1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি চাকুরেদের সম্পদের হিসাব দেয়ার আহ্বান

২৬ জুলাই ২০২১

সরকারি চাকুরেদের সম্পদের হিসাবের তাগিদ দিয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়৷

ছবি: DW/H. U. R. Swapan

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী, পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী দাখিল এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার কথা৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম জানান, বিধিমালাটি বাস্তবায়নের তাগিদ দিয়ে সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে৷ তিনি বলেন, "আমরা এ বিষয়ে চিঠি দিয়েছি, সম্পদের হিসাব দেওয়া শুরু হবে৷ এরপর কেউ না দিলে অবশ্যই সময় বেঁধে দেওয়া হবে৷ আগামী মাসে এ সময়টা আমরা দিয়ে দেবো৷''

তিনি আরো বলেন, "এটি নিশ্চিত হলে দুর্নীতি কমবে৷ প্রশাসনে দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য সরকারের নানা রকম উদ্যোগ রয়েছে৷ এই তাগিদের বিষয়টিও সেই উদ্যোগের অংশ৷'' 

সচিবদের কাছে পাঠানো চিঠিতে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৭৯–এর বিধি ১১, ১২ ও ১৩ তে সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন, বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়েছে৷

তাদের জমি, বাড়ি, ফ্ল্যাট বা সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং সম্পদ বিবরণী দাখিলের ছক চিঠির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে৷

সরকারি কর্মচারীদের পুঙ্খানুপুঙ্খভাবে বিধিগুলো প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তা জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ