একজন উপসচিব ও রেলের একজন অতিরিক্ত মহাব্যবস্থাপকসহ ৩৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার৷ সনদ বাতিল হওয়া ৩৫ জনই চাকরির বয়স বাড়ানোর আবেদন করেছিলেন৷
বিজ্ঞাপন
এই আবেদনের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাঁদের সনদগুলো ভুয়া পায়৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘‘যাঁরা মুক্তিযোদ্ধা না তাঁরা কেন সেটা দাবি করবেন? অতীতের মতো ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে আমরা সচেতন আছি৷ ২০১৪ সালের পর ভুয়া মুক্তিযোদ্ধা শব্দটি আর থাকবে না৷''
সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু সনদ বাতিল করলেই হবে না৷ যেসব সরকারি কর্মকর্তা ও কর্মচারী মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা করতে হবে৷ কারণ সরকারি চাকরি করতে এসে মিথ্যা তথ্য দেয়া ‘ক্রিমিনাল অফেন্স'৷ এই ধরনের অপরাধের কারণে তাঁদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়৷''
ভিন্ন মাত্রায় বিজয় উদযাপন
বাঙালির কাছে এবার বিজয় দিবস নতুন রূপে ধরা দিয়েছে৷ বাংলাদেশের ইতিহাসে প্রথম যুদ্ধাপরাধীর ফাঁসির তিনদিন পর এই বিজয় উৎসব জাতিকে ভিন্ন মাত্রায় উজ্জীবিত করেছে৷
ছবি: Mustafiz Mamun
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলো ‘বাংলাদেশ’ নামে একটি নতুন রাষ্ট্র, পেয়েছে নতুন মানচিত্র৷ আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৪২ বছর পূর্তি৷ সেই উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
ছবি: DW/M. Mamun
বিরোধী নেতার শ্রদ্ধা
একাত্তরের মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন লক্ষ লক্ষ মানুষ৷ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সেই সব বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া৷
বড়দের সঙ্গে এসেছিল শিশুরাও৷ বুঝে হোক, কিংবা না বুঝে, বড়দের সাথে সাথে তারাও শ্রদ্ধা জানিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের৷
ছবি: DW/M. Mamun
"বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা"
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির হাজার প্রাণের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী৷ তাদের পরাজয়ে উদিত হয় একটি নতুন দেশের সূর্য৷ সূচিত হয় নতুন ইতিহাস, নতুন পতাকা৷ স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা তৈরি করেন প্রায় ত্রিশ হাজার সেনা সদস্য, স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষ৷
ছবি: DW/M. Mamun
নতুন রূপে বিজয় দিবস
এবারের বিজয় দিবস বাঙালির কাছে নতুন রূপে ধরা দিয়েছে৷ বাংলাদেশের ইতিহাসে প্রথম যুদ্ধাপরাধীর ফাঁসির তিনদিন পর এই বিজয় দিবস জাতিকে ভিন্ন মাত্রায় উজ্জীবিত করেছে, দিয়েছে নতুন সাহস৷ ৪২ বছর ধরে জাতি যা চেয়েছে, তার বাস্তবায়ন শুরু হয়েছে৷
ছবি: DW/M. Mamun
নয় মাসের আত্মত্যাগ
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালি নিধন শুরু করেছিল পাকিস্তানি সেনাবাহিনী৷ তার জবাব দেয়া হয় স্বাধীনতা ঘোষণা আর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে৷ যুদ্ধকালীন ৯ মাসের চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ৷ স্বাধীনতার জন্য জীবন দেন ৩০ লাখ মানুষ৷
ছবি: AP
মানবতাবিরোধী অপরাধের বিচার
স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর এই দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামসসহ স্বাধীনতা বিরোধীরা ব্যাপক গণহত্যা চালিয়েছিল৷ হত্যা, ধর্ষণ, লুটতরাজের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তারা৷ এই সব রাজাকারদের বিচারের আওতায় আনতে কয়েক দশক সময় লেগে যায়৷
ছবি: Reuters
মুক্তি আন্দোলনের সূত্রপাত
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের বুকে গুলি চালানো হয়৷ রফিক, সালাম, বরকতসহ অনেকে শহিদ হন৷ সেই সময়ই রচিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি৷
ছবি: DW/M. Mamun
লাখো কণ্ঠে জাতীয় সংগীত
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যে সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল সেই জায়গায় লাখো কণ্ঠে একসঙ্গে উচ্চারিত হলো ‘‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি৷'' রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিই একাত্তরের রণাঙ্গণে বাঙালি জাতিকে প্রেরণা যুগিয়েছিল, শক্তি দিয়েছিল –যা পরে বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে গ্রহণ করা হয়৷ ‘বিজয় ২০১৩' মঞ্চে বিকাল ৪টা ৩১ মিনিটে এই গানে কণ্ঠ মেলান উপস্থিত লাখো জনতা৷
ছবি: Mustafiz Mamun
10 ছবি1 | 10
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও বলেছেন, ‘‘সনদ বাতিল হওয়ার তালিকায় যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হবে৷ এছাড়া যাঁরা এই ভুয়া সনদ নিয়ে যেসব সুযোগ-সুবিধা নিয়েছেন তাঁদের সেই সুযোগ-সুবিধা বাতিল করা এবং যাঁরা আর্থিক সুবিধা নিয়েছেন তা ফেরত নেয়ার ব্যবস্থা করতেও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে৷''
আলী ইমাম মজুমদার বলেন, ‘‘এই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে যেসব সুযোগ সুবিধা নিয়েছিলেন তা কিভাবে বাতিল করা যায় তা মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে হবে৷ পাশাপাশি আর্থিক সুবিধা ফেরত নেয়াও যেতে পারে৷'' তিনি বলেন, ‘‘খুঁজে দেখতে হবে তাঁরা কিভাবে সনদ পেল? কারা তাদের সনদ দিয়েছে? এর সঙ্গে যারাই সম্পৃক্ত থাকুক না কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে৷ নইলে এ ধরনের চেষ্টা চলতেই থাকবে৷''
সনদ বাতিল হওয়া ৩৫ জনের মধ্যে ৩০ জনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদনের ভিত্তিতে, দু'জনকে জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে, একজনকে দুই ঠিকানায় সনদ থাকার ভিত্তিতে এবং দু'জনের বয়স উপযুক্ত না থাকায় তাঁদের সনদ বাতিল করা হয়েছে৷ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়৷
এনএসআই ও জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী গেজেট বাতিল হওয়া ৩২ জন মুক্তিযুদ্ধে অংশ নেয়ার কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ দেখাতে পারেননি৷ এর আগেও ১১৬ জনের গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছিল৷ সব মিলিয়ে এখন পর্যন্ত ১৫১ জনের সনদ বাতিল করা হলো৷
সনদ বাতিল হওয়া কর্মকর্তাদের মধ্যে ওএসডি থাকা উপসচিব শেখ আলাউদ্দিন, চট্টগ্রাম রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সোলায়মান চৌধুরী, ঢাকা ভ্যাট কমিশনের রাজস্ব কর্মকর্তা (বর্তমানে পিআরএলে) শেখ মাহবুবুল আলম, যমুনা ওয়েল কোম্পানির সাবেক ম্যানেজার মো. গোলাম রব মোল্লা, সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার এটিএম আব্দুল হাই আছেন৷ এছাড়া অন্যরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী৷