1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সরকারকে ঠিকমতো চালানোর জন্য শক্তিশালী বিরোধী দল দরকার'

১৫ জানুয়ারি ২০২১

বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা শক্তিশালী বিরোধী দল না থাকা৷ যে কারণে সাংবাদিকতাও একপেশে হয়ে গেছে বলে মনে করেন সাংবাদিক প্রভাষ আমিন৷

বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা শক্তিশালী বিরোধী দল না থাকা৷ যে কারণে সাংবাদিকতাও একপেশে হয়ে গেছে বলে মনে করেন সাংবাদিক প্রভাষ আমিন৷
ছবি: DW

ডয়চে ভেলের সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এ এসে তিনি এই মত প্রকাশ করেন৷ দেশের সাংবাদিকতা ঠিকঠাক চলছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রভাষ আমিন বলেন, ‘‘একদমই ঠিকঠাক চলছে না৷ তবে গুণগত পরিবর্তন আসবে৷ সাংবাদিকদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ভোট দেয়ার ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু যখন তিনি কলম হাতে নিবেন তখন তার চোখ, কান খোলা রাখতে হবে৷ সবার ভুল ভ্রান্তি ধরা পড়তে হবে৷ কোনো দলের প্রতি অন্ধ আনুগত্য সাংবাদিকের থাকবে না৷’’

তিনি মনে করেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা হলো শক্ত বিরোধী দল না থাকা৷ ‘‘সরকারকে ঠিকমতো চালানোর জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার৷ মাঠে যখন শক্তিশালী বিরোধী দল থাকবে তখন সাংবাদিকতা আরো অনেক ভালো হবে৷ সাংবাদিকতাও একপাক্ষিক হয়ে গেছে৷ কারণ আরেক পক্ষও একদমই ভারসাম্যহীন হয়ে গেছে,’’ বলেন তিনি৷

আলোচনায় অংশ নেয়া সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এক প্রশ্নের জবাবে বলেন, লেখালেখির জন্য বিএনপিতে তিনি জায়গা পেয়েছেন৷ তারা বুঝেশুনেই তাকে দলে নিয়েছে৷ বিএনপির আদর্শগত জনপ্রিয়তা দলটির জন্য সবচেয়ে শক্তিশালী দিক বলে মনে করেন তিনি৷ তার মতে, ‘‘আওয়ামী লীগের যেসব মানুষ দলটির উপর বিরক্ত তারা যখন প্লাটফর্ম খুঁজবে তখন তারা বিএনপিকেই খুঁজবে৷ বিএনপির নিজস্ব ভোটের বাইরে আওয়ামী লীগের ভোট রয়েছে, এটাই তার সবচেয়ে বড় সুবিধা৷’’

অন্যদিকে দলটির সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তিনি বলেন, ‘‘বিএনপির নেতৃত্ব এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কেন্দ্রিক৷ তিনি মামলায় কনভিক্টেড, তার বাইরে সিদ্ধান্ত নেয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই৷ তারেক রহমান দেশের বাইরে৷ লন্ডনে থেকে দেশের মাঠে ময়দানের রাজনীতির নিয়ন্ত্রণ সত্যিকারের দুরূহ ব্যাপার৷ কাজেই এখানে নির্দেশনায় ঘাটতি তৈরি হচ্ছে৷’’

এফএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ