1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্র বিজ্ঞানী জাক কুস্তোর ছেলে সমুদ্র তলদেশের ছবি তৈরি করছেন

৯ নভেম্বর ২০১১

জাক কুস্তো সমুদ্রের তলদেশ নিয়ে কাজ করেছেন৷ তৈরি করেছেন বেশ কিছু ডকুমেন্টারি৷ নীল সমুদ্রের নীচে অসাধারণ একটি জগত রয়েছে - তা আমরা জেনেছি জাক কুস্তোর কল্যাণে৷

Französischer Meeresforscher und Dokumentarfilmer, in Deutschland durch die langjährige Serie "Geheimnisse des Meeres" bekannt.
সমুদ্র বিজ্ঞানী জাক কুস্তোছবি: dpa - Fotoreport

জাক কুস্তোর ছেলে জঁ মিশেল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন৷ তিনি সমুদ্রের নীচের প্রাণী জগত নিয়ে তৈরি করতে যাচ্ছেন একটি ডকুমেন্টারি৷ এই ডকুমেন্টারির মধ্যে দিয়ে প্রাণী জগতের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চান তিনি৷

বিখ্যাত ক্যালিপসো জাহাজে জাক কুস্তোছবি: AP

ডকুমেন্টারির নাম হবে ‘ওশান এ্যালাইভ'৷ থ্রি ডিতে তৈরি ছবিটি মুক্তি পাবে আগামী বছর৷ বারোটি ডকুমেন্টারি ফিল্ম এবং একটি ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে ‘ওশান এ্যালাইভ'৷ বার্তা সংস্থা এএফপি'কে তিনি জানান,‘‘ক্যালিফোর্নিয়ার সমুদ্রের নীচে কী আছে, কোন ধরণের জগত রয়েছে, সেখানে কারা বসবাস করে তা আমরা দেখাতে চাই, সেটা তুলে ধরতে চাই৷ এর পাশাপাশি আমরা সমুদ্রের এসব প্রাণীদের রক্ষা কী করতে পারি - তাও জানাতে চাই৷''

ডকুমেন্টারিটি প্রথম প্রদর্শিত হবে টেলিভিশনে এবং এরপর আন্তর্জাতিকভাবে তা দেখানোর ব্যবস্থা করা হবে সিনেমার মাধ্যমে৷

তাঁর বাবা ক্যাপ্টেন জাক ইভ কুস্তো সমু্দ্রের নীচের প্রাণী জগত নিয়ে প্রায় একশোটি ডকুমেন্টারি তৈরি করেছেন৷ ছবিও তুলেছেন৷ পঞ্চাশটিরও বেশি বইয়ে প্রকাশ করেন তিনি, যেখানে ছবিগুলো ছাপা হয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ