1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমীক্ষায় এগিয়ে কেজরিওয়াল

গৌতম হোড় নতুন দিল্লি
১৫ জানুয়ারি ২০২০

প্রাক নির্বাচনী একটি সমীক্ষা বলছে, দিল্লির প্রায় ৬৮ শতাংশ লোক কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী দেখতে চান৷ ৫৫ শতাংশ চান, সরকার গঠন করুক আপ৷ প্রবল আত্মবিশ্বাসী কেজরিওয়ালও সবার আগে প্রার্থীতালিকা প্রকাশ করে দিয়েছেন৷

ছবি: picture-alliance/dpa

এতদিন দাবিটা করছিলেন আপ নেতারা৷ তাঁদের স্লোগানই হল, 'আচ্ছে বিতে পাঁচ সাল, লাগে রহো কেজরিওয়াল', অর্থাৎ, গত পাঁচ বছর ভালোভাবে কেটেছে, কেজরিওয়াল এভাবেই চালিয়ে যান৷ ভাবখানা এমন, কেজরিওয়াল তো জিতেই বসে আছেন৷ আপ যে দাবিটা করছে, এ বার তার সমর্থন মিলল৷ আইএএনএস-সিভোটার সমীক্ষা বলছে, দিল্লির অধিকাংশ লোকের পছন্দের মুখ্যমন্ত্রী কেজরিওয়াল৷ ৫৭ শতাংশ লোক কেন্দ্রে মোদী সরকারের পক্ষে, তা সত্ত্বেও ৫৫ শতাংশ লোক দিল্লিতে আপ সরকার চায়৷ মাত্র ২৭ শতাংশ লোক বিজেপিকে চাইছেন৷ 

সমীক্ষার এই ফলকে অবাস্তব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কারণ, দিল্লির আম আদমির মনোভাব কেজরিওয়ালের দিকেই কিছুটা ঝুঁকে আছে৷ দিল্লিতে দীর্ঘদিন সাংবাদিকতা করছেন গুলশন৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''তিনটি কারণে কেজরিওয়াল বিজেপির থেকে এগিয়ে৷ বিদ্যুতের বিল কম করে দেওয়া৷ এবং বিল যদি ২০০ ইউনিট হয় তো এক পয়সাও দিতে হয় না৷ বস্তুত শীতে অধিকাংশ লোকেরই বিদ্যুতের বিল দিতে হচ্ছে না৷ একইরকমভাবে জলের বিলও কার্যত শূন্য৷ মহিলাদের সরকারি বাসে চড়তে কোনও পয়সা লাগে না৷ সরকারি স্কুল এখন পাবলিক স্কুলের সঙ্গে পাল্লা দিচ্ছে৷ তাই মনে হচ্ছে, কেজরিওয়ালের দিকে পাল্লা এখনও ভারি রয়েছে৷ লোকের মনে হচ্ছে, বিজেপি এলে এই সব বন্ধ হয়ে যাবে৷''

কেজরিওয়াল মঙ্গলবার সন্ধ্যায় প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছেন৷ পনেরো জন বর্তমান বিধায়কের টিকিট কাটা হয়েছে৷ বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা নেতাদের প্রার্থী করা হয়েছে৷ বিশেষ করে মুসলিম ও পূর্বাঞ্চলের ভোট পাওয়ার জন্য মরিয়া প্রয়াস আছে৷ পূর্ব উত্তর প্রদেশ ও বিহারের লোকেদের দিল্লিতে বলা হয় পূর্বাঞ্চলি। মোট ভোটদাতার এক তৃতীয়াংশ তাঁরাই৷ সে জন্যই অন্য দল ছেড়ে আসা নেতা শোয়েব ইকবাল ও  বিনয় মিশ্রকে প্রার্থী করা হয়েছে৷ বাদ পড়েছেন লালবাহাদুর শাস্ত্রীর নাতি ও বহুজাতিক সংস্থা ছেড়ে রাজনীতিতে আসা আদর্শ শাস্ত্রী৷

চিত্তরঞ্জন পার্কের বিজেপি নেতা সলিল নন্দি ডয়চে ভেলেকে বলেছেন, ''আগে তালিকা বের করাটা নিঃসন্দেহে কেজরিওয়ালের আত্মবিশ্বাসের পরিচায়ক৷ তবে বিজেপিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামনে রেখে লড়বে৷ আমরাও লড়াইয়ে ভালোভাবেই আছি৷ বিজেপির তালিকা এক-দুদিনের মধ্যে বেরিয়ে যাবে৷''

এই আবহে এবার জনতার দরবারে যাবে দলগুলি৷ এর মধ্যে তৃতীয় দল কংগ্রসের লক্ষ্য অবশ্য কিছুটা আলাদা৷ লাগাতার পনেরো বছর ধরে দিল্লি শাসন করা দল বিধানসভায় গুটিকয়, নিদেনপক্ষে একটা আসনে জিততে চায়৷ গতবার তাদের একজনও বিধায়ক ছিল না৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ