1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এ হত্যার বিচার করতেই হবে'

জাহিদুল হক৬ জুন ২০১৬

ব্লগার হত্যা দিয়ে শুরু৷ এরপর একে একে হত্যা করা হয় প্রকাশক, শিক্ষাবিদ, অ্যাক্টিভিস্ট, বিদেশি নাগরিক আর অমুসলিমদের৷ এবার একই রকম হত্যার শিকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু৷

Indien Bangladesh Familie trauert nach brutalem Angriff
ছবি: picture-alliance/dpa/Str

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত বছর পর্যন্ত ব্লগারদের (মূলত যাঁরা ইসলামবিরোধী লেখালেখি করতেন) উপর হামলা চালানো হয়েছে৷ তবে সম্প্রতি ইসলাম অবমাননার অভিযোগে অনেকের উপর হামলা হচ্ছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকার কথা বললেও ব্লগার হত্যার ঘটনায় ব্লগারদের সমর্থন দিতে কিংবা তাঁদের পক্ষে বলতে তাঁর মধ্যে (প্রধানমন্ত্রী) দ্বিধা দেখা গেছে৷ প্রতিবেদনটি লিখেছেন ম্যাক্স বেরাক, যিনি আগে নিউইয়র্ক টাইমসসহ অন্যান্য সংবাদমাধ্যমের জন্য দক্ষিণ এশিয়া থেকে প্রতিবেদন পাঠাতেন৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যা বাংলাদেশে এক নতুন মাত্রা যোগ করেছে৷''

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট মাহমুদা আক্তার হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷

ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় রাষ্ট্রদূত বার্নিকাটের বিবৃতি শেয়ার করা হয়েছে৷ সেখানে মাহমুদা আক্তার ছাড়াও নাটোরে নিহত হওয়া খ্রিস্টান দোকানির কথাও উল্লেখ করেন তিনি৷ বার্নিকাট বলেন, ‘‘তাঁরা দুজন সহিংসতার সবশেষ শিকার৷ সবাই মিলে বৈশ্বিক এই হুমকির মোকাবিলা করতে হবে৷''

ফেসবুক ব্যবহারকারী শরিফুল হাসান মনে করেন, ব্লগার, লেখক ও ভিন্নমতের মানুষ হত্যাকারীদের এতদিন যে ছাড় দেয়া হয়েছে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যার ঘটনা তারই প্রতিফল৷ স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি মহোদয় কী বলবেন এখন বিচ্ছিন্ন ঘটনা? জেনে রাখুন ব্লগার, লেখক, ভিন্নমতের মানুষ হত্যাকারীদের এতদিন যে ছাড় দিয়েছেন এ তারই প্রতিফল৷ আজকে ওরা জানিয়ে দিয়ে গেল ওরা যাদের শেষ করে দিতে চায় তাদের স্ত্রী সন্তানরাও নিরাপদ নয়৷'' হত্যার ঘটনা এখন প্রিয়জন পর্যন্ত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হাসান৷ তিনি লিখেছেন, ‘‘আপনারা যারা বাংলাদেশকে এতটুকু ভালোবাসেন, গভীরভাবে চিন্তা করুন কী ভয়াবহ অনিশ্চয়তায় আমরা পড়লাম৷ আপনাকে, আমাকে হত্যা করা হবে এই ভয়ের পাশাপাশি যুক্ত হলো আমার-আপনার প্রিয়জনদেরও হত্যার ভয়৷ এর চেয়ে ভয়াবহ আতঙ্কের আর কী হতে পারে?''

মোহাম্মদ রায়হান মনে করেন, অতীতের হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায় এমন ঘটনা ঘটছে৷

ঘটনার পর পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের বাসায় গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷ তবে মন্ত্রী যেন শুধু সান্ত্বনার মধ্যে না থেকে হত্যাকারীদের বিচারের উদ্যোগ নেন সেই আশা প্রকাশ করেছেন শাহীন আহমেদ৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘... মাননীয় মন্ত্রী সাহেব বাসায় গিয়ে শুধুমাত্র সান্ত্বনা জানানোর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকেন৷ আমরা জনগণ অ্যাকশন দেখতে চাই৷ জঙ্গি নামক হিংস্র ছোবলে যেন আর কোনো বোন, আর কোন মা, আর কোনো ভাই বা বাবার যেন এমন দু:সংবাদ কাউকে শুনতে না হয়৷ আমরা আমাদের সাধারণ নিরাপত্তা নিশ্চিত চাই৷ দয়া করে জঙ্গিদের জীবনের কথা না ভেবে ১৭ কোটি মানুষের জীবনের কথা ভাবেন৷''

জুয়েল এম হাসান লিখেছেন, ‘‘চট্রগ্রামের উপ-পুলিশ কমিশনার বাবুল আখতারের স্ত্রী হত্যার সঠিক বিচার না হলে দেশে আর কোনো পুলিশ অফিসার সৎ থাকার সাহস করবে না৷ সরকারকে যে-কোনো মূল্যে এ হত্যার বিচার করতেই হবে, নইলে ভবিষ্যতে দেশ হয়ে উঠবে সন্ত্রাসীদের অভয়ারণ্য৷''

ফেসবুক ব্যবহারকারী মো: সেলিম আল রেজা'র প্রোফাইল বলছে তিনি পুলিশে কাজ করেন৷ মাহমুদা আক্তার হত্যার ঘটনায় তাঁর মনে কিছু প্রশ্ন দেখা দিয়েছে৷ তিনি লিখেছেন, ‘‘... শুধু বাবুল আক্তার স্যার নয়, পুলিশ বাহিনীতে এমন অনেক অফিসার আছেন যাদের প্রত্যহ মৃত্যুর ভয় নিয়ে পথ চলতে হয়৷ এই জাতি, সমাজ কী প্রতিদান দেবে? যদি এমনি হয় তবে কেন আমাকে আদর্শ হতে হবে? এই সন্ত্রাসী বাহিনী কে বা কারা লালন করছেন- হয়ত কিছুদিন পর তা প্রমাণিত হবে, তাতে কোনো লাভ নেই৷ কিছুদিন পর আবার তারা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে৷ এই জাতি স্তব্ধ, প্রশাসন নিশ্চুপ, কিছুই করার নেই৷ হায়রে প্রশাসন, হায়রে আমার দেশ, হায় স্বাধীনতা৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ