1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্মেলনের আগেই জলবায়ু নীতি জানাবে যুক্তরাষ্ট্র

২৪ নভেম্বর ২০০৯

কোপেনহেগেনের জলবায়ু সম্মেলন শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র তাদের দূষণ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করবে৷ বলছে হোয়াইট হাউজ সূত্র৷ জাতিসংঘ চায়, সফল হোক সম্মেলন৷

এভাবেই দূষণের মাত্রা বাড়াচ্ছে শিল্পোন্নত দেশগুলোছবি: picture-alliance/ dpa

কোপেনহেগেনের জলবায়ু সম্মেলন শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র তাদের দূষণ কমানোর লক্ষ্যমাত্রা ঘোষণা করবে৷ বলছে হোয়াইট হাউজ সূত্র৷ জাতিসংঘ চায়, সফল হোক সম্মেলন৷

আর মাত্র কয়েকদিন পরেই ডিসেম্বরের সাত তারিখ থেকে কোপেনহেগেনে শুরু হতে চলেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন৷ জার্মানি সহ মোট ৬৫ দেশ এই সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে তাদের স্বীকৃতি জানিয়েছে৷ ধরে নেওয়া হচ্ছে জলবায়ু নিয়ে আন্তর্জাতিক চুক্তির সাফল্যের দিকে কিছুটা এগোনো যাবে এই সম্মেলনে৷ কিন্তু যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এই সম্মেলনে যোগদান করা নিয়ে নিজেদের সম্মতি জানায় নি৷

তবে ওয়াশিংটন সূত্রে কোপেনহেগেন সম্মেলন শুরু হওয়ার আগেই নিজেদের দূষণ কমানোর বা পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকারক গ্রিনহাউজ গ্যাসের নির্গমন মাত্রা কমানোর বিষয়ে টার্গেট ঘোষণা করা হবে বলে জানা গেল সোমবার৷

হোয়াইট হাউজে এদিন এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক সংবাদসংস্থা এএফপি-র প্রতিনিধিকে জানান, কোপেনহেগেন-এ যোগদানকারী সব দেশগুলিকেই পরিবেশ বাঁচাতে তারা কে কী উদ্যোগ নিচ্ছে তা জানাতে হবে৷ সেদিকে লক্ষ্য রেখেই আপাতত সেই টার্গেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র৷ বলেন ওই পদস্থ কর্তা৷ তিনি আরও জানান, মার্কিন কংগ্রেসে চলতি বছরের জুন মাসে পাশ করানো একটি আইনে মেনে নেওয়া হয়েছে ২০০৫ সালের তুলনায় ১৭ শতাংশ দূষণ কমানোর ব্যাপারে৷ সেইসঙ্গে ওই আইনেই বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে ৮৩ শতাংশ গ্রিনহাউজ গ্যাস দূষণ কমাবে যুক্তরাষ্ট্র৷

ওবামা কোপেনহেগেন-এ আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়ছবি: AP

তবে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা কোপেনহেগেন যাচ্ছেন কিনা সে ব্যাপারে এখনও কোন নিশ্চয়তা মেলে নি৷ যদিও হোয়াইট হাউজের একটি সূত্রের ইঙ্গিত, একেবারে শেষ মুহূর্তে ওবামা কোপেনহেগেন যাওয়ার সিদ্ধান্ত নিলেও নিতে পারেন৷ তেমনটা হলে এই সম্মেলন অবশ্যই অতিরিক্ত জোর এবং মর্যাদা লাভ করবে৷

ওদিকে, কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের সাফল্যের বিষয়ে আশাবাদী মন্তব্য করেছেন জাতিসংঘের জলবায়ু দপ্তরের প্রধান ইভো দ্য বয়ার৷ তাঁর আশা, পরিবেশে ক্রমবর্দ্ধধমান উষ্ণতা রুখতে নিশ্চয়ই একটা আন্তর্জাতিক বোঝাপড়া সম্ভবপর হবে এই সম্মেলনে৷ সেইসঙ্গে আর্থিক নিশ্চয়তাও দেখা যাবে বলে তাঁর আশা৷ ওদিকে, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সোমবার বলেছেন, কোন অবস্থাতেই কোপেনহেগেন সম্মেলনকে ব্যর্থ হতে দেওয়া চলবে না৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ