1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সময় শেষ সরকারের, দাবি মির্জা ফখরুলের

২৫ জানুয়ারি ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে দলীয় সমাবেশে বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় শেষ৷

ছবি: Mortuza Rashed/DW

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘এক ব্যক্তি আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিতে যান৷ হঠাৎ পেছন থেকে আজরাইল তাকে টেনে ধরে৷ এ সময় ওই ব্যক্তি আজরাইলের কাছে জানতে চান, কেন তাকে বাঁচানো হলো৷ আজরাইল তাঁকে বলেন, তোমার সময় তো শেষ হয়নি৷ ওই ব্যক্তি বললেন, আমি বাঁচতে চাই না, আমার অনেক অভাব৷ এ কথা শুনে আজরাইল তাকে গ্রামে গিয়ে ডাক্তারি করার পরামর্শ দেন৷ সেই ব্যক্তি অবাক হয়ে বলেন, আমি তো ডাক্তারি করতে জানি না৷ উত্তরে আজরাইল তাকে একটি বুদ্ধি শিখিয়ে দিলেন৷‘‘

‘‘আজরাইল ওই ব্যক্তিকে বললেন, তোমার কাছে কোনো রোগী এলে আমি যদি তার পায়ের কাছে দাঁড়াই, তাহলে তুমি বুঝবে যে সে আরো অনেক দিন বাঁচবে৷ এটা দেখে তাকে যেকোনো ওষুধ দিলেও সে ভালো হয়ে যাবে৷ কিন্তু যদি রোগীর মাথার কাছে দাঁড়াই, তাহলে বুঝবে যে ওই রোগীর সময় শেষ, সে আর বাঁচবে না। তখন তুমিও বলে দেবে যে রোগী বেশি দিন বাঁচবে না৷ এই পরামর্শ পেয়ে ওই ব্যক্তি গ্রামে চলে যান৷ এরপর সেখানে ডাক্তারি করে অনেক অর্থ-সম্পদ উপার্জন করেন৷ একদিন দুপুরে খাওয়ার পর ওই ব্যক্তি শুয়ে ছিলেন৷ এমন সময় আজরাইল তার মাথার কাছে এসে দাঁড়ায়৷ এতে সে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ঘুরে শুয়ে পড়ে যেন আজরাইল তার পায়ের কাছে থাকে৷ এ রকম তিন-চারবার করার পরে আজরাইল তার কাছে জানতে চান, সে এমন করছে কেন? এটা শুনে সে বলে,  আমি তো সুস্থ, তুমি এখানে কেন এসেছো?  জবাবে আজরাইল তাকে বলে, তুমি যতই সুস্থ  থাকো আর ঘুরে শুয়ে থাকো, এতে কোনো লাভ হবে না৷ কারণ, তোমার সময় শেষ হয়ে এসেছে৷''

ছবি: Mortuza Rashed/DW

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ৷ এবার টানা তৃতীয় মেয়াদে সরকার পরিচালনা করছে দলটি৷ চলতি বছরের শেষ দিকে বা আগামী বছরের প্রথমেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ গত এক যুগের বেশি সময়ে কয়েক দফায় সরকার পতনের আন্দোলনে নেমেও সফলতা পায়নি বিএনপি৷ এবারও দলটি নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছে৷

অন্যদিকে বিএনপির  আন্দোলন নিয়ে নানা ধরনের ব্যঙ্গবিদ্রূপ করছেন আওয়ামী লীগের নেতারা৷ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজও দলীয় এক কর্মসূচিতে বলেছেন, বিএনপির ১০ দফা দাবি ভুয়া৷ এই দাবি বাংলাদেশের মানুষ মানে না৷ তিনি বলেছেন, এখন বিএনপির আন্দোলনে গতি নেই, নেতা বাড়ছে, কর্মীর সংখ্যা কমে যাচ্ছে, আন্দোলনে জনসাধারণ নেই৷

জনসাধারণ ছাড়া গণ-আন্দোলনের মতো অবাস্তব বিষয় উচ্চারণ করে লাভ নেই বলে মন্তব্য করেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের৷

তবে সরকার পতনের দাবিতে আন্দোলনে অবিচল বিএনপি আজকের সমাবেশ থেকেও নতুন কর্মসূচি দিয়েছে৷ ক্ষমতাসীনেরা বিরোধী দলের পাল্টা কর্মসূচি দেওয়ার প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ–সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি৷

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা যখন কর্মসূচি দিই , তখন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়৷ এদের এত ভয়, নিজেদের ওপর এত আস্থার অভাব, এই ভয়ে তারা কর্মসূচি দেয়৷ নিজেদের ওপর কোনো আস্থা নেই তাদের৷'

পৃথিবীতে কোনো স্বৈরচারী সরকার এমনি এমনি যায়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এরা এমনি এমনি যায় না৷ আন্দোলনের মধ্য দিয়ে সরাতে হবে৷ আমাদের আন্দোলন চলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ সরকার সরছে৷'

এনএস/এসিবি (প্রথম আলো) 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ