1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমস্যায় জর্জরিত লিবিয়া

২৬ জুলাই ২০১১

লিবিয়ার রাজধানী ত্রিপোলি এখন স্বাভাবিক হয়ে এসেছে, এই কথা বলার চেষ্টা করা হলেও, নানা সমস্যার মুখে জর্জরিত ত্রিপোলিতে দেখা দিয়েছে ওষুধ, জ্বালানি এবং অর্থ সংকট৷

লিবিয়ায় ন্যাটোর বিমান হামলাছবি: picture-alliance/dpa

ন্যাটোর বিমান হামলা স্থবির হয়ে পড়েছে বলে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা বিশ্বাস করলেও, জাতিসংঘ জানিয়েছে এই সংকটের কথা৷

ত্রিপোলির পূর্বে জিলটেনের কাছে ন্যাটোর বিমান হামলায় বেসামরিক নাগরিকদের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, বলে যে অভিযোগ শোনা যাচ্ছে, সেই সম্পর্কে ‘‘কোন প্রমাণ'' নেই বলে ন্যাটো মঙ্গলবার দাবি করেছে৷ ন্যাটো জোটের বিমান হামলায় একটি ক্লিনিক ধ্বংস হয়ে গেছে এবং সেই সময়ে ৭ জন প্রাণ হারিয়েছে, লিবিয়া এই অভিযোগ তোলার পরে ন্যাটোর পক্ষ তেকে এই বক্তব্য দেয়া হল৷

লিবিয়ায় জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী লরেন্স হার্ট সোমবারে দেয়া এক বিবৃতিতে বলেছেন, লিবিয়ায় জাতিসংঘ মিশনের তথ্য অনুসন্ধানী দল এক সপ্তাহ ধরে কাজ করেছে, এবং মোয়াম্মার গাদ্দাফির সরকারের সামনে বেশ কিছু সমস্যা তারা চিহ্নিত করেছে৷ গাদ্দাফিকে উৎখাত করার জন্যে বিদ্রোহীরা লড়াই করে চলেছে গত পাঁচ মাস ধরে৷

বিমান হামলায় বেসামরিক নাগরিকদের বহু স্থাপনা ধ্বংস হয়ে গেছে, বলে য অভিযোগ আছেছবি: dapd

হার্ট তার বিবৃতিতে বলেন, তাদের মিশন যদিও ত্রিপোলির স্বাভাবিক হয়ে আসার কিছু নমুনা দেখেছে, তার সাথে সাথে তারা সাধারণ মানুষের দুঃখকষ্টের বহু নমুনাও দেখেছে৷ সেইসব জায়গায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন৷ বিবৃতিতে আরো বলা হয়, স্বাস্থ্য খাতে ক্ষতি হয়েছে মারাত্মক৷ সংঘাতের শুরুতেই এই খাতের হাজার হাজার বিদেশী কর্মী চলে গেছে৷ সেইসঙ্গে ভ্যাকসিনসহ চিকিৎসা সরবরাহ দ্রুত ফুরিয়ে আসছে৷ তাছাড়া সংঘাতের কারণে বিশেষ করে শিশু ও মহিলাদের ওপরে যে মানসিক চাপ পড়েছে তার খবরও দিয়েছে মিশন৷ বিবৃতিতে আরো বলা হয়েছে, মূল খাবার দাবার বাজারে পাওয়া গেলেও, এসবের মূল্য চড়া৷ নিত্য প্রয়োজনীয় খাবারের সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বাড়ার কারণ রোজার মাস সামনে৷

জাতিসংঘের তথ্য অনুসন্ধানী দল ত্রিপোলির পূর্বে সীমান্ত সংলগ্ন অঞ্চল খোমস এবং জিলটেন সফরের পাশাপাশি রাজধানীর দক্ষিণে গারিয়ানও সফর করে৷ সেখানে তারা অভ্যন্তরীণ গৃহহীন লোকজনের দুর্দশা প্রত্যক্ষ করেছে৷ ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে, জ্বালানির সংকট এখন এক ক্রমবর্ধমান সমস্যা৷ এবং জাতিসংঘ দল পেট্রোল স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখেছে৷ অনেক স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে৷

বিবৃতিতে বলা হয়েছে, নগদ অর্থ কমে যাওয়াতে এক ভয়ঙ্কর উদ্বেগ সৃষ্টি হয়েছে৷ এই সংকটের শুরুতেই বহু মানুষ লিবিয় ব্যাংক থেকে তাদের সঞ্চিত অর্থ তুলে নিয়েছেন৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ