1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্রাঙ্ক কার্সন

৪ মার্চ ২০১২

নিজের শহরেই সমাহিত হলেন কার্সন৷ ফ্রাঙ্ক কার্সন৷ সারাজীবন মানুষকে হাসিয়ে গেছেন তিনি৷ শেষযাত্রায় তাই মানুষের ঢল নেমেছিল বেলফাস্টে৷

SilverDrama and comedy symbols © Eduard Härkönen #8068502 - Portfolio ansehen
ছবি: Fotolia/Eduard Härkönen

আয়ারল্যান্ডের বেলফাস্টের মানুষ এই ফ্রাঙ্ক কার্সন৷ গত মাসের শেষে প্রলম্বিত অসুস্থতার কারণে ৮৫ বছর বয়সে তাঁর প্রয়াণ ঘটে৷ বয়স এবং অসুস্থতার সংযোগের যা ফলাফল৷ কিন্তু কার্সনের মৃত্যুতে ব্রিটেন আর আয়ারল্যান্ড এই দুটি দেশই একসঙ্গে হারাল একজন এমন মানুষকে, যিনি সারাজীবন সকলকে হাসিয়ে গেছেন৷ না, সস্তা কাতুকুতু দেওয়া রসিকতা নয়, কার্সন ছিলেন সেই কৌতূকাভিনেতা, বা কৌতূককারী, যাঁর কথাবার্তায়, যাঁর ব্যক্তিত্বে আর চিন্তাভাবনায় সমাজচিত্র বাস্তবায়িত হত৷ আর সে কারণেই, কৌতূকের মোড়কে কার্সন আসলে মানুষকে বলতেন সত্য কথা৷ ভাবাতেন কোথায় কোথায় সামাজিক অন্যায় সংঘটিত হচ্ছে৷ তার মোকাবিলা কীভাবে করা যেতে পারে৷

সে কারণেই কার্সনের অন্ত্যোষ্টিক্রিয়ায় তাঁর নিজেরই শহর বেলফাস্টে দেখা গেল স্বতস্ফূর্ত জনতার ঢল৷ প্রিয় কৌতূকাভিনেতাকে শেষ বিদায় জানাতে যাঁরা সমবেত হয়েছিলেন তাঁদের মধ্যে নামজাদা ব্যক্তিত্ব অনেকেই ছিলেন৷ যেমন, ব্রডকাস্টার ইয়ামন হোমস, কৌতূকাভিনেতা লেনি হেনরি বা রয় ওয়াকার৷ খেলোয়াড় ডেনিস টেলর বা প্যাট জেনিংস কিংবা গায়িকা ডানা৷ অথবা উত্তর আয়ারল্যান্ডের ডেপুটি ফার্স্ট মিনিস্টার মার্টিন ম্যাকগিনেস সহ একাধিক রাজনৈতিক নেতা৷ সেন্ট আনে'স ক্যাথিড্রাল থেকে কার্সনের কফিন বহন করে আনা হয় কবরস্থানে৷ গির্জার প্রধান বিশপ এডওয়ার্ড ডেলির পৌরহিত্যে সমাহিত হন কার্সন৷ সারাজীবন যিনি মানুষকে হাসিয়ে গেছেন, তাঁর প্রস্থানে সমবেত মানুষজন কান্না চেপে রাখেন নি৷

নিজেকে আমোদের প্রধানমন্ত্রী বা ‘প্রাইম মিনিস্টার অফ ফান' বলে ব্যাখ্যা করতেন কার্সন৷ এই কথাটির মধ্যেও সুক্ষ্ম একটা খোঁচা ছিল৷ বলতে চাইতেন, প্রধানমন্ত্রী হওয়া মানেই গোমড়ামুখে থাকার দরকার নেই৷ সে কাজটাও আমোদে করা যেতেই পারে৷ আর কে না জানে, ফুর্তিতে থাকলেই সবকিছু বেশ চমৎকারভাবে সমাধা হয়ে যায়৷ কঠিন কাজটাও হয়ে যায় সহজ৷

সেই ইঙ্গিতটাই হয়তো দিয়ে গেলেন ‘আমোদের প্রধানমন্ত্রী' ফ্রাঙ্ক কার্সন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ