সুষ্ঠু নির্বাচনের দাবিতে শনিবার মস্কোয় আয়োজিত হয় বিক্ষোভ সমাবেশ৷ ‘সরকারবিরোধী' সেই সভার ভিডিও মুছে দিতে গুগলকে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ৷
বিজ্ঞাপন
রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা ‘রোসকমনাডজোর' গুগলের অধীনে থাকা ভিডিও সংস্থা ‘ইউটিউব'কে এমন নির্দেশ দিয়েছে৷ শুধু ভিডিও মুছে দিতেই নয়, ‘পুশ নোটিফিকেশন' বা জনগণকে সরকারবিরোধী কার্যকলাপের দিকে ঠেলে দিতে পারে, এমন ব্যবস্থাকেও বিকল করে দিতে বলা হয়েছে সেই নির্দেশে৷
উল্লেখ্য, শনিবারের এই প্রতিবাদসভাকে সরকার রাষ্ট্রবিরোধী আয়োজন হিসাবে দেখছে৷
‘রোসকমনাডজোর' জানিয়েছে, ইউটিউবের মালিকসংস্থা গুগল যদি এই নির্দেশ অমান্য করে, সে ক্ষেত্রে তা রাশিয়ায় ‘রাষ্ট্রীয় স্বাধীনতা ও নির্বাচনি প্রক্রিয়ায় দখলদারি'র সমমর্যাদার অপরাধ হিসাবে বিবেচ্য হবে৷
ইউটিউব সম্পর্কে এগুলো কি জানেন?
গুগলের পর ইন্টারনেটে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কি জানেন? এটি সহ আরো কিছু মজার তথ্য জেনে নিন ছবিঘরে৷
ছবি: Youtube/Video Baba Productions
সার্চ ইঞ্জিন
গুগলের প্রতিষ্ঠান ইউটিউব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ এমনকি বিং, ইয়াহুর চেয়েও বড় সার্চ ইঞ্জিন ইউটিউব৷
ছবি: Reuters/L. Nicholson
ইউটিউবে সবচেয়ে অজনপ্রিয়
ক্যানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের গান ‘বেবি’ হলো ইউটিউবে সবচেয়ে অপছন্দনীয় গান৷ এই গানটি ৪৪০,০০০ বারের চেয়ে বেশি সময় ধরে ‘ডিসলাইক’ পেয়েছে৷
ছবি: picture-alliance/dpa/N. Armer
অবিশ্বাস্য উপার্জন
২০১৪ সালে অস্কার বিজয়ী অভিনেত্রী গিনেথ পাল্ট্রোর চেয়ে বেশি অর্থ আয় করেছে ইউটিউব তারকা গ্রাম্পি ক্যাট৷ পল্ট্রো সে বছর ১ দশমিক ৯ মিলিয়ন ডলার আয় করেছেন৷
ছবি: picture-alliance/abaca/L. Hahn
গ্লোবাল প্ল্যাটফর্ম
৭৫টিরও বেশি ভাষায় ইউটিউবে অনুসন্ধান করা যায়৷ বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের ৯৫ শতাংশ ইউটিউব ব্যবহার করেন৷
ছবি: YouTube/BongoBD
প্রতি মিনিটে আপলোড
প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৩০০ ঘণ্টার ভিডিও আপলোড হয়৷ ইউটিউব হলো বিশ্বের বৃহত্তম ভিডিও সংরক্ষণাগার৷
ছবি: Youtube/Video Baba Productions
টিভির বিকল্প ইউটিউব
প্রতিবছর ইউটিউবে গড়ে চারশ’ কোটি ভিডিও দেখা হয়৷
ছবি: picture-alliance/NurPhoto/J. Arriens
গুরু ইউটিউব
হাউ টু ডু বা কীভাবে করতে হবে, হলো ইউটিউবে সবচেয়ে বেশি সার্চ করা বাক্য৷ কাপড় ইস্ত্রি করা থেকে শুরু করে যাবতীয় টিপস পাবেন ইউটিউবে৷
ছবি: S. Elkin
ইউটিউব টপার
২০১৭ সালে গ্যাংনাম স্টাইলকে পেছনে ফেলে দেসপাসিতো ইউটিউবে সর্বাধিক অনুসন্ধান করা ভিডিও৷ এই গানটি এখন পর্যন্ত ৪৬০ কোটি বার দেখা হয়েছে৷
ছবি: picture-alliance/AP Images/L.Sladky
8 ছবি1 | 8
গুগল বনাম রাশিয়া
শনিবার থেকেই দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পথে নামতে শুরু করেন রাশিয়ার রাজধানী মস্কোর জনতা৷ এক সভায় হাজার হাজার মানুষের সমাগম হলে পুলিশের সাথে হাতাহাতি বাধে৷ গ্রেপ্তার হন প্রায় ১ হাজার ৩০০ জন৷ উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো আয়োজিত হলো এমন প্রতিবাদ৷
একদিকে নির্বাচনের দাবি, অন্যদিকে অনলাইন মাধ্যমে নজরদারি- বর্তমানে এই দুই ইস্যু ঘিরে উত্তাল মস্কো৷