1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারি সংস্থা ‘মুসলিম ব্রাদারহুডমুক্ত’ করতে মিশরে নতুন আইন

১৩ জুলাই ২০২১

জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততা আছে- এমন সন্দেহে বিনা নোটিসে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যূত করার আইন পাস করেছে মিশর৷ দেশটির পার্লামেন্টের সূত্র উল্লেখ করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷

মিশরের সংসদ
মিশরের সংসদছবি: picture-alliance/NurPhoto/M. Mostafa

সরকারি বিভিন্ন সংস্থা থেকে ‘মুসলিম ব্রাদারহুড’-এর প্রতি সহানুভূতিশীল কর্মকর্তা-কর্মচারিদের ছাঁটাই করাই এই আইনের লক্ষ্য, দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য৷ মুসলিম ব্রাদারহুডকে মিশর জঙ্গি সংগঠন মনে করে৷

এ সংক্রান্ত আগের আইনে যে পরিবর্তন আনা হয়েছে, সে কাগজ দেখেছেন রয়টার্সের প্রতিনিধি৷ বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আইনে সরকারের জঙ্গি তালিকায় কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারির নাম এলেই তাকে চাকরিচ্যূত করা যাবে৷ কেবল অভিযোগ প্রমাণ হওয়া ব্যক্তিরা নন, যাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বা বিচার চলছে তারাও আসবেন এই আইনের আওতায়৷ সরকারের জঙ্গি তালিকাতে বেশ কয়েকজন উদারপন্থি ও বামপন্থি অ্যাক্টিভিস্টের নামও রয়েছে৷

আদালতের আদেশে যাদের নাম জঙ্গি তালিকার অন্তর্ভূক্ত করা হয়, সাধারণত তাদের সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা ইত্যাদি দেয়া হতো এবং আপিল করার জন্য ৬০ দিন সময়ও দেয়া হতো৷ সরকারি কৌশুলিরা কারো নাম তালিকায় ঢোকানোর জন্য আদালতে আবেদন করলে আদালত সে বিষয়ে সিদ্ধান্ত নিতো৷

১৯৭২ সালের ডিসমিসাল উইদাউট ডিসিপ্লিনারি অ্যাকশন অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে এমন সরকারি কর্মকর্তা-কর্মচারিদের চাকরিচ্যূত করার ক্ষমতা দেয়া হয় সরকারকে৷ নতুন আইনের ফলে জঙ্গি তালিকায় নাম থাকাকেও ‘উপযুক্ত প্রমাণ’ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে৷

এডিকে/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ