1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদশের রাজনীতি

১৬ মার্চ ২০১২

দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে নির্বাচনের আগে অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে৷ কারণ এতে দেশের সাধারণ মানুষের ভোগান্তি কমবে৷ বিশ্লেষকরা বলছেন, এই সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো ক্ষতির মুখে পড়বে৷

ছবি: DW

বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া ১২ই মার্চের মহাসমাবেশে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সরকারকে ৯০ দিনের আল্টিমেটাম দিয়েছেন৷ তবে এর একদিন পর, ১৪ই মার্চ, শাসক দল আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের দাবির ব্যাপারে কোন কথা বলেননি৷ তিনি শুধু বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ৷

‘দুই নেত্রীর মধ্যে সমঝোতার প্রয়োজন’ছবি: AP/DW

ফলে দুই প্রধান দলের মধ্যে মুখোমুখি অবস্থান রয়েই গেছে৷ আর রয়েছে দুই দলের পাল্টপাল্টি কর্মসূচি৷ রাজনীতির বিশ্নেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই রাজনৈতিক সংঘাত থেকে সরে গিয়ে দুই দলকে সমঝোতায় আসতেই হবে৷ নয়তো তাদেরই ক্ষতি৷

রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. দিলারা চৌধুরী মনে করেন, দুই দলকেই বসে একটি সমঝোতার পথ বের করতে হবে৷ আর তা, সংবিধানের মধ্যে থেকে হলে ভাল৷ আর তা না হলে সংবিধান সংশোধন করতে হবে৷

ড. দিলারা চৌধুরী মনে করেন, এই সমঝোতা যত দ্রুত হয় ততই ভাল৷ তাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে৷ আর অধ্যাপক ইমতিয়াজও মনে করেন, দেড় বছর পরে সমঝোতা হওয়ার চেয়ে দেড় বছর আগে সমঝোতা হওয়া ভাল৷ এতে দেশে রাজনৈতিক পরিবেশ শান্ত থাকবে এবং সরকারও তার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সময় দিতে পারবে৷

তাঁরা দুজনই মনে করেন, এই রাজনৈতিক সংকটের মধ্যে বিরোধী দল যে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিবাচক৷ সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সংকটের যদি সমাধান হয়, তাহলে তা হবে সবচেয়ে ভাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ