1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: ইউনূস

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জানুয়ারি ২০১৩

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকার ও মন্ত্রীদের দায়িত্বহীন মন্তব্য বন্ধ হওয়া উচিত৷ বিশ্লেষকরা মতে, ড. ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে এহেন অবস্থানের কারণে ইতিমধ্যেই বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে৷

Nobel Peace Prize winner Muhammad Yunus speaks during a business forum in Athens
ছবি: AP

বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসই ব্যাংকটিকে ধ্বংস করেছেন৷ তাঁর কারণেই ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া যাচ্ছে না৷ তিনি মামলা করে আটকে দিয়েছেন এর প্রক্রিয়া৷

বাংলাদেশে নারী উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা অপরিসীমছবি: picture-alliance / Godong

অর্থমন্ত্রীর এই বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, নিজের সন্তানকে কেউ ধ্বংস করে না৷ ড. ইউনূস বরং বাইরে থেকে তাঁর মতো করে ব্যাংকটিকে রক্ষা করার চেষ্টা করছেন৷

ড. হেলাল উদ্দিন বলেন, গ্রামীণ ব্যাংক থেকে তাঁকে সরিয়ে দেয়া এবং ব্যাংকটি নিয়ে সরকারের পরবর্তী কার্যক্রম ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে৷ কিন্তু এরপরও ড. ইউনূসকে ব্যক্তিগতভাবে হেয় করার চেষ্টা হলে, বাংলাদেশের স্বার্থ নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে৷ কারণ, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাঁর মতো একজন নন্দিত মানুষকে অপদস্থ করা বিচেনায় রাখতে পারে আমোদের উন্নয়ন সহযোগিরা৷ অর্থাৎ, ড. ইউনূসকে নিয়ে সরকারের মন্ত্রীরা যদি অপপ্রচার অব্যাহত রাখেন, তাহলে সরকার ক্ষতির মুখে পড়তে পারে৷

নোবেল শান্তি পুরস্কার হাতে ড. মুহাম্মদ ইউনূসছবি: AP

ড. হেলাল মনে করেন, সরকারের উচিত এখন ড. ইউনূসকে নিয়ে ইতি টানা৷ যোগ্য লোককে সম্মান দেয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ