1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমাজ সেবায় নতুন ধারা

২১ ফেব্রুয়ারি ২০২০

বাংলাদেশে সমাজসেবা ও সামাজিক উদ্যোগের ক্ষেত্রে নতুন এক ধারার সূচনা হচ্ছে৷ বিশেষ করে তরুণরা কোনো ধরনের প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই নেমে পড়ছেন সেবাকর্মে৷

ফাইল ফটোছবি: bdnews24.com/A.M. Ove

মিল্টন সমাদ্দার ও মিঠু হালদার নার্স দম্পতি৷ তারা দুজনে প্রথমে বাণিজ্যিকভাবে ‘মিল্টন হোম কেয়ার' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন বয়স্কদের বাসায় গিয়ে সেবা দেয়ার জন্য৷ সেখান থেকেই তারা অনুভব করেন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের দেখার কেউ নেই৷ তাদের থাকার ও খাবার ব্যবস্থাও নেই৷ সেই ভাবনা থেকেই ওই দম্পতি ২০১৪ গড়ে তোলেন আরেকটি ফ্রি সেবামূলক প্রতিষ্ঠান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার'৷ 

মিঠু হালদার ঢাকার একটি সরকারি হাসপাতালে চাকরি করেন আর মিল্টন সমাদ্দার পুরোটা সময় দেন এই কাজে৷ মিল্টন হোম কেয়ার থেকে মাসে এখন তাদের ৫ লাখ টাকা আয়৷ তার সঙ্গে মিঠু হালদারের চাররির বেতন মিলিয়ে তারা চালান ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার'৷ এখানে যারা থাকেন তাদেরকে তারা বাবা-মা ডাকেন৷ আর শিশুদের সন্তান হিসেবেই দেখেন৷ তাদের নিজেদেরও একটি ছেলে আছে৷ দক্ষিন পাইকপাড়ায় ভাড়া বাড়িতে চলছে এই মানবতার বসতি৷

‘‘আমারা তাদের সব দায়িত্ব নেই’’

This browser does not support the audio element.

মিল্টন সমাদ্দার জানান, এখন তাদের কাছে এখন ৬৬ জন বয়স্ক নারী-পুরুষ এবং ৬ টি শিশু আছে৷ এ পর্যন্ত তারা ২২৭ জন বয়স্ক মানুষকে সেবা দিয়েছেন৷ তাদের মধ্যে ৪৯ জন মারা গেছেন৷ আর ৭৬টি শিশুর মধ্যে ৫০ শিশুকে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেয়া হয়েছে৷ মিল্টন সমাদ্দার বলেন, ‘‘আমরা যাদের নিয়ে আসি তারা মূলত রাস্তার৷ তাদের কেউ নেই৷ অনেক বৃদ্ধ বাবা-মাকে আমরা রাস্তায় পেয়েছি৷ অনেক শিশু আমরা ডাস্টবিনে পলিথিন মোড়ানো অবস্থায় পেয়েছি৷ আমারা তাদের সব দায়িত্ব নেই৷ থাকা, খাওয়া, চিকিৎসা, এমনকি মৃত্যুর পর দাফন করা পর্যন্ত৷''

নিজেদের আয়ের বাইরে তারা কিছু ডোনেশন পান সাধারণ মানুষদের কাছ থেকে৷ তাদের একটি ফেসবুক পেজ আছে৷ সেখানেও অনেকে যোগাযোগ করেন৷ এমন কষ্ট এবং ব্যয়সাধ্য সেবামূলক কাজ শুরুর কারণ জানতে চাইলে মিল্টন সমাদ্দার বলেন, ‘‘আমরা যদি তাদের না দেখি, তাহলে আমদেরও কেউ দেখবে না৷ এই ভাবনা থেকেই আমাদের এই কাজ৷''

বাংলাদেশে একইভাবে শিক্ষা, পরিবেশ, রক্তদান, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে প্রচলিত ধারার এনজিও বা সমাজসেবামূলক প্রতিষ্ঠানের বাইরে এরকম ব্যতিক্রমী উদ্যোগ আছে৷ আছে সচেতনতামূলক নানা কর্মসূচি৷ এইসব উদ্যোগের পিছনে নেই দেশি-বিদেশি ডোনেশন৷ তরুণরা নিজেদের উদ্যোগেই এসব কাজ করছেন৷ স্বেচ্ছাশ্রমে৷ অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়াবার মতো৷
মজার স্কুলের' যাত্রা শুরু হয়েছিল একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, ২০১৩ সালের ১০ জানুয়রি৷ সোহারোওয়ার্দী উদ্যান থেকে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য৷ আর যারা শুরু করেন তারা প্রচলিত ধারায় না গিয়ে শিশুদের আনন্দ আর খেলাধুলার মাধ্যমে শিক্ষা দিতে চান৷ 

এখন ঢাকায় তাদের আটটি ওপেন স্কুল আছে৷ জাতীয় শিক্ষা পাঠক্রমের অধীনে চারটি স্কুল আছে৷ এসব স্কুলে দুই হাজার সুবিধাবঞ্চিত শিশু শিক্ষা, খাওয়া, পোশাক ও খেলাধুলার সুযোগ পায়৷ অচিরেই তাদের জন্য শুরু হবে ভকেশনাল ট্রেনিং স্কুল৷

সাড়ে তিন হাজার স্বেচ্ছাসেবক এই স্কুলগুলোতে পড়ান৷ পড়িয়ে কোনো অর্থ নেন না৷ তবে ৭৪ জন ফুল টাইম কাজ করেন৷ তাদের সম্মানি দেয়া হয়৷ স্কুলের উদ্যোক্তা আরিয়ান আরিফ জানান, ‘‘আমরা স্পন্সর নিই৷ মাসে দেড় হাজার টাকা করে দিলে একটি শিশুর পড়াশোনার দায়িত্ব নেয়া যায়৷ এটা নিয়ে আমাদের ক্যাম্পেইন আছে৷ কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আমরা সহায়তা পাই৷ আমাদের ফেসবুক পেজ দেখেও অনেকে সহায়তা করেন৷ আর সম্প্রতি আমরা খিলগায়ে একটি রেষ্টুরেন্ট চালু করেছি৷ সেখান থেকেও আয় আসে৷''

মজার স্কুলে মার্বেল খেলার মধ্য দিয়ে গণিত শেখানো হয়৷ মূলত সুবিধাবঞ্চিত শিশুরা খেলে এমন খেলাগুলোকেই শিক্ষার উপকরণে পরিণত করা হয়েছে বলে জানান আরিয়ান আরিফ৷ প্রথমে ওপেন স্কুলে শিশুরা আসে৷ সেখান থেকে য়ায় ন্যাশনাল কারিকুলামের স্কুলে৷ আর ৭০০ শিশু আছে, যারা নেশাগ্রস্ত হওয়ার পথে গিয়েছিল৷ তারা এখন সেই পথ থেকে ফিরে এসে স্কুলে পড়ে৷

বিডি ক্লিন' এক পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে৷

২০১৬ সালে ৩ জুন শাহবাগ থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত রাস্তা পরিস্কার করে তারা যাত্রা শুরু করেছিল৷ এখন দেশের ৫৭টি জেলায় তাদের কর্মসূচি বিস্তৃত৷ সপ্তাহে এক দিন তারা যার যার এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে৷ এখন স্বেচ্ছাসেবীর সংখ্যা তিন লাখ৷

বিডি ক্লিনের প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দিন জানান, ‘‘আমরা গত ডিসেম্বরে সারাদেশ থেকে ফেলে দেয়া ৩০ লাখ প্লাস্টিক বোতল সংগ্রহ করে বিজয় দিবসে ঢাকায় প্রদর্শনী করেছি৷এর উদ্দেশ্য ছিল একবার ব্যবহার করা এইসব প্লাস্টিক বর্জ্যরে বিপদ সম্পর্কে দেশের মানুষকে সচেতন করা৷ পরে আমরা ওই বোতলগুলো রিসাইকেল করেছি৷'' 

এই কাজের জন্য তাদের কোনো অর্থ খরচ হয় না৷ তারা কোনো একটি ইভেন্ট ফেসবুকে ঘোষণা দেন৷ মানুষ স্বেচ্ছায় সেই ইভেন্টে যোগ দেয় বলে জানান ফরিদ উদ্দিন৷

‘‘আমরা স্পন্সর নিই’’

This browser does not support the audio element.

নতুন ধারার এইসব সামাজিক উদ্যোগ সরকারের নজরেও আছে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশে সমাজ সেবার এক দীর্ঘ ঐতিহ্য আছে৷ তরুণরা সেই ঐতিহ্যকে আবার নতুনভাবে, নতুন ধারায় ফিরিয়ে আনছে৷ এতে দেশের, দেশের মানুষের যেমন কল্যাণ হয়, তেমনি তরুণদের এই কাজ তাদের মাদক, সন্ত্রাস থেকে দূরে রাখবে৷ বিপথগামী তরুণ ফিরে আসবে সঠিক পথে৷ এই ধারা বাংলাদেশকে নতুন আশার আলো দেখাচ্ছে৷''

তিনি বলেন, ‘‘তারা সরকারি সহায়তা নিচ্ছে না সত্য৷ তবে তাদের কাজ যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে আমাদের খেয়াল আছে৷ তাছাড়া তারা যদি প্রয়োজন মনে করে, তাহলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো৷''

প্রসঙ্গত, প্রচলিত ধারার অনেক এনজিও কাজ করছে বাংলাদেশে৷ এনজিও ব্যুরোর হিসাব অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত দেশি-বিদেশি এনজিও'র সংখ্যা দুই হাজার ৫০২টি৷ এই প্রতিষ্ঠানগুলো অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান৷ এরমধ্যে দেশি এনজিও দুই হাজার ২৪৬টি৷ বাকিগুলো বিদেশি৷

প্রিয় পাঠক, আপনি কি কিছু বলতে চান? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ