1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্ভাবনাময় বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প

২২ ডিসেম্বর ২০১০

পোশাক শিল্পের পর এবার জাহাজ নির্মাণ শিল্পেও সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ একদিকে জাহাজ নির্মাণ শ্রমিকদের যথেষ্ট দক্ষতা, অন্যদিকে শ্রমিকদের স্বল্প মজুরি এই শিল্পকে আরো সম্ভাবনাময় করে তুলেছে৷

এগিয়ে যাচ্ছে জাহাজ নির্মাণ শিল্পছবি: DW

মাত্র কিছুদিন আগেও জাহাজ কেনার জন্য ধনী দেশগুলো ছুটে গেছে চীন, জাপান, মালয়েশিয়া কিংবা কোরিয়ার কাছে৷ কিন্তু এখন বাংলাদেশের জাহাজ তৈরির প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে পশ্চিমের দেশগুলো৷ ২০০৮ সাল থেকে বাংলাদেশ জাহাজ তৈরির ক্ষেত্রে বেশ সফলতার মুখ দেখতে শুরু করেছে৷ ইতিমধ্যে চারটিরও বেশি বড় জাহাজ বিক্রি করেছে বাংলাদেশ৷ এছাড়া জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, নরওয়ে এবং মোজাম্বিকসহ বেশ কিছু দেশ থেকে আরো অনেকগুলো জাহাজ তৈরির অর্ডার পেয়েছে বাংলাদেশ৷

সম্প্রতি বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড বাংলাদেশের বৃহত্তম এবং দীর্ঘতম দু'টি জাহাজ হস্তান্তর করলো জার্মান প্রতিষ্ঠান গ্রোনা শিপিং-এর কাছে৷ ১০০ মিটার দীর্ঘ জাহাজ দু'টির প্রত্যেকটি ৫,২০০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন৷ এগুলোর প্রত্যেকটি নির্মাণে ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা করে৷ গ্রোনা শিপিং-এর কাছে ২০১২ সালের মধ্যে মোট ১২টি জাহাজ হস্তান্তরের কথা রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের৷ সম্পূর্ণ প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা৷ উল্লেখ্য, ১৯৯৪ সালে বাংলাদেশে জাহাজ নির্মাণ কাজ শুরু করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড৷

ডয়চে ভেলের কর্মীদের সঙ্গে মাসুদ করিমছবি: DW

ইএমএসরিভার জাহাজটি যখন চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ধীর গতিতে ছেড়ে যাচ্ছিল বাংলাদেশের জলসীমা তখন অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেন নি৷ যদিও এটা ছিল একদিকে বাংলাদেশের সাফল্যের প্রতীক, অন্যদিকে এটা ছিল যেন নিজের সন্তানকে অজানার উদ্দেশ্যে বিদায় দেওয়া৷ তাই সুখ আর দুঃখের সংমিশ্রণে ভরা ছিল জাহাজ হস্তান্তরের ক্ষণ৷

জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশ নতুন হলেও জাহাজ নির্মাণের কাজে ব্যবহৃত উপকরণ থেকে শুরু করে প্রত্যেক ধাপে সেগুলোর সঠিক মান নিয়ন্ত্রণে মেনে চলা হচ্ছে আন্তর্জাতিক নিয়ম-নীতি৷ এসব জাহাজের গুণগত মান তদারকি করার জন্য বাংলাদেশে কাজ করছে গের্মানিশের লয়েডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান৷ গের্মানিশের লয়েড এর সিনিয়র সার্ভেয়ার এ কে এম মাসুদ করিম ডয়চে ভেলেকে বলেন, বাংলাদেশে তৈরি এসব জাহাজের মান শতভাগ সঠিকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ ফলে ক্রেতা প্রতিষ্ঠানগুলো এসব জাহাজের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেছে৷ এছাড়া তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরো বেশি জাহাজ কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে৷

জাহাজ নির্মাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জার্মান কোম্পানিছবি: DW

বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে এগিয়ে নিতে সেদেশের সরকারের কাছ থেকেও যথেষ্ট ইতিবাচক পদক্ষেপ এবং সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার মাসুদ করিম৷ তিনি বলেন, গের্মানিশের লয়েড সারা বিশ্বে জাহাজ এবং এর যন্ত্রাংশের মান একইরকমভাবে নিরূপণ করে এবং তদারকি করে৷ তাই জাপান, কোরিয়া কিংবা ইউরোপে তৈরি যে কোন জাহাজের চেয়ে বাংলাদেশের জাহাজের মান কোন অংশেই কম নয়৷ বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প অত্যন্ত সম্ভাবনাময় উল্লেখ করে তিনি বলেন, ভৌগলিক অবস্থানসহ জাহাজ নির্মাণে বেশ কিছু সুবিধা রয়েছে বাংলাদেশে৷

জাহাজ নির্মাণ কাজে দক্ষ এবং আধা-দক্ষ প্রায় এক লাখ শ্রমিক রয়েছে বাংলাদেশের৷ অন্যান্য দেশের তুলনায় সেখানে শ্রমিকদের মজুরি দিতে হয় কম৷ এছাড়া জাহাজ নির্মাণ কাজে দক্ষতা সৃষ্টি ও বৃদ্ধির জন্য রয়েছে বেশ অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান৷ রয়েছে নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সাথে চমৎকার নৌযোগাযোগ ব্যবস্থা৷ তাই সরকার এবং উদ্যোক্তারা আরো গুরুত্বের সাথে এই শিল্পের দিকে মনোযোগ দিলে জাহাজ নির্মাণ শিল্প দ্রুত সাফল্য পাবে বলে মনে করেন তিনি৷ সাম্প্রতিক এক সমীক্ষা প্রতিবেদনে বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইন্সটিটিউট - বিএফটিআই উল্লেখ করেছে যে, আগামী দশ বছরে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত হতে পারে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ