1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্ত হয় নি বুয়েট

৫ সেপ্টেম্বর ২০১২

বুয়েটে অচলাবস্থার অবসান ঘটেনি৷ উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তে শিক্ষক সমিতি আশ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানালেও ছাত্ররা তাতে রাজি হয়নি৷

ছবি: DW

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অচলাবস্থা নিরসনে সরকার উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ আর ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে৷ সরকারের এই সিদ্ধান্ত জানার পর বুয়েটের শিক্ষকরা মঙ্গলবার দফায় দফায় বৈঠক করেছেন৷ বিকেলে সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহমান বলেন, সরকারের সিদ্ধান্তে তার আশ্বস্ত হয়েছেন৷ তিনি শিক্ষক এবং ছাত্রদের শ্রেণি কক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান৷

শিক্ষক সমিতির সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি ছাত্র-ছাত্রীরা (ফাইল ফটো)ছবি: DW

কিন্তু শিক্ষক সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেননি ছাত্র-ছাত্রীরা৷ তারা বলেছেন, শুধু উপ উপাচার্য পদত্যাগ করলে হবেনা, উপাচার্যকেও পদত্যাগ করতে হবে৷ তাদের দু্'জনই পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে৷ তারা শ্রেণি কক্ষে ফিরে যাবেন না৷ তাদের এই অবস্থানের সঙ্গে বুয়েটের শিক্ষকদের একাংশ সংহতি প্রকাশ করেছেন৷ তারা বলেছেন, শিক্ষক সমিতির নেতারা আশ্বস্ত হলেও তারা আশ্বস্ত হতে পারছেন না৷

এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বুয়েটের ছাত্র-শিক্ষকদের সব দাবিই মেনে নেয়া হয়েছে৷ তাদের এখন উচিত বুয়েটের শিক্ষা কার্যক্রম শুরু করা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ