1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ধূমপান কমছে ফিনল্যান্ডে

২৭ জুন ২০১৩

ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে কিশোর-তরুণদের ধূমপান আর মদ্যপানের দিকে ঝোঁক বেশি৷ তবে গত কয়েক বছরে আগের তুলনায় অবস্থা অনেক ভালো৷ ভালো হয়েছে কেন, জানেন? সরকারের নেয়া কঠোর কিছু পদক্ষেপের কারণে৷

Bier und Zigarrette ARCHIV - Ein Mann trinkt am 23.01.2009 in einer Gaststätte in München (Oberbayern) ein Bier und raucht dazu eine Zigarette. Tabak und Alkohol werden wahrscheinlich herausgerechnet. Der Hartz- IV-Regelsatz steigt wohl weit weniger als von vielen erhofft - voraussichtlich um weniger als 20 Euro. Streit im Bundesrat mit den SPD-regierten Ländern zeichnet sich ab. Foto: Lukas Barth dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ফিনল্যান্ডে আইন এমন কড়া যে সিগারেটের প্যাকেট আর কোনো দোকানের সামনে সাজিয়ে রাখা যায় না, রাখতে হয় লুকিয়ে৷ যাঁর খাওয়ার বয়স হয়েছে, খুব তাগিদ আছে, তিনি খুঁজে নেবেন কষ্ট করে৷ দেখিয়ে রাখলে সহজেই চোখে পড়ে, কিশোর-কিশোরীরা আকৃষ্ট হয় – এ কারণেই এমন আইন৷ শুধু বিক্রি করাতেই যে বিধি নিষেধ, তা নয়, বিজ্ঞাপন প্রচারও এখন প্রায় নিষিদ্ধ৷ এ সবের ফলে ২০০১ সালে যেখানে ১৪ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে শতকরা ২৬ জন ধূমপায়ী ছিল, সেখানে এখন হারটা কমে দাঁড়িয়েছে ১২ জনে৷

মদ্যপানও আর আগের মতো বেশি হয় না ফিনল্যান্ডে৷ হবে কী করে, বিয়ার কিনতে গেলেও যে অনেক কাঠখড় পোড়াতে হয় আগ্রহীদের! যেখানে-সেখানে বিজ্ঞাপন প্রচার একেবারে বন্ধ৷ এমনকি ইন্টারনেটেও অ্যালকোহলের বিজ্ঞাপন প্রচার করা যায় না৷ আরো দুটি কাজ করেছে সরকার৷ এমন বেশি হারে কর আরোপ করেছে যে সিগারেট আর মদের দামও বেড়ে গেছে খুব৷ তাই এত দাম দিয়ে চাইলেই সবাই কিনতে পারছেন না৷

তার ওপর সিগারেট বা অ্যালকোহলের স্বাদ নিতে হলে বয়স অন্তত ১৮ হতেই হবে৷ তাই কমবয়সিদের কাছে বিক্রি করার শাস্তি এড়াতে ব্যবসায়ীরা এখন ত্রিশ বছর বয়সিদের কাছেও পরিচয়পত্র দেখে প্রকৃত বয়স যাচাই করে নিতে চাচ্ছেন৷ ফলে মদ্যপানের ঝোঁকও কিশোর-তরুণদের মধ্যে অনেক কমেছে৷

এসিবি/ ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ