বাংলাদেশে সরকারি টাকায় সরকারি কর্মকর্তাসহ আরো অনেকের যেন হজে যাওয়ার হিড়িক পড়েছে৷ আবার ঘুসখোর ও দুর্নীতিবাজেরাও হজে যান৷ এই ধরনের হজ আসলে কতটা ঠিক বা সওয়াবের?
বিজ্ঞাপন
ডয়চে ভেলেকে এসব প্রশ্নের জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারমান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুর রহমান৷
ডয়চে ভেলে: হজ ইসলামে কেন এত গুরুত্বপূর্ণ? শফিকুর রহমান: শারীরিক এবং আর্থিক এই দুইটি ইবাদতই হজ কাভার করে৷ একারণে ইসলামে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত৷ আল্লাহর ঘর জিয়ারত করা , মহানবী হজরত মুহাম্মদ(সা.)- এর কবর জিয়ারত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
কাদের জন্য এটা ফরজ?
যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে তাদের জন্য ফরজ৷ আর্থিক সামর্থ্য বলতে পরিবার পরিজনের ভরনপোষন রেখে যাদের ওই পর্যন্ত( মক্কা-মদীনা শরীফ) যাওয়ার সামর্থ্য আছে তাদের জন্য ফরজ৷
রাষ্ট্রকে দেউলিয়া করে যাওয়া যাবে না: ড. রহমান
সামর্থ্য থাকার পরও হজ না করা ঠিক হবে কিনা?
না ঠিক হবে না৷ মহানবী (সা.) বলেছেন যারা সামর্থ্য থাকার পরও হজ করবেনা তাদের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই৷
ধার করে বা ব্যাংক থেকে লোন নিয়ে কেউ যদি হজ করতে যান সেটা কেমন হবে?
ধার করে বা ঋণ করে হজ না করাই উচিত৷
যদি কেউ করেন তাহলে সমস্যা হবে কিনা?
তার যদি ঋণ পরে শোধ করার সামর্থ্য থাকে তাহলে ঋণ করে হজ করতে পারেন৷ আর যদি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন তাহলে ঋণ করে হজ করার প্রয়োজন নেই৷
আজকাল সরকারের টাকায় সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ আরো অনেকে হজে যাচ্ছেন৷ ইসলামের দৃষ্টিতে এটাকে কিভাবে দেখবেন?
এটা সরকার ইচ্ছা করলে পারে৷ এটা দুই রকম ৷ একটা হলো সৌদি সরকার নিয়ে যাচ্ছে৷ তাদেরতো অভাব নেই৷ যেমন এবার আমি হজে যাচ্ছি সৌদি সরকারের আমন্ত্রণে৷ এতে অসুবিধা নেই৷ কিন্তু আমাদের দেশের সরকার রাষ্ট্রীয়ভাবে যদি কেউ যায়৷ রাষ্ট্রকে দেউলিয়া করে যাওয়া যাবে না৷
এটাতো দেশের মানুষের টাকায় যাচ্ছেন৷ জনগণের ট্যাক্সের টাকায় যাচ্ছেন৷ এটা কি কবুল হবে?
কবুল হওয়া না হওয়া আল্লাহর ব্যাপার৷ তবে সরকারি টাকায় হজে না যাওয়াই ভালো৷ এটাকে আমি ভালো মনে করিনা৷ কারণ দেশকে দেউলিয়া করে হজে যাওয়ার কোনো মানে হয়না৷
দুর্নীতি, ঘুস, অবৈধ টাকায় হজ করাকে আপনি কিভাবে দেখেন?
দুর্নীতি ইসলামে নিষিদ্ধ৷ ঘুস নিষিদ্ধ৷ ঘুস-দুর্নীতির টাকায় হজ করা জাকাত দেয়া- এর কোনোটাই সওয়াবের কাজ না৷
অনেকে একাধিকবার হজ করেন৷ এর কি প্রয়োজন?
সামর্থ্যবানের জন্য জীবনে একবার হজ করা ফরজ৷ এবারের বেশি হজ করার তেমন কোনো প্রয়োজন নেই৷
হজের উদ্দেশ্য কী?
সারা বিশ্বের মুসলামনারা সেখানে এক হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হচ্ছেন৷ সারা বিশে^র মানুষ এক হচ্ছেন৷ সাম্য, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন৷
হজে যত অব্যবস্থাপনা
জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ১০ আগস্ট পবিত্র হজ৷ নানা ধরনের অব্যবস্থাপনার কারণে বরাবরই বাংলাদেশিদের জন্য হজ পালন কষ্টসাধ্য এবং ঝামেলাপূ্র্ণ হয়৷ দেখুন ছবিঘরে...
ছবি: bdnews24.com
ভিসা জটিলতা
প্রতি বছরই হজে যাওয়ার সময় ভিসা জটিলতায় পড়তে হয় হজযাত্রীদের৷ এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার জন হজ পালন করতে যাচ্ছেন৷ মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সোমবার (৩০ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৬৬৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯৩ হাজার ১৮৮ জন হজযাত্রীসহ মোট ৯৯ হাজার ৮৫৭ জনের সৌদি আরবে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে৷ তবে আশার কথা— এবার ভিসা জটিলতার বড় কোনো অভিযোগ এখনো ওঠেনি৷
ছবি: bdnews24.com
ফ্লাইট সংকট
এ বছর ১ লাখ ২৭ হাজার জনের মধ্যে বিমানের ফ্লাইটে যাচ্ছেন ৬৩ হাজার ৫৯৯ জন৷ প্রায় প্রতি বছর হজে যাবার সময় ফ্লাইট সংকটও দেখা দেয়৷ এবার তা দূর করার জন্য কিছু উদ্যোগ নেয়া হয়েছে৷ প্রথমবারের মতো এবার কিছু ফ্লাইটের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই শেষ করা হচ্ছে৷ অন্যদিকে নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি সৌদি সরকার৷
ছবি: bdnews24.com
হজক্যাম্পে কষ্ট
ঢাকা থেকেই কষ্ট শুরু হয় অনেকের৷ রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকে কোনোরকমে রাত্রি যাপনের ব্যবস্থা৷
ছবি: bdnews24.com
সৌদি আরবে থাকা-খাওয়ার অসুবিধা
বাংলাদেশে হজ সংস্থা যেসব প্রতিশ্রুতি আর আশ্বাস দেয়, সেগুলো অনেক ক্ষেত্রেই রক্ষা করা হয় না৷ খাওয়া আর থাকার ব্যবস্থা নিয়ে নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটে৷ যাবার আগে কাবা শরীফের কাছাকাছি বাড়ি ভাড়া করার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি না রেখে অনেক দূরে থাকার ব্যবস্থা করা হয়৷এ কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়৷
ছবি: bdnews24.com
গাইড না পাওয়া
হজের সময় বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য গাইডের দরকার হয়৷ কিন্তু অনকেই গাইড পান না৷ ফলে নানা সমস্যায় পড়তে হয় তাঁদের৷
ছবি: bdnews24.com
হজ-বাণিজ্য
হজের সময় সৌদি আরবে যাওয়া-আসার টিকিটের দাম বেড়ে যায়৷ এবার তা বেড়ে হয়েছে এক লাখ ২৮ হাজার টাকা৷ গত বছরের তুলনায় তা অবশ্য কম৷ গত বছর টিকিটের দাম ছিল এক লাখ ৩৮ হাজার টাকা৷ বাংলাদেশ বিমান অবশ্য হজের জন্য স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে৷ কিন্তু অন্যান্য বিমানসংস্থায় সেই সুবিধা নেই৷
ছবি: bdnews24.com
সরকারি ব্যবস্থাপনায় দুর্নীতি, স্বজনপ্রীতি
প্রতিবছরই কিছু-না-কিছু দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগ ওঠে৷ এর মধ্যে সরকারি খরচে কর্মকর্তা এবং তাদের আত্মীয়-স্বজনদের হজ করতে পাঠানোর অভিযোগ অন্যতম৷