1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও সরাতে বলল রাশিয়া

১২ আগস্ট ২০১৯

সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার মস্কোয় আয়োজিত হয় বিক্ষোভ সমাবেশ৷ ‘সরকারবিরোধী' সেই সভার ভিডিও মুছে দিতে গুগলকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷

Russland Moskau | Demonstration gegen Polizeigewalt und für freie Wahlen
ছবি: picture-alliance/dpa/Sputnik/R. Sitdikov

রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘রোসকমনাডজোর' গুগলের অধীনে থাকা ভিডিও সংস্থা ‘ইউটিউব'কে এমন নির্দেশ দিয়েছে৷ শুধু ভিডিও মুছে দিতেই নয়, ‘পুশ নোটিফিকেশন' বা জনগণকে সরকারবিরোধী কার্যকলাপের দিকে ঠেলে দিতে পারে, এমন ব্যবস্থাকেও বিকল করে দিতে বলা হয়েছে সেই নির্দেশে৷

উল্লেখ্য, শনিবারের এই প্রতিবাদসভাকে সরকার রাষ্ট্রবিরোধী আয়োজন হিসাবে দেখছে৷

‘রোসকমনাডজোর' জানিয়েছে, ইউটিউবের মালিকসংস্থা গুগল যদি এই নির্দেশ অমান্য করে, সে ক্ষেত্রে তা রাশিয়ায় ‘রাষ্ট্রীয় স্বাধীনতা ও নির্বাচনি প্রক্রিয়ায় দখলদারি'র সমমর্যাদার অপরাধ হিসাবে বিবেচ্য হবে৷

গুগল বনাম রাশিয়া

শনিবার থেকেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পথে নামতে শুরু করেন রাশিয়ার রাজধানী মস্কোর জনতা৷ এক সভায় হাজার হাজার মানুষের সমাগম হলে পুলিশের সাথে হাতাহাতি বাধে৷ গ্রেপ্তার হন প্রায় ১ হাজার ৩০০ জন৷ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আয়োজিত হলো এমন প্রতিবাদ৷

একদিকে নির্বাচনের দাবি, অন্যদিকে অনলাইন মাধ্যমে নজরদারি- বর্তমানে এই দুই ইস্যু ঘিরে উত্তাল মস্কো৷

এর আগেও মানুষের তথ্য ব্যবহার ও ‘সার্চ হিস্ট্রি' নিয়ন্ত্রণের মতো বিষয়ে গুগলের ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে রাশিয়ার কর্তৃপক্ষ৷

কিন্তু সরকারবিরোধী প্রতিবাদসভার ভিডিও মুছে ফেলার নির্দেশের এটিই প্রথম  নিদর্শন৷

এসএস/এসিবি (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ