বাংলাদেশে ২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের তিন বছর পূর্ণ হলো শুক্রবার৷ ইতিমধ্যে তাদের দাবি পূরণ হলেও, প্রশ্ন থেকে গেছে এই মঞ্চের গন্তব্য নিয়ে৷
বিজ্ঞাপন
২০১৩ সালের ৫ই ফেব্রয়ারি ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের সূত্রপাত হয়৷ শাহবাগ চত্বরে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের বিরোধিতায় সমবেত হন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টসহ সাধারণ মানুষ৷ তারা দাবি তোলেন মৃত্যুদণ্ডের৷ শাহবাগ হয়ে ওঠে উত্তাল৷ লাখো মানুষের অংশগ্রহণে এই আন্দোলন আরব বসন্তের মতো নাম পায় ‘বাংলার বসন্ত’ হিসেবে৷
জেগে আছে প্রজন্ম চত্বর
মূল দাবি একটাই, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’৷ এই দাবি নিয়ে পাঁচই ফেব্রুয়ারি থেকে শাহবাগ চত্বরে অবস্থান করছে তরুণ প্রজন্ম৷ তাদের সমর্থন জানাচ্ছে সবশ্রেণির মানুষ৷ ইতোমধ্যে পেরিয়ে গেছে বেশ কয়েকদিন৷ কিন্তু এক চুল নড়েনি তারা৷
ছবি: Reuters
লাগাতার আন্দোলন
শাহবাগে অবস্থান নেওয়া তরুণ প্রজন্ম গত পাঁচ ফেব্রুয়ারি ধরে লাগাতার তাদের আন্দোলন অব্যাহত রেখেছে৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অনড় তারা৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে নিয়মিত সেখানকার হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa
জাতীয় দলের আগমন
রবিবার প্রজন্ম চত্বরে এক টুকরো আনন্দের উপলক্ষ্য হয়ে এসেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা৷ আগে থেকেই শোনা যাচ্ছিল, শাহবাগে অবস্থান নেওয়া ব্লগার, তরুণ সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে আসছেন তাঁরা৷ রবিবার সেই খবরের সত্যতা প্রকাশ পেলো৷
ছবি: REUTERS
টুইটার লড়াই
হ্যাশট্যাগ #shahbag, কেউ কেউ ব্যবহার করছেন #shahbagh - আসলে শাহবাগের ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি রয়েছে৷ উইকিপিডিয়া শেষের এইচটি বাদ দিলেও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সেটি ধরে রেখেছে৷ এই বিভ্রান্তি অবশ্য টুইটার লড়াইকে পেছনে ফেলেনি৷ বরং সমানতালে দু’টি হ্যাশটাগ দিয়েই জানানো হচ্ছে আন্দোলনের অগ্রগতি৷
ছবি: REUTERS
আন্তর্জাতিক গণমাধ্যমকে ‘শোধরানোর’ চেষ্টা
শাহবাগের প্রতিবাদ কি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না ইসলামপন্থীদের বিরুদ্ধে? বিবিসি ইংরেজি বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনের শিরোনামে এই বিভ্রান্তি তৈরি হয়েছিল৷ টুইটারে আন্দোলনকারীদের অব্যাহত দাবির পর সেই শিরোনামে বদল এসেছে৷ ইসলামপন্থী বাদ দিয়ে যুদ্ধাপরাধ শব্দটি জোড়া হয়েছে সেখানে৷ এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমারব্লগ৷
ছবি: amarblog.com
‘শাহবাগ সাইবার যুদ্ধ’
প্রজন্ম চত্বরে অবস্থান করছেন ‘শাহবাগ সাইবার যুদ্ধ’ দলের অনেক সদস্য৷ বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে যুদ্ধাপরাধীদের চরম শাস্তির দাবিকে আরো সোচ্চার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা৷ পাশাপাশি প্রজন্ম চত্বরের সর্বশেষ পরিস্থিতিও ইন্টারনেটে তুলে ধরা হচ্ছে এদের মাধ্যমে৷
ছবি: REUTERS
‘আপনার সহায়তা প্রয়োজন’
ডয়চে ভেলের টুইটার পাতাতে আন্দোলনকারীদের কিছু বার্তা আমরা পেয়েছি৷ জিন্নাত গোনিম নামক ঢাকার এক বাসিন্দা টুইটারে লিখেছেন, ‘‘আমরা কোন রাজনৈতিক দল, ধর্ম বা জাতিগোষ্ঠীর প্রতিনিধি নই৷ আমরা বাংলাদেশি৷ যুদ্ধাপরাধীদের বিচার চাচ্ছি, আমার মায়ের হত্যাকারীর, বোনের ধর্ষকের বিচার চাচ্ছি৷ আমাদের আপনার সহায়তা প্রয়োজন৷’’
ছবি: twitter.com
এই প্রজন্মের নারী মুক্তিসেনাদের লড়াই
গত কয়েকদিন ধরেই গণমাধ্যমের শিরোনামে জায়গা করে নিচ্ছেন লাকি আক্তার৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী আন্দোলন শুরুর দিন থেকে রয়েছেন শাহবাগে৷ তাঁর মতো আরো কয়েকজন নারী মুহুর্মুহু শ্লোগানে কাপিয়ে তুলছেন প্রজন্ম চত্বর৷ বিভিন্ন স্কুলকলেজের ছাত্রীরা মাঝেমাঝে হাজির হচ্ছেন আন্দোলনে৷
ছবি: REUTERS
‘ফাঁসির মঞ্চ’ প্রস্তুত
‘রাজাকারের ফাঁসি চাই’ - এই হচ্ছে প্রজন্ম চত্বরে আন্দোলনরতদের মূল দাবি৷ যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলে তা প্রত্যাখ্যান করে তরুণ প্রজন্ম৷ তারা চায় ফাঁসির আদেশ৷ শাহবাগে প্রতীকী ‘ফাঁসির মঞ্চ’ তৈরি করে যুদ্ধাপরাধীদের চরম শাস্তির অপেক্ষায় আছে ব্লগাররা৷
ছবি: Reuters
সপরিবারের শাহবাগে
শাহবাগে অনেকেই হাজির হচ্ছেন সপরিবারে৷ ক্রিকেটার থেকে শুরু করে সাহিত্যিক, অধ্যাপক অনেকেই এসেছেন সপরিবারে৷ এই ছবিতে এক শিশুকে দেখা যাচ্ছে শাহবাগ চত্বরে, প্রতিবাদী ব্যানার মাথায় জড়িয়ে৷
ছবি: REUTERS
ব্লগার এন্ড অনলাইন অ্যক্টিভিস্ট নেটওয়ার্ক
‘ট্র্যাইবুনালে কাদের মোল্লার প্রহসনের রায়ের বিরুদ্ধে মহাসমাবেশ’ - এই শিরোনামে পাঁচ ফেব্রুয়ারি ফেসবুকে আন্দোলনের ডাক দিয়েছিল ব্লগার এন্ড অনলাইন অ্যক্টিভিস্ট নেটওয়ার্ক৷ ব্লগারদের আহ্বানে সেদিন শাহবাগে জড়ো হতে শুরু করে সাধারণ মানুষ৷ এখন এই আন্দোলন আমজনতার৷
ছবি: REUTERS
10 ছবি1 | 10
এরপর ট্রাইব্যুনাল আইনের সংশোধন এবং আপিলে কাদের মোল্লার মোল্লার ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের দাবি পূরণ হয়৷ ধীরে ধীরে শাহবাগের জমায়েত শেষ হয়, কিন্তু তারপরেও কার্যকর থাকে গণজাগরণ মঞ্চ৷ ২০১৪ সালে গণজাগরণ মঞ্চ নিয়ে নানা পক্ষের তৎপরতা দেখা যায়৷ দেখা যায় ভাঙনের আলামত৷ গণজাগরণ মঞ্চ সবচেয়ে বেশি বিরোধীতার শিকার হয় হেফাজতে ইসলামের কাছ থেকে৷ রাজীব হায়দারসহ সারা দেশে কম করে দশজন ব্লগার ও কর্মী নিহতও হন৷ কিন্তু ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে চলতে থাকে এই মঞ্চ৷
ইমরান এইচ সরকারের সাক্ষাৎকার
বাংলাদেশে এরইমধ্যে যুদ্ধাপরাধের বিচারে শীর্ষ যুদ্ধাপরাধীরা শাস্তি পেয়েছে৷ তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ প্রশ্ন হলো – এরপরেও কেন গণজাগরণ মঞ্চ সক্রিয়? কেন তাদের সক্রিয় থাকা আজও প্রয়োজন? এমন প্রশ্নের জবাবে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা একটি ন্যায়নিষ্ঠ বাংলাদেশের জন্য কাজ করছি৷ যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তার একটি অংশ৷ সুতরাং যুদ্ধাপরাধীদের বিচার শেষ হয়ে গেলেই আমাদের কাজ শেষ হবে না৷ আমরা মুক্তিযুদ্ধের চেতনায় এক ন্যায় বিচারের বাংলাদেশের জন্য কাজ করে যাবো৷ সবার অধিকার আর সাম্যের জন্য আমরা কাজ করছি, করবো৷’’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকার বা কোনো রাজনৈতিক দল আমাদের পছন্দ করুক আর না করুক, সেটা আমাদের বিবেচ্য নয়৷ সাধারণত সরকারের বিপক্ষে গেলে তারা বিরোধীতা করে৷ আমরা এ সব দিক বিবেচনায় নেই না৷ আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাবো৷ এই কাজ করতে গিয়ে কিন্তু আমরা প্রাণ দিয়েছি, হামলা ও হুমকির শিকার হয়েছি৷’’
জার্মানিতে শাহবাগের ঢেউ
শাহবাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জার্মানির বিভিন্ন শহরে আয়োজন করা হয়েছে এবং হচ্ছে প্রতিবাদ সমাবেশ৷ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জার্মানি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এসব প্রতিবাদের খবর ছবিসহ যোগ করা হয়েছে এই ছবিঘরে৷
ছবি: Sams ul Arefin
‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’
শাহবাগের প্রজন্ম চত্বরে যে জনসমুদ্র গর্জে ঘটেছে, তার ঢেউ আছড়ে পড়ছে গোটা দুনিয়ায়৷ জার্মানি বাদ থাকবে কেন? একের পর এক শহরে আয়োজন করা হচ্ছে সমাবেশ, মানববন্ধন৷ দাবি একটাই, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’৷
ছবি: DW/A. Islam
বনে যুদ্ধাপরাধীদের ফাঁসি, জামায়াত নিষিদ্ধের দাবি
কনকনে শীত৷ তার তোয়াক্কা না করেই গত ১৯শে ফেব্রুয়ারি জার্মানির বন শহরে জাতিসংঘের কার্যালয়ের সামনে সমবেত তাঁরা৷ তাঁদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, অধ্যাপক, ছাত্র, কেউবা হোটেল-রেস্তোরাঁয় কাজ ফেলে আসা বাংলাদেশি৷ বন শহরের নানা প্রান্ত থেকে তাঁরা ছুটে এসেছেন সারা বিশ্বে একটা দাবিকে ছড়িয়ে দিতে, ‘‘একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই৷''
ছবি: DW/A. Chakraborty
কোলোন ক্যাথিড্রালের সামনে শাহবাগ সমাবেশ
জার্মানির অন্যান্য শহরের মতো বন শহরের কাছেই কোলোনে গত ১৬ই ফেব্রুয়ারি বেলা তিনটেয় সমবেত হন সেই বাঙালিরা, যাদের মন রাজীবের হত্যাকাণ্ডে ক্ষুব্ধ, ভারাক্রান্ত, কিন্তু কণ্ঠে শাহবাগের সোচ্চার দাবি৷ সংগঠকদের মধ্যে অন্যতম, কোলোন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লায়েড সায়েন্সেস'র আইটিটি প্রতিষ্ঠানের গবেষক এবিএম ফিরোজ ডয়চে ভেলেকে বলেন, রাজীবের হত্যাকাণ্ড তাঁদের আরো অনুপ্রাণিত করেছে৷
ছবি: Firoz
মিউনিখে প্রতিবাদ
গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে বসবাসরত বাংলাদেশিরা ম্যুনশনার ফ্রাইহাইটে সমবেত হন৷ উদ্দেশ্য শাহবাগের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ৷ এসময় তাঁরা রাজাকারদের মৃত্যুদণ্ড এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি জানান৷
ছবি: M. Rahman
প্রতিবাদ ম্যোনশেনগ্লাডবাখে
জার্মানির ম্যোনশেনগ্লাডবাখ শহরে ১৩ই ফেব্রুয়ারি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন একদল বাংলাদেশি শিক্ষার্থী৷ এই সমাবেশ থেকে কাদের মোল্লা এবং অন্যান্য যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানানো হয়েছে৷
ছবি: Rajib Ahmed
এসেন ক্যাম্পাসে প্রতিবাদ
জার্মানিতে বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দেড় হাজারের মতো৷ বিদায়ী রাষ্ট্রদূত মসূদ মান্নান জানিয়েছেন এই তথ্য৷ এই শিক্ষার্থীরা ছড়িয়ে আছেন বিভিন্ন শহরে৷ গত ১০ই ফেব্রুয়ারি ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের এসেন ক্যাম্পাসে একটি সমাবেশের আয়োজন করে শিক্ষার্থী, পেশাজীবীরা৷
ছবি: Sams ul Arefin
‘একাত্মতা ঘোষণা করছি’
ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ের এসেন ক্যাম্পাসে আয়োজিত সমাবেশের অন্যতম আয়োজক শামস-উল-আরেফিন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘যুদ্ধাপরাধী, রাজাকারদের পূর্ণাঙ্গ শাস্তির দাবিতে এক সপ্তাহ আগে ঢাকার শাহবাগে যে আন্দোলন শুরু হয়েছে, তার সঙ্গে আমরা জার্মানিতে বসবাসরত বাংলাদেশিরা একাত্মতা ঘোষণা করছি৷’’
ছবি: Sams ul Arefin
সমাবেশ ফ্রাঙ্কফুর্টে
ফ্রাঙ্কফুর্টে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ১০ ফেব্রুয়ারি আয়োজিত সমাবেশের ছবি আমরা পাইনি৷ তবে এই আয়োজন সম্পর্কে ফেসবুকে রয়েছে বিস্তর তথ্য৷ আয়োজকরা সেখানে লিখেছেন, ‘ঐকান্তিক ইচ্ছা আর কাঁধে-কাঁধ মিলিয়ে চলার মানসিকতায় উদ্বুদ্ধ হতে পারলে আমরা বিশ্বাস করি ঘৃণা আর প্রতিরোধের আগুন সবখানে, সবসময়েই জ্বালিয়ে দেওয়া সম্ভব৷’
ছবি: Sams ul Arefin
পেছনের কাজ
প্রতিবাদ জানাতে প্রয়োজন হয় লিফলেট, ব্যানার, পোস্টার৷ জার্মানিতে বাংলা ভাষায় সেসব কি আর সহজে মেলে? শিক্ষার্থীরা তাই নিজেরাই নেমে পড়লেন কলম, পেন্সিল, তুলি নিয়ে৷ ছবিতে মুঠোফোন থেকে দেখে দেখে কাগজে রাজাকারের প্রতিকৃতি আঁকছেন এক আন্দোলনকারী৷
ছবি: Adnan Sadeque
আরো প্রতিবাদ কর্মসূচি
জার্মানির ফ্রাইবুর্গ, মিউনিখ, উল্ম, বার্লিন, ব্রেমেনে প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা হচ্ছে বা হবে৷ এব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই৷ তবে প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা চাইলে ‘Arafatul.Islam@dw.de’ ঠিকানায় ছবিসহ বিস্তারিত তথ্য পাঠাতে পারেন৷
ছবি: picture-alliance/AP
10 ছবি1 | 10
ইমরান এইচ সরকার বলেন, ‘‘শুরু থেকেই আমরা রাজনৈতিক আন্দোলন করছি৷ তবে দল নিরপেক্ষ, নির্দলীয়ভাবে৷ কারণ আমাদের যা লক্ষ্য, তা রাজনৈতিকভাবেই পূরণ সম্ভব৷ তাই আমরা রাজনীতির বাইরে নই৷ আমাদের দাবিও রাজনৈতিক৷ তাছাড়া একমাত্র রাজনীতিই পারে আমাদের দাবি পূরণ করতে৷’’