1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্পেনে নির্বাচন

২১ অক্টোবর ২০১২

ইউরোপের চতুর্থ বড় অর্থনীতির দেশ স্পেন৷ সেটিও ঋণ সংকটে জর্জরিত৷ স্পেনের দুটো রাজ্যে আজ রবিবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়’এর জন্য নির্বাচনটা গুরুত্বপূর্ণ৷

ছবি: AFP/Getty Images

বাংলাদেশ সময় রাত ১২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ৷ নির্বাচন হচ্ছে গালিসিয়া ও বাস্কে কান্ট্রিতে৷ এর মধ্যে গালিসিয়া হচ্ছে প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের রাজ্য৷ তাঁর পিপলস পার্টি গত ৩১ বছরের মধ্যে ২৪ বছরই গালিসিয়াতে ক্ষমতায় রয়েছে৷

বিভিন্ন জনমত জরিপ বলছে, এবারও হয়তো প্রধানমন্ত্রীর দলই নির্বাচনে জয়লাভ করবে৷ তবে থাকবে না নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা৷ কেননা স্পেনের ঋণ সংকট কাটাতে রাখয়কে কিছু ব্যয়সংকোচ নীতি গ্রহণ করতে হয়েছে৷ এছাড়া বাড়াতে হয়েছে করের হার৷ এসব অজনপ্রিয় সিদ্ধান্তের কারণে স্বাভাবিকভাবেই তাঁর জনপ্রিয়তা আর আগের মতো নেই বলে মনে করা হচ্ছে৷ গালিসিয়ার নির্বাচনে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে তা হবে, রাখয়ের জন্য মানসিক একটা পরাজয়৷

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, সমস্যা সত্ত্বেও স্পেন যে এখনো বেইলআউটের জন্য আবেদন করেনি তার একটা কারণ হতে পারে এই নির্বাচন৷ কেননা প্রধানমন্ত্রীর আশঙ্কা ছিল, এর ফলে নির্বাচনে তার দলের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে৷

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ছবি: Reuters

নির্বাচন শেষ হওয়ার পর আগামী মাসের মাঝামাঝি স্পেন বেইলআউটের জন্য আবেদন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

গালিসিয়ায় মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ৷ এর মধ্যে চার লক্ষ ভোটার থাকেন দেশের বাইরে৷

এদিকে, বাস্কে কান্ট্রিতে ভোটারের সংখ্যা ১৮ লক্ষ৷ সেখানকার নির্বাচনে মূল আলোচনা অর্থনীতি নয়, স্বায়ত্ত্বশাসন তথা স্বাধীনতা৷ কেননা বাস্কে কান্ট্রি অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ'র এলাকা৷ ঐ অঞ্চলের স্বাধীনতার দাবিতে গত প্রায় চার দশক ধরে আন্দোলন করে আসছে ইটিএ৷ গোষ্ঠীটি গত বছর অস্ত্রের ব্যবহার বন্ধের ঘোষণা দেয়ার আগে তাদের কারণে ৮২৯ জনকে প্রাণ দিতে হয়েছে বলে জানা গেছে৷

এসব কারণে যে দল এবার বাস্কের স্বায়ত্ত্বশাসন তথা পূর্ণ স্বাধীনতার কথা বেশি বলেছে তাদেরই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা থাকছে বেশি৷ এই ধারণা বাস্তবে রূপ পেলে, সেটা প্রধানমন্ত্রী রাখয়ের জন্য হবে দুশ্চিন্তার৷ কেননা তিনি সবসময় কেন্দ্রের নিয়ন্ত্রণ বাড়ানোর কথা বলে আসছেন৷

বাস্কেতে স্বাধীনতার পক্ষের দল জয় পেলে আগামী মাসে অনুষ্ঠিতব্য কাটালান রাজ্যের নির্বাচনেও এই ইস্যুটা প্রধান হয়ে উঠতে পারে৷ কেননা ইতিমধ্যে কাটালান রাজ্যের রাজধানী বার্সেলোনায় স্বাধীনতার পক্ষে বড় ধরণের জমায়েত হয়েছে৷

জেডএইচ / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ