সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে হারিয়ে যাওয়া ভূমি উদ্ধারের চেষ্টা বাংলাদেশে
১৪ জানুয়ারি ২০১১পৃথিবীর প্রায় ৬৫ কোটি মানুষ সমুদ্র উপকূলে বাস করে এবং পৃথিবীর দুই তৃতীয়াংশ শহর উপকূল এলাকায় অবস্থিত৷ ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার প্রভাব বিশ্বব্যাপী৷ ইতিমধ্যে বাংলাদেশের অনেক এলাকা চলে গেছে সমুদ্রগর্ভে৷ বাংলাদেশের মোট আয়তনের ৩২ শতাংশ উপকূলীয় এলাকা৷ যেখানে বাস প্রায় সাড়ে তিন কোটি মানুষের৷ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বিপন্ন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ ধারণা করা হয়, এর ফলে কুতুবদিয়ার ২৫০ কিলোমিটার, ভোলার ২২৭ কিলোমিটার এবং সন্দ্বীপের ১৮০ কিলোমিটার ভূমি এলাকার শতকরা ৬৫ ভাগ ইতিমধ্যে বিলীন হয়ে গেছে৷
শুষ্ক মৌসুমে বিভিন্ন নদীপথ দিয়ে দেশের মধ্যে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত লোনা পানি অনুপ্রবেশ ঘটছে৷ ফলে সুপেয় পানির সংকটের পাশাপাশি দেশের প্রায় আট লাখ ৩০ হাজার হেক্টর কৃষিজমি বিভিন্ন মাত্রায় লবনাক্ততায় আক্রান্ত হয়ে উৎপাদনশীলতা হারাচ্ছে৷ সম্প্রতি সেই এলাকা পরিদর্শন করে এসেছেন বাংলাদেশের দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক রফিকুল বাশার৷ তিনি উপকূলের পরিস্থিতি প্রসঙ্গে জানালেন, সেখানে তিনি দেখতে পেয়েছেন অনেক ভূমি সমুদ্রে হারিয়ে যাবার নিশানা৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিচু জমির উচ্চতা বাড়ানো, কিংবা ভূমি ক্ষয়রোধে উপকূলের কৃষক আবহমানকাল থেকে ব্যবহার করে নিজস্ব প্রযুক্তি৷ তারই সফল প্রয়োগ পারে বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে মুক্ত করতে৷ পরিকল্পিতভাবে জোয়ার-ভাটার প্রবাহ জমিতে ব্যবহার করে পলি আটকে রাখার এই প্রযুক্তির নাম বিশেষজ্ঞরা দিয়েছেন টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা 'টিআরএম'৷
তাঁরা বলেছেন, সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, ঝালকাঠি ও বরিশালের উপকূল টিআরএমের মাধ্যমে উঁচু করা সম্ভব৷ জানা গেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকদের নিজস্ব অভিজ্ঞতায় উদ্ভাবিত অবাধ জোয়ার-ভাটার প্রবাহে আসা পলি ব্যবহার করে ভূমি উঁচু করা শুরুও হয়ে গেছে৷ নতুন করে জেগে ওঠা ভূমিতে বোরো ধানের আবাদ করে ফলন পাওয়া গেছে বেশ৷
বাংলাদেশ সরকারের ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, সেন্টার ফর এনভায়রনমেন্টাল জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থা – ওয়ারপোর বিজ্ঞানীরা জনগণের উদ্ভাবিত এই পদ্ধতি তুলে ধরে আন্তর্জাতিক পর্যায়েও বেশ সুনাম কুড়িয়েছেন৷
দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, জমি উঁচু ও চাষযোগ্য করা, নদীর গভীরতা বাড়িয়ে জলাবদ্ধতা দূর, লবণাক্ততা কমানো ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি থেকে উপকূল রক্ষায় টিআরএম পদ্ধতি সবচেয়ে কার্যকর৷ আমেরিকার মিসিসিপি অববাহিকাতেও একইভাবে মাটি দেবে যাওয়া ও উঁচু করার প্রক্রিয়া চলছে৷ তবে সেখানে অনেক ব্যয়বহুল প্রযুক্তির মাধ্যমে ভূমি উঁচু করা হচ্ছে৷ মধ্যপ্রাচ্যের দুবাই, কুয়েতসহ বেশকিছু দেশে এবং ভূমধ্যসাগরে আরও ব্যয়বহুল পদ্ধতি প্রয়োগ করে ছোট ছোট দ্বীপ তৈরি করা হচ্ছে৷
বাংলাদেশ ভূতাত্তিক জরিপ অধিদফতরের হিসাবে প্রতি বছর বাংলাদেশ উপকূলে বঙ্গোপসাগরে এক দশমিক দুই বিলিয়ন ঘনফুট পলি আসে৷ এর ৪০ ভাগ দক্ষিণ-পশ্চিমাঞ্চল উপকূলে জড়ো হয়৷ বিশেজ্ঞরা বলছেন, শুধু যশোর জেলার উপকূলীয় ৮টি বিলে ৬৯ দশমিক ৭০ বর্গকিলোমিটার জমি অবাধ জোয়ার-ভাটার মাধ্যমে জাগিয়ে তোলা সম্ভব৷ আর এর ফলেই জলবায়ু পরিবর্তন বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতি মোকাবিলা করা সম্ভব৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: সঞ্জীব বর্মন