1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের অর্থ অপচয় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬ সেপ্টেম্বর ২০২৩

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় কেউ যেন অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় কেউ যেন অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: PID Bangladesh government

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন৷

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে উদ্বৃত্ত করে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার ক্ষতিগ্রস্ত লোকদের জমির বাজার মূল্যের চেয়ে ৩ গুণ বেশি ক্ষতিপূরণ দিচ্ছে৷ কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন রাতারাতি কেউ অস্থায়ী কাঠামো তৈরি করে ক্ষতিপূরণ দাবি না করতে পারে৷''

প্রকল্প বাস্তবায়নের সময় যেন নকশার পরিবর্তন না করতে হয় তাই উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্পের নকশা তৈরি করার সময় আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী

এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে একনেকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো৷

খুব শিগগিরই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের অবশিষ্ট অংশ চালু করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷

এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ