1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমৃদ্ধি আর প্রগতির পথে এগিয়ে যেতে প্রয়োজন জাতীয় ঐক্য

১৬ নভেম্বর ২০১১

বাংলাদেশ সফররত জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যায়৷ বিশেষ সমাবর্তন বক্তৃতায় বান কি মুন বলেন, বাংলাদেশের সমৃদ্ধি এবং অগ্রগতির জন্য প্রয়োজন জাতীয় ঐক্য৷

জাতিসংঘ মহাসচিবকে সাম্মানিক ডক্টর অব ল’জ ডিগ্রি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ছবি: picture alliance ZUMA Press

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে মঙ্গলবার বিকেলে আয়োজন করা হয় বিশেষ সমাবর্তনের৷ আর এই সামার্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বান কি মুনকে সম্মানসূচক ডক্টর অব ল'জ ডিগ্রি দেয়া হয়৷

সম্মানসূচক ডিলিট পাওয়ার পর জাতিসংঘের মহাসচিব বানকি মুন তার বক্তৃতায় বলেন, বাংলাদেশের রয়েছে অমিত সম্ভাবনা৷ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধি আর প্রগতির পথে এগিয়ে যেতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য৷ আর বিশ্বের সমৃদ্ধির জন্য বিশ্ববাসীকেও একযোগে কাজ করতে হবে৷

তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মকে উদ্দৈশ্য করে বলেন, তাদের নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে ভাবতে হবে৷ শুধু বাংলাদেশ বা এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা৷ ভাবতে হবে সারা বিশ্বকে নিয়ে৷ দৃষ্টিভঙ্গি উদার হলে, চিন্তার বিস্তৃতি থাকলে সাফল্য আসবেই৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেন, জাতিসংঘ মহাসচিবকে সম্মান সূচক ডিলিট ডিগ্রি দিতে পেরে এই বিশ্ববিদ্যালয় গর্ববোধ করছে৷ তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বান কি মুনের নেতৃত্বের প্রশংসা করেন৷ প্রশংসা করেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তার উদ্যোগের৷

জাতিসংঘ মাহাসচিব আবারো বাংলাদেশ সফরের আকাঙ্খা প্রকাশ করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ