব্যাপি ৬ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ একাধিক গ্র্যমি ও গোল্ডেন গ্লোব সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিরা৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ