ইন্দোনেশিয়ায় যেসব তরুণী পুলিশে যোগ দেয়ার আবেদন করে, তাদের কুমারীত্ব পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়৷ হিউম্যান রাইটস ওয়াচ, এইচআরডাব্লিউ এর সমালোচনা করেছে৷ দেশটির পুলিশ অবশ্য এর পক্ষে সাফাই গেয়েছে৷
বিজ্ঞাপন
মানবাধিকার সংস্থাটি কয়েকজন ইন্দোনেশীয় তরুণীর সাক্ষাৎকার গ্রহণ করেছে, যাদের অনেককেই কুমারীত্ব পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে৷ তারা বলেছে, এই পরীক্ষার সময় নারী চিকিৎসকদের সামনে তাদের বিবস্ত্র হতে বাধ্য করা হয়৷ এরপর ‘দুই আঙুলের পরীক্ষা' চালিয়ে দেখা হয় তাদের সতীচ্ছদ অক্ষত আছে কিনা৷
এইচআরডাব্লিউ-কে সাক্ষাৎকার দেয়ার সময় ১৯ বছরের এক তরুণী বলেন, ‘‘আমি এই খারাপ অভিজ্ঞতার কথা আর স্মরণ করতে চাই না৷ এটি ছিল অবমাননাকর৷ আমাদের কেন অপরিচিতদের সামনে বিবস্ত্র হতে হবে? এটি প্রয়োজনীয় নয়৷ এটি বন্ধ করা দরকার৷''
নারীদের চলাফেরার জন্য বিপজ্জনক ৭টি শহর
থমসন রয়টার্স ফাউন্ডেশন এ নিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে৷ ৬,৫৫০ জন নারীর উপর চালানো ঐ জরিপে বলা হচ্ছে যে, বিশ্বের সাতটি শহরের পরিবহন ব্যবস্থা নারীদের জন্য খুবই বিপজ্জনক৷
ছবি: Christophe Archambault/AFP/Getty Images
নতুন দিল্লি, ভারত
কোনো নারী যদি একা একা এই শহরটি ঘুরে বেড়াতে চান, তবে তা নাকি সম্ভব নয়৷ এই শহরে আড়াই কোটি মানুষের বাস, মানুষের বাসবাসের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজধানী এটি৷ ২০১২ সালের ডিসেম্বরে চলন্ত বাসে ২৩ বছরের এক তরুণীর গণধর্ষণের ঘটনাই প্রমাণ করে যে শহরটির গণপরিবহন ব্যবস্থা কতটা অনিরাপদ৷
ছবি: picture-alliance/dpa
বোগোটা, কলম্বিয়া
নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক পরিবহন ব্যবস্থার তালিকায় প্রথম স্থান বোগোটার৷ জরিপ বলছে, বোগোটায় ৯৬ লাখ মানুষের বাস৷ অথচ সেখানকার বাস ও ট্রেনের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ৷ বিশেষ করে রাতে কোনো নারী বাস ও ট্রেনে চলাফেরা করলে যৌন হয়রানি ও ছিনতাইয়ের কবলে পড়েন৷
ছবি: Reuters/John Vizcaino
মেক্সিকো সিটি, মেক্সিকো
২ কোটি ১০ লাখ মানুষের বাস মেক্সিকোর রাজধানীতে৷ জরিপ বলছে, এই শহরে যেসব নারী গণপরিবহনে চলাফেরা করেন তাঁরা প্রায়ই মৌখিক ও শারীরিক লাঞ্ছনার শিকার হন৷
ছবি: Reuters/Edgard Garrido
লিমা, পেরু
পেরুর রাজধানী লিমায় ৬২ লাখ মানুষের বাস৷ এই শহরের এক তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে৷ ফলাফল গণপরিবহনে নারীদের চলাচল এখানে ভয়াবহ বিপদজনক৷ ছিনতাই, যৌন হয়রানি, শ্লীলতাহানি এখানকার নিত্যদিনের ঘটনা৷
ছবি: Reuters/Enrique Castro-Mendivil
জাকার্তা, ইন্দোনেশিয়া
জাকার্তার যোগাযোগ ব্যবস্থা ভীষণ ত্রুটিপূর্ণ৷ গণপরিবহনে নারীদের যৌন হয়রানি নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সেখানকার সরকার৷ তাই ট্রেনে নারী ও পুরুষের আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছে৷ অফিস টাইমে ও অফিস ছুটির সময় মিনিবাসে পকেট কাটা খুবই সাধারণ ঘটনা৷
ছবি: Ulet Ifansasti/Getty Images
কুয়ালালামপুর, মালয়েশিয়া
গণপরিবহনে নারীদের নিরাপত্তার বিষয়ে দুইটি বিষয়ের দিকে নজর রাখা হয়েছে জরিপে৷ প্রথমত ঐ শহরে রাতের বেলায় গণপরিবহনে নারীরা নিরাপদ কিনা এবং দ্বিতীয়ত গণপরিবহনে নারীরা যৌন হয়রানির শিকার হন কিনা৷ মালয়েশিয়ার ক্ষেত্রেও দেখা গেছে গণ যোগাযোগ ব্যবস্থা নারীদের জন্য নিরাপদ নয়৷
ছবি: Manan Vatsyayana/AFP/Getty Images
ব্যাংকক, থাইল্যান্ড
দক্ষিণ এশিয়ায় পর্যটকদের কাছে অন্যতম পছন্দের স্থান ব্যাংকক৷ কিন্তু সেখানেও গণপরিবহন নারীদের চলাচলের জন্য তেমন নিরাপদ নয়৷ বাস বা ট্রেনে পকেট কাটা ও যৌন হয়রানি এখানে হরহামেশাই হয়ে থাকে৷
ছবি: Christophe Archambault/AFP/Getty Images
7 ছবি1 | 7
এইচআরডাব্লিউ-র নারী অধিকার বিষয়ক সহযোগী পরিচালক নিশা ভারিয়া কুমারীত্ব পরীক্ষাকে নারীদের জন্য‘বৈষম্যমূলক, ক্ষতিকর এবং অবমাননাকর' বলে মন্তব্য করেছেন৷ অবিলম্বে এই পরীক্ষা নেয়া বন্ধ করতে ইন্দোনেশীয় পুলিশের প্রতি আহ্বান জানান তিনি৷
তবে পুলিশের মুখপাত্র রনি সম্পি বলেন, সব আবেদনকারীকে ‘সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা'-র মধ্য দিয়ে যেতে হয়৷ এর মাধ্যমে নির্বাচকরা নিশ্চিত হওয়ার চেষ্টা করেন যে, আবেদনকারীরা যৌন রোগ থেকে মুক্ত৷ তিনি বলেন, কেউ এই পরীক্ষা পাস না করার মানে এই নয় যে, তাঁর আবেদন বাতিল হয়ে যায়৷
পুলিশের হাইকমিশনার শ্রী রুমিয়াতি এইচআরডাব্লিউ-কে বলেন, ২০১০ সালে তিনি এই পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন৷ কিন্তু তাঁর সহকর্মীরা সেই কথা শোনেননি৷ এরপর তিনি প্রশ্ন করেন, ‘‘আমরা কি এটা চাই যে যৌনকর্মীরা পুলিশে যোগ দিক?''
ইন্দোনেশিয়ায় মোট চার লক্ষ পুলিশ কর্মী রয়েছে৷ এর মধ্যে নারীর সংখ্যা মাত্র তিন শতাংশ৷ এবার এই সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার৷