1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রের পানি বাড়তে পারে!

১৯ জুলাই ২০১৫

সাম্প্রতিক গবেষণায় এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা৷ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে সরকারগুলো যে পরিকল্পনা নিয়েছে সেগুলো বাস্তবায়িত হলেও এমনটা হতে পারে বলে মনে করছেন তাঁরা৷

Totes Meer Israel
ছবি: Fotolia

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বিজ্ঞানীদের একটি দলের করা গবেষণাটি ‘সায়েন্স' জার্নালে প্রকাশিত হয়েছে৷গবেষণায় বলা হয়, আজ থেকে প্রায় সোয়া লক্ষ বছর আগে পৃথিবীর তাপমাত্রা আজকের মতোই ছিল৷ তখন সমুদ্রের পানির উচ্চতা ছয় থেকে নয় মিটার বেড়ে গিয়েছিল৷ সেসময় উষ্ণ তাপমাত্রার কারণে গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকার বরফ গলা শুরু করেছিল৷

এছাড়া প্রায় চার লক্ষ বছর আগে তাপমাত্রা যখন আজকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, তখনো পানির উচ্চতা বেড়েছিল ৬ থেকে ১৩ মিটার৷ আর ৩০ লক্ষ বছর আগে সমুদ্রের পানির উচ্চতা আজকের চেয়ে অন্তত ৬ মিটার বেশি ছিল৷

এ সব হিসেব দেখে বিজ্ঞানীদের আশঙ্কা হয়েছে যে, বর্তমান বিশ্ব হয়ত সেইসব সময়ের দিকেই এগিয়ে যাচ্ছে৷ বিশ্বের বিভিন্ন দেশ গ্রিনহাউস নির্গমন কমানোর জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেটা অর্জনে সমর্থ হলেও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি সেরকমই হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের৷

তবে গবেষণাপত্রের প্রধান লেখক ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ডাটন বলেছেন, ছয় মিটার বৃদ্ধির ঘটনা ঘটতে কয়েক শতাব্দী লেগে যেতে পারে৷

এমনটা হলে বেইজিং থেকে শুরু করে লন্ডন, ফ্লোরিডা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে৷

উল্লেখ্য, ২০১৩ সালে জাতিসংঘের জলবায়ু বিষয়ক বিজ্ঞানীরা বলেছিলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে একবিংশ শতাব্দীর শেষ নাগাদ সাগরের পানির উচ্চতা ১০ থেকে ৩২ ইঞ্চি বাড়তে পারে৷

জেডএইচ/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ