সাগর থেকে উদ্ধার করা প্রায় একশ' রোহিঙ্গাকে আবারও সাগরে ফেরত পাঠাতে চেয়েছিল ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসন৷ তবে জেলেদের প্রতিবাদে তা সম্ভব হয়নি৷
বিজ্ঞাপন
সপ্তাহের শুরুতে ৭৯ জন নারী ও শিশুসহ প্রায় একশ' রোহিঙ্গা বহনকারী একটি নৌকা উদ্ধার করেছিল আচেহ প্রদেশের জেলেরা৷ এরপর তাদের উপকূলের কাছাকাছি সাগরে একটি জায়গায় রাখা হয়েছিল৷ করোনার কারণ দেখিয়ে স্থানীয় প্রশাসন রোহিঙ্গাদের তীরে ভিড়তে দিতে চায়নি৷ তাই একটি নতুন নৌকায় খাবার আর গ্যাসোলিন দিয়ে রোহিঙ্গাদের আবারও সাগরে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছিল৷ বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জেলেরা প্রতিবাদ শুরু করলে বৃহস্পতিবার রোহিঙ্গাদের তীরে নামতে দেয়া হয়৷ এরপর তাদের নিজেদের গ্রামে নিয়ে যান জেলেরা৷ সেখানেই তাদের দেখাশোনা করা হবে বলে জানিয়েছেন জেলে হামদানি ইয়াকব৷ তিনি বলেন, ‘‘এটা মানবিক বিষয়৷ এটা আমাদের উত্তর আচেহর জেলে সমাজের একটা ঐতিহ্যও বলতে পারেন৷ আমরা আশা করছি, রোহিঙ্গাদের আমাদের গ্রামে দেখাশোনা করা হবে৷''
সাইফুল আমরি নামের আরেক জেলে বলছেন, ‘‘সরকার যদি না পারে তাহলে আমরা জেলে সমাজ তাদের সহায়তা করবো, কারণ আমরা মানুষ, তারাও (রোহিঙ্গা শরণার্থীরা) মানুষ এবং আমাদের হৃদয় আছে৷''
আদালতে মিয়ানমার - কিছু প্রশ্ন, কিছু উত্তর
দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা প্রশ্নে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে৷ মিয়ানমারের বক্তব্য জানাতে উপস্থিত হয়েছেন অং সান সুচিও৷ চলুন এক নজরে জেনে নেই এ বিষয়ক কিছু প্রশ্নের উত্তর৷
ছবি: Getty Images/AFP
কেন গাম্বিয়া?
১৯৭৮ সালে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুসমর্থন করে গাম্বিয়া, ১৯৫৬ সালে কনভেনশন অনুসমর্থন করেছিল মিয়ানমারও৷ কনভেনশনের নয় নম্বর আর্টিকেল অনুযায়ী যেকোনো পক্ষই গণহত্যা প্রতিরোধে বিচার আদালতের দ্বারস্থ হতে পারে৷ অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- ওআইসির ৫৭ সদস্যের সমর্থনে আফ্রিকার দেশ গাম্বিয়া এই মামলা দায়ের করেছে৷
ছবি: Getty Images/AFP/Ye Aung Thu
গাম্বিয়ার অভিযোগ কী?
গাম্বিয়ার অভিযোগ, বিয়ে ও সন্তান নেয়া, চলাচলসহ রোহিঙ্গাদের নানা মৌলিক অধিকার পরিকল্পিতভাবে হরণ করেছে মিয়ানমার৷ রোহিঙ্গাদের ক্যাম্পে আটে রাখা এবং তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতেও সমর্থনের অভিযোগ আনা হয়েছে৷ গাম্বিয়া বলছে, এর সবকয়টিই ‘জেনোসাইডাল ইনটেন্ট’৷ ২০১৬ সালের অক্টোবর ও ২০১৭ সালের আগস্টে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ রোহিঙ্গা হত্যার অভিযোগ আনা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/E. Htusan
মিয়ানমার কী বলছে?
মিয়ানমারের নেতা অং সান সুচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিচার আদালতে দেশটির প্রতিনিধিত্ব করছে৷ দেশটির সেনাবাহিনী ‘তাতমাদো’ও সরকারের সমর্থনে কাজ করার কথা জানিয়েছে৷ দেশটিতে সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে সমালোচনা করা অ্যাকটিভিস্টদের প্রায়ই গ্রেপ্তার নির্যাতন করা হয় বলে অভিযোগ পাওয়া যায়৷ তারপরও বিভিন্ন নৃগোষ্ঠীর প্রতিনিধিরা বিচার আদালতের প্রক্রিয়াকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন৷
ছবি: picture-alliance/Zuma Press/Km Asad
কেন এ মামলা গুরুত্বপূর্ণ?
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ দীর্ঘদিনের৷ কিন্তু গাম্বিয়া মামলা করার আগ পর্যন্ত মিয়ানমারকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি৷ এই মামলা শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে৷ এ কারণে মামলা শেষ হওয়ার অন্তর্বর্তী সময়ে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা নিতে গাম্বিয়া বিচার আদালতের কাছে আবেদন জানিয়েছে৷ এ সংক্রান্ত নির্দেশনা খুব দ্রুতই আসতে পারে৷
ছবি: Getty Images/AFP/P. Shikder
অন্তর্বর্তী আদেশ কী হতে পারে?
চাইলে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়া, নাগরিকত্ব দেয়া, বৈষম্যমূলক আইন সংশোধন, মানবাধিকারকর্মীদের প্রবেশ নিশ্চিত করা, স্বাস্থ্য, শিক্ষাসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ যেকোনো আদেশ দিতে পারে বিচার আদালত৷
ছবি: picture-alliance/AP Photo/E. Htusan
বিচার আদালত কী করতে পারে?
বিচার আদালতের আদেশ মানতে সব পক্ষই বাধ্য৷ পাশাপাশি আদালতের সব আদেশের কপি পাঠানো হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে৷ চাইলে জাতিসংঘের অন্যান্য সংস্থাও মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে৷ অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় প্রশ্নের মুখে পডৃ়তে হতে পারে মিয়ানমারকে৷ পাশাপাশি রায় না মানলে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কেও তার প্রভাব পড়তে পারে৷
ছবি: DW/ P. Vishwanathan
বিচারক কারা?
বিভিন্ন দেশে বিচার কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকা ১৫ জনকে নিয়ে গঠন করা হয় আন্তর্জাতিক বিচার আদালতের বেঞ্চ৷ তবে মামলার কোনো পক্ষ চাইলে অস্থায়ী ভিত্তিতে একজন বিচারক নিয়োগের আবেদন করতে পারে৷ সাউথ আফ্রিকার জুরি ড. নাভানেথেম পিললায়কে বিচারক নিয়োগ দিয়েছে গাম্বিয়া৷ তিনি রুয়ান্ডা গণহত্যা ট্রাইব্যুনালের বিচারক ছিলেন৷ মিয়ানমারের নিয়োগ পেয়েছেন জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লাউস ক্রেস৷
ছবি: Getty Images/AFP
গণহত্যার আর কোন রায়?
২০০৭ সালে বসনিয়া-হ্যারৎসেগোভিনার স্রেব্রেনিকায় সার্বিয়া গণহত্যা চালিয়েছে বলে রায় দেয়৷ একই সঙ্গে বসনিয়ার সার্ব জেনারেল রাতকো ম্লাদিচকে গ্রেপ্তার ও হস্তান্তর না করে সার্বিয়া গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেও রায়ে বলা হয়৷ শেষ পর্যন্ত ম্লাদিচকে ২০১১ সালে ইয়ুগোস্লাভ ট্রাইব্যুনালে হস্তান্তর করতে বাধ্য হয় সার্বিয়া৷
ছবি: picture alliance/AP Photo/B. Armangue
আর কী কী ব্য়বস্থা?
নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে তদন্ত শুরুর অনুমতি দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসি৷ বাংলাদেশ ২০১০ সালে আইসিসির সদস্য হলেও মিয়ানমার সদস্য নয়৷ নভেম্বরেই আর্জেন্টিনার আদালতে রোহিঙ্গাদের একটি গ্রুপ মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে৷ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি তদন্ত দল গঠন করে৷ তবে এই দলকে সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে মিয়ানমার৷
ছবি: picture-alliance/AP Photo/E. Htusan
মিয়ানমার কী ব্যবস্থা নিয়েছে?
আন্তর্জাতিক চাপ সত্ত্বেও কার্যকর ব্যবস্থা নিতে ব্য়র্থ হয়েছে মিয়ানমার৷ ২০১৮ সালের জুলাইয়ে তদন্ত কমিশন গঠন করে৷ কিন্তু এরপর রোহিঙ্গা গ্রাম বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়াসহ গণহত্যার সব প্রমাণ মুছে ফেলার অভিযোগ আসে সেনাবাহিনীর বিরুদ্ধে৷ ইন দিন গ্রামে গণহত্যায় জড়িত থাকা সাত সেনাসদস্যকে ১০ বছর কারাদণ্ড দেয়া হলেও মাত্র সাত মাস পর তাদের ক্ষমা করে দেয়া হয়৷
ছবি: Getty Images/AFP/Y. Aung Thu
10 ছবি1 | 10
মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে ও বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা অনেক রোহিঙ্গা উন্নত জীবনের আশায় নৌকায় করে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া যেতে চান৷ কিন্তু করোনার কারণে এসব দেশ সম্প্রতি রোহিঙ্গাদের নৌকা তীরে ভিড়তে দিচ্ছেনা৷ ফলে দীর্ঘদিন সাগরে ভেসে থেকে অনেকে মারা গেছেন৷
এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন শুক্রবার বলেছেন, তার দেশের পক্ষে আর রোহিঙ্গাদের আশ্রয় দেয়া সম্ভব নয়৷ করোনার কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি৷
আসিয়ান নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি৷