সমকালীন জনপ্রিয় পপ-রক তারকা শাকিরা
১ ডিসেম্বর ২০১১কলাম্বিয়ার এই গায়িকা সেই সীমানা ছাড়িয়ে বিশ্ব আসরেও জায়গা করে নেন৷ ২০০১ সালে ‘হোয়েনএভার, হোয়ারএভার' এই গানটি তাঁকে এনে দেয় ব্যাপক আন্তর্জাতিক খ্যাতি ৷
তাঁর অ্যালবাম ‘লণ্ড্রি সার্ভিস' বিশ্বব্যাপী প্রায় এক কোটি তিরিশ লক্ষ কপি বিক্রির মধ্য দিয়ে, আন্তর্জাতিক পপ-রক সংগীতাঙ্গনে শাকিরা হয়ে ওঠেন এক মধ্যমণি৷ দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের নিজস্ব সংগীতের জন্য ফিফা বেছে নিয়েছিল তাঁর ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা' গানটি৷ আজো বিশ্বের বহু দেশে হিট গানের তালিকায় স্থান পেয়ে আছে এই গান৷
শাকিরা' র জন্ম ১৯৭৭ সালে কলাম্বিয়ার বারানকিয়া শহরে৷ আসল নাম শাকিরা ইজাবেল মেবারাক রিপল৷ ছোটবেলা থেকেই ল্যাটিন সংগীতের প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ৷ ১৪ বছর বয়সে প্রকাশ পায় তাঁর প্রথম অ্যালবাম ‘মাগিয়া'৷ ১৭ বছর বয়সে বাবা মায়ের সাথে তিনি চলে আসেন অ্যামেরিকার ফ্লোরিডায়৷ সেখানে তাঁর পরিচয় হয় বিখ্যাত গায়িকা গ্লোরিয়া এস্টেফান এবং তাঁর স্বামী সংগীত প্রযোজক এমিলিও'র সাথে৷এমিলিও তাঁর দুটি অ্যালবাম প্রকাশ করেন৷ সেই থেকে শুরু হয় শাকিরা' র সফল সংগীত জীবন৷ পপ ও রকের সঙ্গে তাঁর গানে মিশেছে ল্যাটিন ও আরব সংগীতের প্রভাব৷ কনসার্টে তারই সঙ্গে যুক্ত হয় শাকিরার লাস্যময় বেলি ডান্স৷
সমাজ সেবায় উদ্বুদ্ধ শাকিরা প্রতিষ্ঠা করেছেন ‘পিয়েস ডেসকালজোস ফাউণ্ডেশন'৷ এর লক্ষ কলোম্বিয়া'র অবহেলিত ও দরিদ্র শিশুদের সাহায্যার্থে বিভিন্ন শিশু উন্নয়ন প্রকল্প৷ উল্লেখযোগ্য ‘ওয়াকা ওয়াকা' গানটি থেকে অর্জিত গোটা অর্থই এই কর্মসূচির জন্য নিয়োগ করা হয়েছে৷ তাছাড়াও শিশুদের সাহায্যার্থে আরো বহু বেনেফিট কনসার্ট পরিবেশন করেছেন শাকিরা৷ বিশ্বব্যাপি ৬ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ একাধিক গ্র্যমি ও গোল্ডেন গ্লোব সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিরা৷
প্রতিবেদন: মারুফ আহমদ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক