সমাবেশের নগরী ঢাকা
২৮ জুলাই ২০২৩মহাসমাবেশকে ঘিরে যে কোন ধরনের সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ দুটি দলকেই ২৩ টি শর্ত বেঁধে দিয়েছে।
সরকার পতনের দাবিতে বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়েছে। মহাসমাবেশকে সফল করতে রাতভর প্রস্তুতি নিয়েছে দলের নেতা-কর্মী এবং সমর্থকরা।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সহযোগী সংঘটন শান্তি সমাবেশ করবে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। দুপুর ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা।
আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে সাভার ধামরাই থেকে প্রায় সাড়ে তিন হাজার নেতা-কর্মী এবং ৩০০ গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে ধামরাই পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা। কোন ধরণের তল্লাশি ছাড়াই তাদেরকে ঢাকায় প্রবেশ করতে দেয়া হয়।
অপরদিকে আমিনবাজার এবং নারায়ণগঞ্জ থেকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, ঢাকায় ঢুকার মুখে পুলিশ তাদের রাস্তায় থামিয়ে তল্লাশির নামে হয়রানি করেছে।
এসএইচ/এসিবি ( দ্য ডেইলি স্টার)