1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের টিকাদান প্রক্রিয়ায় জার্মানদের আস্থা নেই

১ এপ্রিল ২০২১

করোনা টিকা নিয়ে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা৷ গ্রীষ্মেই সকল প্রাপ্তবয়স্ককে সরকারের টিকাদান প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে ৮০ ভাগ জার্মান৷

প্রতীকী ছবিছবি: Ina Fassbender/AFP/Getty Images

গ্রীষ্মের শেষ দিকে দেশব্যাপী সরকারের টিকাদানের প্রতিশ্রুতিতে দেশের মাত্র এক পঞ্চমাংশ মানুষ বিশ্বাস করেন বলে জানিয়েছে জার্মানির বহুল প্রচারিত পত্রিকা বিল্ড৷ পত্রিকাটির পক্ষে এই জরিপ চালিয়েছিল পোলিং সংস্থা আইএনএসএ (INSA) ৷ এই জরিপে অংশগ্রহণকারীদের মাত্র এক চতুর্থাংশের সরকারের টিকাদান কর্মসূচি বা কৌশলের প্রতি আস্থা রয়েছে ৷

২১ সেপ্টেম্বরের মধ্যে জার্মানির সকল প্রাপ্তবয়স্ক টিকা নেওয়ার সুযোগ পাবেন, সরকারের বারবার দেওয়া এই আশ্বাসকে এখন শতকরা ২১ ভাগেরও কম মানুষ বিশ্বাস করেন৷ মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে স্বাস্থ্যকর্মীদের টিকাদান শুরুর তিন মাসেরও বেশি সময়ে জনসংখ্যার শতকরা ১১ দশমিক তিন ভাগ মানুষ প্লথম ধাপের টিকা পায়৷ জার্মান সরকারের মতে, টিকার পর্যাপ্ত পরিমাণে ডোজ না পাওয়ায় যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য, এবং ইসরায়েলের মতো বেশ কয়েকটি দেশের চেয়ে পিছিয়ে পড়েছে জার্মানি৷

এদিকে বুধবার জার্মানির সরকারি রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে৷ সংস্থাটির মতে জার্মানিতে ২২ থেকে ২৮ মার্চের মধ্যে শনাক্ত শতকরা ৮৮ ভাগ করোনভাইরাস রোগীর মধ্যে যুক্তরাজ্যের স্ট্রেইন  বি ১১৭ ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে৷ জার্মানিতে করোনার তৃতীয় ঢেউয়ের পিছনে বি ১১৭ ভাইরাস একটি কারণ বলে মনে করা হচ্ছে৷ অবশ্য জার্মানিতে অনুমোদিত সব টিকাই বি ১১৭ সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দিবে বলে জানিয়েছে, রবার্ট কখ ইন্সটিটিউট৷ 

এনএস/কেএম (রয়টার্স, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ