সমুদ্র বিজ্ঞানী জাক কুস্তোর ছেলে সমুদ্র তলদেশের ছবি তৈরি করছেন
৯ নভেম্বর ২০১১জাক কুস্তোর ছেলে জঁ মিশেল বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন৷ তিনি সমুদ্রের নীচের প্রাণী জগত নিয়ে তৈরি করতে যাচ্ছেন একটি ডকুমেন্টারি৷ এই ডকুমেন্টারির মধ্যে দিয়ে প্রাণী জগতের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে চান তিনি৷
ডকুমেন্টারির নাম হবে ‘ওশান এ্যালাইভ'৷ থ্রি ডিতে তৈরি ছবিটি মুক্তি পাবে আগামী বছর৷ বারোটি ডকুমেন্টারি ফিল্ম এবং একটি ফিচারের সমন্বয়ে তৈরি করা হয়েছে ‘ওশান এ্যালাইভ'৷ বার্তা সংস্থা এএফপি'কে তিনি জানান,‘‘ক্যালিফোর্নিয়ার সমুদ্রের নীচে কী আছে, কোন ধরণের জগত রয়েছে, সেখানে কারা বসবাস করে তা আমরা দেখাতে চাই, সেটা তুলে ধরতে চাই৷ এর পাশাপাশি আমরা সমুদ্রের এসব প্রাণীদের রক্ষা কী করতে পারি - তাও জানাতে চাই৷''
ডকুমেন্টারিটি প্রথম প্রদর্শিত হবে টেলিভিশনে এবং এরপর আন্তর্জাতিকভাবে তা দেখানোর ব্যবস্থা করা হবে সিনেমার মাধ্যমে৷
তাঁর বাবা ক্যাপ্টেন জাক ইভ কুস্তো সমু্দ্রের নীচের প্রাণী জগত নিয়ে প্রায় একশোটি ডকুমেন্টারি তৈরি করেছেন৷ ছবিও তুলেছেন৷ পঞ্চাশটিরও বেশি বইয়ে প্রকাশ করেন তিনি, যেখানে ছবিগুলো ছাপা হয়৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: দেবারতি গুহ