1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের কোর্টে বল ঠেলে দিলেন ইউনূস

৬ ডিসেম্বর ২০১০

ড. ইউনূসকে নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অন্যদিকে ড. ইউনূসও তার জবাব দিলেন কয়েক ঘণ্টার মধ্যে৷ এদিকে আরব সাগরে জলদস্যুদের হাতে পড়েছে বাংলাদেশের জাহাজ৷ আজ সংবাদ মাধ্যমগুলোর মূল খবর এগুলোই৷

ড. মুহাম্মদ ইউনূসছবি: picture-alliance / dpa

ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর ক্ষোভ

আজকের বেশিরভাগ পত্রিকার মূল খবর ড. ইউনূস এবং তাঁকে নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা৷ পাশাপাশি ড. ইউনূস যে জবাব দিয়েছেন সেটিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছে দুয়েকটি পত্রিকা৷ উল্লেখ্য, ড. ইউনূসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের খবরের পর গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের একাধিক নেতা বিভিন্ন মন্তব্য করেছেন৷ এসব মন্তব্য ছিল পরস্পর বিরোধী৷ তাই সকলের নজর ছিল নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন সেদিকে৷ রোববার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে ড. ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত হওয়া উচিত৷ তবে তাঁর সরকার কি এই তদন্ত করবে? এবং করলেও তা কবে শুরু হবে সেটা বলেননি হাসিনা৷ এর বাইরে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচি নিয়েও কঠোর সমালোচনা করেছেন তিনি৷ অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কিছু পরেই পর্তুগালের রাজধানী লিসবন থেকে একটি বিবৃতি পাঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূস৷ এবং তাতে তিনি প্রধানমন্ত্রীকে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছেন৷ অর্থাৎ বল এখন সরকারের কোর্টে ঠেলে দিলেন নোবেল বিজয়ী ইউনূস৷

শেখ হাসিনাছবি: DW

জলদস্যুদের খপ্পরে বাংলাদেশি জাহাজ

দৈনিক সমকালের প্রধান শিরোনাম আজ এই খবরটিকে নিয়েই৷ চট্টগ্রাম ব্যুরোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় উপকূলের অদূরে আরব সাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি৷ রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জলদস্যুরা জাহাজটিকে ধাওয়া করে৷ জানা গেছে, জাহাজটির ক্যাপ্টেন সহ ২৬ জন নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি হয়ে আছে৷ প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশি জাহাজ জলদস্যুর খপ্পরে পড়ার ঘটনা এই প্রথম৷

বিসিএসে ভুয়া পরীক্ষার্থী

বিসিএসে ভুয়া পরীক্ষার্থীর ছড়াছড়ি, দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি৷ বিসিএসের লিখিত পরীক্ষায় অনেক ভুয়া পরীক্ষার্থী অংশ নিচ্ছে৷ স্বয়ং পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির অনুসন্ধানেই নাকি এই তথ্য বের হয়ে এসেছে৷ বর্তমানে মৌখিক পরীক্ষাতে তদবিরের সুযোগ কমে যাওয়ায় লিখিত পরীক্ষায় জালিয়াতির ঘটনা বেড়ে গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ