1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনার ভয়ে আগেভাগেই পুটিনের ফেরা?

১৭ নভেম্বর ২০১৪

জি-টোয়েন্টি সম্মেলন থেকে আগেভাগেই ফিরেছেন ভ্লাদিমির পুটিন৷ চলছে আলোচনা-সমালোচনা৷ রুশ মিডিয়ার একাংশ বলছে, সমালোচনা এড়াতেই এভাবে ব্রিসবেন ছেড়েছেন পুটিন৷ তবে রুশ প্রেসিডেন্ট এখনো ইউক্রেন সংকট নিরসনের ব্যাপারে আশাবাদী৷

G20-Gipfel in Brisbane Putin verlässt Gipfel vorzeitig
ছবি: Reuters/J. Reed

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত এবারের জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন থেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে গেছেন ভ্লাদিমির পুটিন৷ রাশিয়ার পুটিন-বিরোধী সংবাদ মাধ্যম বিষয়টিকে ভালোভাবে নেয়নি৷ তারা মনে করে, ইউক্রেন নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনার তোপের মুখে পড়তে হবে জেনেই আগেভাগে ব্রিসবেন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট৷ তাতে সমালোচনা অবশ্য এড়ানো যায়নি৷ ক্রাইমিয়ায় রুশপন্থিদের মদত দিয়ে ইউক্রেন সংকট আরো ঘনীভূত করার অভিযোগে পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, সেই অবরোধও কার্যকর আছে৷

জি-টোয়েন্টি সম্মেলনে রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ সেখানে নিজের ভাষণে ম্যার্কেল বলেন, ‘‘(বার্লিন) প্রাচীর পতনের ২৫ বছর পর, শীতল-যুদ্ধ অবসানের এত বছর পর, ইউরোপ থেকে বিভাজন দূর হওয়ার পর, দ্বিখণ্ডিত অবস্থা থেকে এ বিশ্ব বেরিয়ে আসার পর ইউরোপের কেন্দ্রস্থলে এমন কিছু যে হতে পারে তা কে ভেবেছিল?'' ইউক্রেনে রাশিয়ার প্রভাব দীর্ঘস্থায়ী হবেনা- এমন মত প্রকাশ করে জার্মান চ্যান্সেলর অবশ্য এ-ও জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করছে৷

ম্যার্কেল জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব কূটনৈতিকভাবে ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা করছেছবি: picture-alliance/epa/P. Miller

এদিকে জি-টোয়েন্টি সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে এলেও জার্মান টেলিভিশন চ্যানেল এআরডি-কে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন নিয়ে কথা বলেছেন ভ্লাদিমির পুটিন৷ সেখানে সংকট নিরসনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷ পুটিন এখনো মনে করেন, আলোচনার মাধ্যমেই পরিস্থিতির উন্নয়ন সম্ভব৷ রাশিয়ার ভ্লাদিভোস্তক শহরে নেয়া ৩০ মিনিটের এ সাক্ষাৎকারে রুশ-জার্মান সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি৷ জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষে ব্রিসবেনে যাওয়ার পর জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক হয়েছে তাঁর৷ সে বৈঠকের বিস্তারিত এখনো জানা যায়নি৷

এসিবি/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ