1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অব্যাহতি মেলেনি লিমনের

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ আগস্ট ২০১৪

সরকারের সিদ্ধান্তের পর এক বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও র‌্যাবের গুলিতে পঙ্গু লিমন মামলা থেকে অব্যাহতি পায়নি৷ তার বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলা প্রত্যাহার হলেও সরকারি কাজে বাধা দেয়ার মামলাটি ঝুলে আছে৷

Limon Hossain Opfer der RAB in Bangladesh
ছবি: DW

এই মামলায় ঝালকাঠির আদালতে লিমনকে নিয়মিত হাজিরা দিতে হয়৷ গুনতে হয় আইনজীবীর খরচ৷

ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে সোমবার লিমনের মামলার হাজিরার দিন ছিল৷ তবে বিচারক না থাকায় সরকারি কাজে বাধাদানের মামলা থেকে সোমবারও অব্যাহতি পাননি লিমন হোসেন৷

লিমনের আইনজীবী আক্কাস সিকদার জানান, সোমবার এ মামলায় লিমনের অব্যাহতি আবেদনের শুনানির নির্ধারিত তারিখ ছিল৷ আদালতে বিচারক না থাকার কারণে অব্যাহতি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়নি৷ সরকার পক্ষের এপিপি মোহাম্মদ হোসেন আকন খোকন সময়ের আবেদন করলে আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আরিফুজ্জামান আগামী ৩০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন৷

লিমন সোমবার আদালতে হাজির হননি৷ তিনি মামলার আইনজীবীর মাধ্যমে আগেই আবেদন করলে সোমবার তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়া হয়৷ লিমনের আইনজীবী জানান, বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত লিমনকে ঝুলে থাকতে হচ্ছে৷ কারণ ভারপ্রাপ্ত বিচারকের অব্যাহতি দেয়ার এখতিয়ার নেই৷

২০১১ সালের ১১ মার্চ কলেজ ছাত্র লিমন হোসেন ঝালকাঠির রাজাপুর সাতুরিয়া গ্রামে গরু চড়াতে গিয়ে র‌্যাবের গুলিতে আহত হন৷ র‌্যাব তাকে তখন ‘সন্ত্রাসী' হিসেবে কথিত বন্দুকযুদ্ধের পর আটক করে৷ এরপর তার বিরুদ্ধে র‌্যাব অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে থানায় আলাদা ২টি মামলা দায়ের করে৷

লিমনের এই ঘটনায় সারাদেশে তখন তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়৷ লিমনের চিকিৎসা এবং সহায়তায় এগিয়ে আসেন অনেকে৷ গত বছরে ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিমনের বিরুদ্ধে দায়ের করা দু'টি মামলাই প্রত্যাহরের সিদ্ধান্ত নেয়৷ এর মধ্যে অস্ত্র আইনের মামলাটি গত বছরের ২৯ জুলাই প্রত্যাহার করা হয় আদালতের মাধ্যমে৷ কিন্তু সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলাটি গত এক বছরেও প্রত্যাহার করা হয়নি৷

লিমনের আইনজীবী ডয়চে ভেলেকে জানান, এপর্যন্ত মামলাটি প্রত্যাহারের শুনানির জন্য নয়বার আদালত তারিখ দিয়েছেন৷ আর প্রতিবারই শুনানির দিন পিছিয়ে দেয়া হয়৷

র‌্যাবের গুলিতে পঙ্গু লিমন মামলা থেকে অব্যাহতি পায়নিছবি: DW

লিমন এখন সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে সম্মান শ্রেণিতে পড়াশুনা করছেন৷ তিনি ডয়চে ভেলেকে জানান, মামলার প্রতি তারিখেই তাকে ঢাকা থেকে ঝালকাঠি যেতে হয়, যা তার জন্য খুবই কষ্টকর৷ আর তার মাসহ পরিবারের সদস্যরা এখনো রাজাপুরে নিজেদের গ্রামে থাকছেন না৷ তাঁরা পাশের উপজেলা কাউখালিতে বসবাস করছেন৷

লিমন জানান, এখন তিনি কৃত্রিম পা দিয়েই চলাফেরা করতে পারছেন৷ সাভারে গণবিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হোস্টেলে থাকেন তিনি৷ গণবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার লেখাপড়ার খরচ বহন করছে৷ তবে হোস্টেলে থাকা খাওয়ার খরচ দিতে হয়৷ প্রথম আলো কর্তৃপক্ষ তাকে মাসে পাঁচ হাজার টাকা অনুদান দেয়৷ তা থেকে তিন হাজার টাকা থাকা-খাওয়া বাবদ খরচ হয়৷ আর বাকি টাকা মাকে পাঠিয়ে দেন৷

লিমন বলেন, মামলা থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত তিনি শান্তি পাচ্ছেন না৷ তাই সরকারের কাছে তার আবেদন তার মামলাটি যেন দ্রুত প্রত্যাহার করা হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ