1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব়্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দাবি

৩১ আগস্ট ২০২১

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ সরকারের ছয়জন শীর্ষস্থানীয় সদস্য ও ব়্যাবের নয়জন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে মানবাধিকার সংস্থা ‘গ্যারনিকা ৩৭’৷

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)ছবি: Getty Images

গত ২৪ আগস্ট এই চিঠি দেয়া হয় বলে জানিয়েছে গ্যারনিকা ৩৭৷ তবে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিবৃতিতে কারো নাম উল্লেখ করা হয়নি৷

ব়্যাবের কর্মকর্তারা শত শত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে গ্যারনিকা ৩৭৷ ২০১৫ সাল থেকে ৪৪০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে ব়্যাব কর্মকর্তারা জড়িত বলেও বিবৃতিতে উল্লেখ করেছে তারা৷ ২০১৮ সালের নির্বাচনের আগে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ' অভিযান চলার সময় এমন হত্যাকাণ্ডের সংখ্যার নাটকীয় বৃদ্ধি ঘটে বলে জানিয়েছে গ্যারনিকা৷

এদিকে, তিনটি মানবাধিকার সংস্থা- হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশন- সোমবার এক বিবৃতিতে বলেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদেশি সরকারগুলোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত৷

অ্যাক্টিভিস্ট, সমালোচক ও বিরোধী দলের সদস্যদের গুমের বিষয়গুলো তদন্তে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছে ঐ তিন সংস্থা৷ হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘বাংলাদেশের সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তাদের আন্তর্জাতিক ভ্রমণ, বিদেশে থাকা তাদের সম্পদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সেবা গ্রহণে তাদের উপর যেন নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেটা সরকারগুলোর (বিদেশি) নিশ্চিত করা উচিত৷’’

২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুমের ঘটনা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ ১৬ আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব অভিযোগ ‘মিথ্যা' বলে মন্তব্য করেছেন৷

এদিকে, বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তারা যেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের কাজ বন্ধ করে সেটা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কীভাবে বাংলাদেশকে চাপ দেয়া উচিত সে ব্যাপারে মার্কিন কংগ্রেসের ‘টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশন’কে মঙ্গলবার অবহিত করবে হিউম্যান রাইটস ওয়াচ৷ এই সময় বাংলাদেশের অ্যাক্টিভিস্ট শহিদুল আলম, গুম হওয়া বিরোধী কর্মী সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম এবং রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন৷

জেডএইচ/এসিবি (গ্যারনিকা, এইচআরডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ