1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আগেই জানতো বিসিবি!

২৯ অক্টোবর ২০১৯

ম্যাচ ফিক্সিং-এর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে না জানানোয় সাকিব যে শাস্তি পেতে যাচ্ছেন, তা বিসিবিও জেনেছে অন্তত ১৫ দিন আগে৷ এ নিয়ে সাকিব ও বিসিবি সভাপতির একাধিক বৈঠকও হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিবেদক আলী সেকান্দার৷

Cricket Spieler Bangladesch: Shakib Al Hasan
ছবি: picture-alliance/A. Salahuddin

খেলোয়াড়দের আন্দোলনের কিছুদিন আগে দুবাইয়ে আইসিসির একটি বোর্ড মিটিং হয়৷ আলী সেকান্দার বলছেন, সে মিটিংয়েই বিসিবি সভাপতি ও সিইওকে সাকিবের ফিক্সিং-এর প্রস্তাব গোপনের বিষয়ে প্রমাণ পাওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়৷

আইসিসির অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট- আকসু গত দুই বছর ধরেই এ নিয়ে তদন্ত করছে৷ তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেবল তা জানানো হয়েছে বিসিবিকে৷ এখনও সাকিবের শাস্তির বিষয়ে আনুষ্ঠানিক চিঠি না পেলেও তিনি যে শাস্তি পেতে যাচ্ছেন, এ বিষয়ে নিশ্চিত সবাই৷

ভারত সফর, ক্রিকেটারদের ধর্মঘট, বিসিবি সভাপতির নানা বক্তব্য এবং এর পরপরই সাকিবের শাস্তির বিষয়টির  টাইমিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীরাও নানা প্রশ্ন তুলছেন৷ অনেকে এমন ধারণাও প্রকাশ করছেন, হয়তো আন্দোলনে যাওয়ার শাস্তি হিসেবেই এমন ফল ভোগ করতে হচ্ছে সাকিবকে৷

কিন্তু আলী সেকান্দার এমন মন্তব্যকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন ‘ক্রিকেটপ্রামীদের আবেগ' বলে৷ তিনি বলছেন, আকসু স্বাধীন একটি প্রতিষ্ঠান, এবং ক্রিকেট নিয়ে নানা অনিয়ম-দুর্নীতির তদন্তে তাদের ওপর প্রভাব বিস্তার করার সুযোগ  বিসিবি কেন, কোনো ক্রিকেট বোর্ডেরই নেই৷

আলী সেকান্দার

This browser does not support the audio element.

সেকান্দার বলছেন, ‘‘বিসিবি কিছু বললে আইসিসি শুনবে, সেটা কিন্তু না৷ আইসিসির অধীনস্ত একটা ক্রিকেট বোর্ড বিসিবি৷'' প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রেও কোনো ‘বিশেষ সময়' বেছে নেয়া নয়, বরং তথ্য পাওয়ার দুদিনের মধ্যেও যাচাই করেই তা প্রকাশ করা হয়েছে বলেও জানান সেকান্দার৷ এই সময়ের মধ্যে তিনি বিসিবি ও সাকিবের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছেন ৷

ক্রিকেটারদের আন্দোলনকে এ ঘটনার সঙ্গে একেবারেই মিলিয়ে ফেলা যাবে না বলেও মনে করেন দৈনিক সমকালের এই ক্রীড়া প্রতিবেদক৷ লীগ থেকে শুরু করে বয়সভিত্তিক খেলা এবং নারী ক্রিকেটের দাবিদাওয়াও ছিল এর মধ্য়ে৷

তবে এ নিয়ে ক্ষুব্ধ হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কিছু বিস্ফোরক মন্তব্য করেন, এটি ঠিক হয়নি বলেও মনে করেন সেকান্দার৷ আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দেশের মাটিতে কেনো হারলো, এ নিয়ে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পাপন৷ ‘ফিক্সিং-এর রিপোর্ট আসছে' বলেও মন্তব্য করতে শোনা গিয়েছিল তাকে৷

তবে শেষ পর্যন্ত বিসিবি সাকিবের পাশেই দাঁড়াবে বলেও মনে করেন সেকান্দার৷ নিষেধাজ্ঞা আসছে, এটা নিশ্চিত৷ তবে যেহেতু ‘অন্যায়টা' ছোট, ফলে সাকিব আপিল করলে তা সর্বনিম্ন ছয় মাসে নেমে আসার সম্ভাবনাই বেশি বলেও মনে করছেন তিনি৷

তবে এমন ধাক্কা টাইগার ক্রিকেট কতোটা ভালোভাবে সামলাতে পারবে, সেটিই এখন দেখার বিষয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ