1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পদশালী চীনাদের পছন্দ প্রমোদতরী

২৬ অক্টোবর ২০১০

যদি প্রশ্ন করা হয় কোন্ দেশের পণ্য বিশ্ব বাজারের বেশিরভাগ দখল করে রেখেছে? উত্তর দিতে হবে চীন৷ সেই চীনের ধনীরা এখন প্রমোদতরী নিয়ে সাগরে ভেসে বেড়াতে পছন্দ করেন৷

চীনা, পছন্দ, প্রমোদতরী China, Boat, Enjoy
চীনাদের পছন্দ প্রমোদতরীছবি: Alberto Finol

ধনী চীনাদের কাছে আকর্ষণীয় গাড়ি, দামী ঘড়ি ব্যবহার এবং অভিজাত রেঁস্তোরায় খাওয়া দাওয়া এখন পুরোনো হয়ে গেছে৷ সম্পদশালী চীনা ব্যবসায়িরা এখন জলে প্রমোদতরী ভাসিয়ে তাদের সম্পদ প্রদর্শন করতে পছন্দ করেন৷ চীনের ক্রুজ অ্যান্ড ইয়ট ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশনের সেক্রেটারি ঝেং ভাইহ্যাং ধনী চীনাদের সম্পর্কে বললেন, তারা এখন সাগরে ভেসে আনন্দ করতে পছন্দ করেন৷ মাছ ধরার ভি আই পি ক্লায়েন্ট হয়ে আলোচনা চালাতে চান৷

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, চীন এখন বিদেশি জলযান তৈরির বাজার ধরতে চায়৷ ঝেং বলেন, আর তাই এইখাতে উন্নয়ন ছাড়াও নৌকা বা জাহাজ তৈরির দিকে চীন নজর দিতে চাচ্ছে৷ চীন সম্প্রতি দেশজুড়ে প্রায় একহাজার প্রমোদতরী এবং ইয়ট পানিতে নামিয়েছে৷ আর আগামী পাঁচ বছরে এই সংখ্যা ১০ হাজারেরও বেশি করার আশা করছে৷

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে হংকং ভিত্তিক উন্নয়ন সংস্থা রেইনবো ল্যান্ড হোল্ডিংস চীনের সবচেয়ে বড় ইয়ট ক্লাব এবং পোতাশ্রয় বানাচ্ছে৷ নকশা তৈরি করা হয়েছে এমন একটি হোটেলের যেখানে ৬৫৫টি ঘর থাকবে৷ ঐ উন্নয়ন সংস্থাটির জেনারেল ম্যানেজার ডেভিড ব্রাইটলিং বলেন, ‘‘একেক সময় মনে হয়, এটি যদি তৈরি করা হয়, তাহলেই তারা আসবে৷'' তিনি বলেন, ‘‘আমি মনে করি বেইজিং-এর জনগনের জন্যে এটি সপ্তাহান্তের দূরত্ব৷ এটি আসলে এই ধরণের জীবন যাপনে তাদের অভ্যস্ত করে তোলার ব্যাপার মাত্র৷''

ধনী চীনাদের জন্যে পাওয়ারবোট সবচেয়ে জনপ্রিয় জলযান৷ কারণ পালের নৌকার চেয়ে এটি চালানো সহজ৷ আর শতকরা ৮০ ভাগেরও বেশি পাওয়ার বোট ইউরোপ অথবা অ্যামেরিকা থেকে আমদানি করা হয়৷ সাংহাই ভিত্তিক বিক্রয় প্রতিনিধি টিম বাই জানান, আজিমুট নামের ইটালির অভিজাত বোট নির্মাতা পাঁচ বছর আগেই চীনের বাজারে প্রবেশ করেছেন৷এবং এই পর্যন্ত তিনি ১৫ মিলিয়ন ডলার মূল্যের জলযান বিক্রি করেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ