1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমঝোতার আহ্বান সেনা বাহিনীর

৮ ডিসেম্বর ২০১২

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসি বিরোধীদের সাথে মতপার্থক্য দূর করতে শনিবার আলোচনা শুরু করেছেন৷ তবে প্রধান বিরোধীদলগুলো তাঁর আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে৷ এদিকে, রাজনৈতিক দলগুলোর প্রতি সমঝোতার ডাক দিল সেনা বাহিনী৷

A sign, which reads: "Leave", is pictured on a barbed wire barricade guarding the presidential palace in Cairo, as Republican Guard soldiers stand in line behind the barricade December 7, 2012. Tens of thousands of Egyptian protesters surged around the presidential palace on Friday and the opposition rejected Mursi's call for dialogue to end a crisis that has polarised the nation and sparked deadly clashes. REUTERS/Mohamed Abd El Ghany (EGYPT - Tags: CIVIL UNREST POLITICS)
ছবি: Reuters

একনায়কতন্ত্র ও সামরিক শাসনের অবসান ঘটিয়ে গত জুন মাসে ভোট দিয়ে মোহাম্মেদ মুরসিকে প্রেসিডেন্ট বানিয়েছে মিশরের মানুষ৷ তবে মুরসি সম্প্রতি প্রেসিডেন্টের বিশেষ আদেশ জারি করে এবং তড়িঘড়ি করে সংবিধানের খসড়া তৈরি করে নতুন বিক্ষোভ ও আন্দোলনের মুখোমুখী৷ এ অবস্থায় সংকট কাটাতে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান মুরসি৷ কিন্তু তাঁর এই আহ্বানে প্রধান বিরোধীদলগুলো সাড়া দেয়নি৷ বরং উদারপন্থী বিরোধীদলগুলো এখনও তাদের বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছে৷ কায়রোর প্রাচীরে এবং নিরাপত্তা কর্মীদের গাড়িতে এখন মুরসির পদত্যাগের দাবি সেঁটে দিচ্ছে বিরোধী নেতা-কর্মীরা৷ প্রেসিডেন্ট মুরসি যে খসড়া সংবিধান অনুমোদনে ১৫ই ডিসেম্বর গণভোটের ডাক দিয়েছেন তা বর্জনেরও আহ্বান জানিয়েছে বিরোধী জোট৷

তবে ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমঝোতা আলোচনা করছেন মুরসি৷ প্রধানমন্ত্রী হিশাম কান্দিল এক বিবৃতিতে সকল রাজনৈতিক দলকে সাহসী এবং গঠনমূলক ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন৷ এদিকে, মুসলিম ব্রাদারহুড এর শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মেদ বাদি বিরোধীদের আন্দোলনের সমালোচনা করে বলেছেন, চলতি সপ্তাহে সেখানে বিক্ষোভ ও সংঘর্ষে নিহত আটজনের সকলে ব্রাদারহুড সদস্য৷ তাই পুলিশ কেন এই হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঠেকাতে ব্যর্থ হলো তিনি তার ব্যাখ্যা চেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে৷

ছবি: picture-alliance/dpa

অন্যদিকে, মিশরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিবৃতি প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী৷ বিবৃতিতে সামরিক পরিষদ বিবাদমান রাজনৈতিক দলগুলোকে আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছেন৷ অন্যথা মিশর আবারও ঘন অন্ধকারে নিমজ্জিত হবে এবং সেনা বাহিনী তা মেনে নেবে না বলে সতর্ক করে দেওয়া হয়েছে৷ একটি সেনা সূত্র অবশ্য দাবি করেছে যে, সেদেশের রাজনৈতিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করার কোন পরিকল্পনা সেনা বাহিনীর নেই৷

সামরিক বিবৃতিকে স্বাগত জানিয়েছে মুসলিম ব্রাদারহুড৷ তাদের এক শীর্ষ নেতা আব্দেল খালেক আল-শেরিফ সেনা বিবৃতিকে ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন৷ তিনি বার্তা সংস্থা রয়টার্স'কে বলেন, ‘‘সামরিক বিবৃতিতে সেনা বাহিনীকে জনগণের অনুগত বলে উল্লেখ করা হয়েছে এবং এটা একটা ভালো দিক৷''

এএইচ / আরআই (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ