1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাবে বিএনপি

১ ডিসেম্বর ২০১০

সকাল-সন্ধ্যা হরতাল পালনের পর বিএনপি তাৎক্ষনিকভাবে নতুন কর্মসূচি ঘোষনা না করলেও শরিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষনা করবে৷

ঢাকার রাজপথে এমন দৃশ্য নতুন নয় (ফাইল ফটো)ছবি: AP

বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন, বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম চলবে৷ এজন্য আরো কঠোরতম কর্মসুচি দেওয়া হবে৷ এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিরোধী দলকে হরতালের বিকল্প রাজনৈতিক কর্মসুচি আবিষ্কারের আহবান জানিয়েছেন৷ তিনি বলেছেন, হরতাল হল সর্বশেষ রাজনৈতিক হাতিয়ার৷ এটি যখন তখন ব্যবহার করা ঠিক নয়৷

অন্যদিকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় খালেদা জিয়ার দায়ের করা আদালত অবমাননার শুনানি হতে পারে বুধবার৷ মঙ্গলবার হরতালের কারনে আপিল বিভাগে নির্ধারিত শুনানি হয়নি৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি পন্থী খালেদা জিয়ার আইনজীবীরা নানা কৌশলে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছেন৷ তাদের উদ্দেশ্য তিনি যাতে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না হতে পারেন৷

উল্লেখ্য বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার পর প্রধান বিচারপতি এবিএম খায়রুলর হক হবেন সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি৷ নিয়ম অনুযায়ী তিনি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ