1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের এ কী দশা!

৯ মার্চ ২০১৮

পানির নীচ দিয়ে সাঁতরে যাচ্ছেন এক ডাইভার আর তাঁর চারদিকে ভেসে বেড়াচ্ছে অনেককিছু৷ এমন দৃশ্য সাধারণত মুগ্ধ হওয়ার মতোই৷ কিন্তু একটু ভালো করে তাকালের দেখা যায় আরেক রুঢ় বাস্তবতা৷

Flash-Galerie Die Wunder der Natur
ছবি: Fotolia/vlad61_61

ব্রিটিশ ডাইভার রিচ হর্নার বালির সমুদ্র উপকূলে ডাইভের সময় একটি ভিডিও করেছেন৷ কিন্তু ভিডিওতে নীল পানির তলায় তিনি যা প্রত্যাশা করেছিলেন, তা অবশ্য দেখেননি, যা দেখেছেন, তা আমাদের জন্য যথেষ্ট উদ্বেগের৷

ভিডিওতে রিচ হার্নারের চারপাশে অসংখ্য প্লাস্টিকের বোতল, ব্যাগসহ নানা ধরনের আবর্জনা ভাসতে দেখা গেছে৷ যেখানে অসংখ্য সামুদ্রিক মাছ থাকার কথা ছিল, সেখানে প্লাস্টিকের এই ভেসে বেড়ানো পর্যটকরা পরিবেশের যে কতটা ক্ষতি করছে তা পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে৷

রিচ হার্নার বালির সমুদ্রতট থেকে বিশ কিলোমিটার দূরে অবস্থানকালে ভিডিওটি করেছেন৷ অথচ এত দূরত্বেও প্লাস্টিকের কোনো কমতি ছিল না৷ তাঁর ভিডিওটি ইউটিউবে প্রকাশ হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়ে গেছে৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ