1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভবনে ক্রসের বিরুদ্ধে কার্ডিনাল

৩০ এপ্রিল ২০১৮

কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স বলেছেন যে, যাবতীয় সরকারি ভবনে ক্রস ঝোলানোর নির্দেশ বস্তুত ‘রাষ্ট্রের নামে ক্রসকে বাজেয়াপ্ত করার’ সমতুল৷ বাভেরিয়ার মুখ্যমন্ত্রী ঐ নির্দেশ দেওয়ার জন্য বিপুল সমালোচনার সম্মুখীন হয়েছেন৷

ছবি: picture-alliance/dpa/H. Tittel

দক্ষিণ জার্মানির বাভেরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্যোডার যে তাঁর রাজ্যে যাবতীয় ​সরকারি ভবনে ক্রস ঝোলানোর নির্দেশ দিয়েছেন, জার্মানির ক্যাথলিক গির্জার সর্বোচ্চ পরিষদ জার্মান বিশপ সম্মেলনের সভাপতি কার্ডিনাল রাইনহার্ড মার্ক্স তার তীব্র সমালোচনা করেছেন৷

সোমবার কার্ডিনাল মার্ক্স জার্মান দৈনিক স্যুডডয়েচে সাইটুং-কে বলেন যে, মুখ্যমন্ত্রী স্যোডারের নির্দেশ জনমানসে প্রকাশ্য ‘‘বিভাজন, অশান্তি ও বৈরিতা’’ সৃষ্টি করেছে৷

স্যোডার গত বুধবার সংশ্লিষ্ট নির্দেশটি জারি করেন, যা পয়লা জুন তারিখ থেকে কার্যকর হবে৷ মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন যে, ক্রস ‘‘আমাদের বাভেরীয় সত্তা ও খ্রিষ্টীয় মূল্যবোধের প্রতি স্পষ্ট স্বীকৃতি৷’’

‘ক্রুশ দখল করা'

স্যোডার বলেন যে, নির্দেশটি ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সাংবিধানিক নিয়মাবলী ভঙ্গ করে না, কেননা ক্রস বাভেরিয়া রাজ্যের ‘‘সত্তার’’ প্রতীক, শুধু খ্রিষ্টধর্মের নয়৷ বাভেরিয়া জার্মানির সর্বাধিক ক্যাথলিক অধ্যুষিত রাজ্যগুলির মধ্যে পড়ে৷ ২০১৬ সালের পরিসংখ্যান অনুযায়ী বাভেরিয়ার ৫০ শতাংশ অধিবাসী নিজেদের রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী বলে পরিচয় দিয়েছেন৷

কার্ডিনাল মার্ক্সের কর্মস্থল বাভেরিয়ার রাজধানী মিউনিখে৷ স্যোডার ক্রসের বাস্তবিক অর্থ উপলব্ধি করতে পারেননি, বলে কার্ডিনালের ধারণা৷ ‘‘ক্রসকে শুধু সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখলে তার অর্থ বোঝা যায় না,’’ মার্ক্স বলেন৷ তিনি যোগ করেন যে, স্যোডারের নির্দেশ ‘‘রাষ্ট্রের নামে ক্রসের দখল নেওয়ার’’ সমতুল৷

মার্ক্স একা নন

মার্ক্সের আগে জার্মানির বিভিন্ন ধর্মীয় নেতা ও রাজনীতিক স্যোডারের নির্দেশের সমালোচনা করেছেন৷

উদারপন্থি মুক্ত গণতন্ত্রী দল এফডিপি-র প্রধান ক্রিস্টিয়ান লিন্ডনার টুইটারে লেখেন: ‘‘মার্কুস স্যোডার ও তাঁর সিএসইউ দল যেভাবে একটানা দলীয় রাজনীতির স্বার্থে ধর্মের অপব্যবহার করে চলেছেন, তা (তুর্কি প্রেসিডেন্ট) এর্দোয়ানের কথা স্মরণ করিয়ে দেয়৷ সংবিধানের কোনো ধর্ম নেই!’’

স্যোডার গত মার্চ মাসে বাভেরিয়ার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন৷ তাঁর খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন বা সিএসইউ দল চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল সিডিইউ দলের বাভেরীয় সহযোগী৷

সবুজ দলের বিধায়ক ও জার্মান সংসদের উপ-সভাপতি ক্লাউডিয়া রোট স্যোডারের বিরুদ্ধে লক্ষ লক্ষ মুসলিম, নাস্তিক ও ইহুদিকে একঘরে করার অভিযোগ করেছেন৷ স্যোডার ‘‘ইচ্ছাকৃতভাবে ধর্ম ও রাজনীতিকে মেশান,’’ বলে রোটের ধারণা৷

ভোটের আগে?

বাভেরিয়ায় রাজ্য নির্বাচন আগামী ১৪ই অক্টোবর৷ তার পরিপ্রেক্ষিতে স্যোডার রাজ্যের রক্ষণশীল খ্রিষ্টান ভোটারদের দলে টানার চেষ্টা করছেন, বলে সমালোচনা উঠেছে৷ বিশেষ করে উগ্র দক্ষিণপন্থি এএফডি দল এবার বাভেরিয়ায় সিএসইউ দলের বেশ কিছু ভোট কেড়ে নিতে পারে, বলে খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়নের আশঙ্কা – এমনকি তারা রাজ্য বিধানসভায় তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে, এমন আশঙ্কাও দেখা দিয়েছে৷ কিন্তু তিনি ভোটের আগে খ্রিষ্টান ভোটারদের খুশি করার আশায় এই নির্দেশ দিয়েছেন কিনা, এ প্রশ্নের জবাবে স্যোডার এককথায় বলেন, ‘‘না৷’’

এসি/ডিজি (এএফপি, কেএনএ, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ