1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমাজে বৈষম্য রয়ে গেছে: ফরিদ

২২ জুন ২০১১

বরিশালের মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ৷ একাত্তরের ২৫ মার্চ রাতেই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি৷ এরপর যুদ্ধের মাঝেই প্রকাশ করেন পত্রিকা, নাম বিপ্লবী বাংলাদেশ৷ সেই পত্রিকা এখনো আছে৷

Bangladesh
মুক্তিযোদ্ধারা...ছবি: Public domain

একাত্তরে মুক্তিযুদ্ধের প্রস্তুতিটা বরিশালে খানিক আগেই শুরু হয়ে গিয়েছিল৷ ফেব্রুয়ারি মাস থেকেই সে অঞ্চলে চূড়ান্ত লড়াইয়ের তোড়জোড় শুরু হয়৷ প্রতি সন্ধ্যায় দেশাত্ববোধক গান বাজানো হয় শহরের বিভিন্ন এলাকায়৷ স্থানীয় জনপ্রতিনিধিরাও সভা-সমাবেশে যুদ্ধের প্রস্তুতির কথা বলেন৷ এরপর মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ভাষণের ফলে ঐক্যের পথে আরো এগিয়ে যায় দেশবাসী৷

নুরুল আলম ফরিদ তখন তরুণ শিক্ষার্থী৷ বরিশালের এই বাসিন্দা ডয়চে ভেলেকে জানান, ২৫ মার্চ রাতেই যুদ্ধের জন্য অস্ত্র হাতে তুলে নেয় বরিশালবাসী৷ তিনি বলেন, আমিও ২৫ মার্চেই যুদ্ধে যোগ দিয়েছি৷

ভারতে প্রশিক্ষণ

এপ্রিলে পাক হানাদাররা প্রবেশ করে বরিশালে৷ শুরু হয় সম্মুখ যুদ্ধ৷ ফরিদরা তখন আরো প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারতে পাড়ি দেন৷ তিনি বলেন, ‘‘পাকসেনারা ২৫ এপ্রিল বরিশাল আক্রমণ করে৷ ২৫ এপ্রিল নৌকা এবং লঞ্চ নিয়ে আমরা পহেলা মে ভারতের হাসনাবাদে পৌঁছাই আমরা৷ গন্তব্য চব্বিশপরগনা, নয় নম্বর সেক্টর৷''

‘বিপ্লবী বাংলাদেশ'

একাত্তরে শুধু অস্ত্র নয়, কলমও ছিল ফরিদের সঙ্গী৷ মুক্তিযুদ্ধ চলাকালেই তিনি প্রকাশ করেন ‘বিপ্লবী বাংলাদেশ'৷ রণক্ষেত্রের নানা সংবাদ দিয়ে সাজানো এই সাপ্তাহিক পত্রিকাটি সেসময় সাড়া ফেলেছিল৷ যুদ্ধের পাশাপাশি এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশ করেন ফরিদ৷ তাঁর কথায়, ‘‘আমরা পাঁচদিন থাকতাম যুদ্ধক্ষেত্রে৷ যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন খবর সংগ্রহ করে কলকাতায় পত্রিকাটি প্রকাশ করা হতো৷ এরপর আবার সেগুলো পৌঁছে দেওয়া হতো মুক্তিযোদ্ধাদের কাছে৷

মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে মনে রেখেছে নতুন প্রজন্মওছবি: AP

এই পত্রিকার প্রয়োজনেই বাংলাদেশে বিভিন্ন রণক্ষেত্রে ঘুরে বেড়ান ফরিদ৷ কখনো সহজেই যুদ্ধের তথ্য পেয়ে যেতেন, আবার কখনো বেশ কঠিন লড়াইয়ের মাঝেই কলম চালাতে হতো তাঁর৷''

সম্মুখ যুদ্ধ

একাত্তরে একাধিকবার সরাসরি পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করেছেন এই বীর সেনা৷ ঈদের দিনে পারুলিয়া এলাকা শত্রুমুক্ত করেছিলেন তাঁরা৷ সেদিনের কথা এখনো পরিষ্কার মনে আছে তাঁর৷ তিনি বলেন, ‘‘সেপ্টেম্বরের এক ঈদের দিন, সম্ভবত ২৬ সেপ্টেম্বর আমরা পারুলিয়া শত্রুমুক্ত করেছিলাম৷ সেসময় আমাদের বেশ কয়েকজন আহত হন৷ তবে শেষপর্যন্ত শত্রুপক্ষকে আমরা চারিদিক থেকে ঘিরে ধরতে সমর্থ হই৷ এভাবেই আমরা পারুলিয়া শত্রুমুক্ত করি৷''

হতাশ ফরিদ

যুদ্ধ পরবর্তী বাংলাদেশ ফরিদকে খুব বেশি আশান্বিত করতে পারেনি৷ তাঁর মতে, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা, সেটি এখনো সম্পূর্ণ সফল হয়নি৷ সমাজে বৈষম্য রয়ে গেছে৷ বাকস্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি৷ তিনি বলেন, ‘‘এখনো মুক্তিযোদ্ধারা রিকশা চালায়, কেউ ভিক্ষা করে, কেউ ঠেলা গাড়ি চালায়৷ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি৷ সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধ করে দেশের পতাকা একটা এনেছি৷ কিন্তু সত্যিকারভাবে যে উদ্দেশ্য নিয়ে আমাদের যুদ্ধ হয়েছিল, এই দেশের সবাই খেয়েপড়ে বাঁচবে৷ সেই অবস্থা আমাদের নেই''৷

একাত্তরের যাত্রা শুরু করা ‘বিপ্লবী বাংলাদেশ' এখনো প্রকাশ হয়৷ এই পত্রিকাটি নিয়েই সময় কাটান নুরুল আলম ফরিদ৷ ১৯৯৬ সালে ‘বিপ্লবী বাংলাদেশ' দৈনিক পত্রিকায় রূপ নেয়৷ ফরিদ মনে করেন, বর্তমান ক্ষমতাসীন দলের ডাকেই যুদ্ধ শুরু হয়েছিল একাত্তরে৷ সেই দলের কাছে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি৷ তাই, দেশ গড়ায় বর্তমান সরকারের আরো মনোযোগী হওয়া উচিত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ