1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্পাদনা পদ্ধতি কঠোর করেছে উইকিপিডিয়া

২৮ আগস্ট ২০০৯

ইন্টারনেট ভিত্তিক বহু-ভাষিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সম্পাদনা পদ্ধতি আরো কঠিন করা হয়েছে৷ বিশ্বব্যাপী তথ্যের নির্ভরযোগ্য এক মাধ্যম বলে পরিচিত উইকিপিডিয়াকে নিরাপদ রাখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

সম্পাদনার নতুন নিয়ম অনুযায়ী, উইকিপিডিয়ায় জীবিত যেকোন ব্যক্তি সম্পর্কে প্রদর্শিত কোন তথ্যে পরিবর্তন আনা হলে তা উইকিপিডিয়ার সম্পাদকদের অনুমোদন পাওয়ার পর হালনাগাদ করা হবে৷ ফলে এখন আর যখন তখন যে কেউ উইকিপিডিয়া প্রদর্শিত নিবন্ধে ক্ষতিকর পরিবর্তন আনতে পারবে না৷

২০০১ সালে প্রতিষ্ঠিত উইকিপিডিয়ায় বর্তমানে এক কোটি ৩০ লক্ষেরও বেশি নিবন্ধ রয়েছে৷ এরমধ্যে ৩০ লক্ষ নিবন্ধ আছে ইংরেজি ভাষায়৷ বিশ্বের সেরা ১০ ওয়েবসাইটের একটি উইকিপিডিয়া৷ নতুন এই নিয়মের আগে যেকেউ উইকিপিডিয়ায় প্রদর্শিত তথ্যে পরিবর্তন আনার সুযোগ পেতো৷ ফলে এই ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতো প্রায়ই৷

বুধবার থেকে উইকিপিডিয়ার ইংরেজি সংষ্করণে নতুন এই নিয়ম চালু করা হয়েছে এবং ‘‘ফ্ল্যাগড রিভিশনস'' নামক একটি ফিচার যোগ করা হয়েছে সেখানে৷

নিয়ম অনুযায়ী, উইকিপিডিয়ার নিয়মিত সম্পাদকরা নতুন আগন্তুকদের লেখা সম্পাদনার সুযোগ পাবেন৷ সম্পাদনার পর, সম্পাদকের মন্তব্যসহ তা হালানাগাদ হবে উইকিপিডিয়াতে৷ একইসঙ্গে কেউ চাইলে কাঙ্ক্ষিত নিবন্ধটি সম্পাদনের আগের সংষ্করণও দেখতে পাবেন৷ উইকিপিডিয়া জানিয়েছে, তবে কিছু ক্ষেত্রে নিয়মটি আরো কঠিন৷ সেক্ষেত্রে নির্বাচিত কিছু বিষয়ে প্রাপ্ত নিবন্ধ সম্পূর্ণরূপে সম্পাদনার পর উইকিপিডিয়ায় প্রকাশ করা হবে৷ বিশেষত জীবিত বিতর্কিত ব্যক্তিদের সম্পর্কে নিবন্ধের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য বলে জানিয়েছে উইকিপিডিয়া৷

প্রসঙ্গত, ইন্টারনেটের মুক্ত জ্ঞান ভান্ডার উইকিপিডিয়া উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়৷ উইকি শব্দটির আভিধানিক অর্থ (হাওয়াইয়ান ভাষায়) হাঁটা৷ উইকি উইকি মানে দাঁড়িয়ে ছোট ছোট পায়ে হাঁটা৷ উইকিপিডিয়ায় প্রদর্শিত নিবন্ধগুলো সমন্বিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদের প্রচেষ্টায় তৈরি হয়েছে৷ ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে সক্ষম এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে৷ বর্তমানে ২৫০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়া রয়েছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ