1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খসড়া সম্প্রচার নীতিমালা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ সেপ্টেম্বর ২০১৩

বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম বা টেলিভিশন-রেডিওর জন্য সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার৷ খসড়ায় মতামত দেয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা উন্মুক্ত করা হয়েছে৷

ছবি: picture-alliance/dpa

তবে এই নীতিমালা চূড়ান্ত হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় হবে, বলে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা৷ তাঁরা বলছেন এর মাধ্যমে সরকার বেসরকারি টেলিভিশন এবং রেডিও নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে৷

বাংলাদেশে এখন মোট বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন রয়েছে ২৩টি, এফএম রেডিও চারটি এবং কমিউনিটি রেডিও আছে ১৪টি৷ এই ইলেকট্রনিক গণমাধ্যমগুলোর জন্যই নীতিমালা প্রনয়ণ করতে যাচ্ছে সরকার৷

তথ্য মন্ত্রণালয়ের খসড়া নীতিমালায় বলা হয়েছে, সরাসরি বা বিজ্ঞাপনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের বক্তব্য বা মতামত প্রচার করা যাবে না৷ রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বিদ্রোহ, নৈরাজ্য বা হিংসাত্মক ঘটনা ঘটলে তা সম্প্রচার করা যাবে না৷ আইন অমান্যকারীর পক্ষে সহানুভূতি সৃষ্টি হয় এমন কিছু দেখান যাবে না৷

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ২৩টি, এফএম রেডিও চারটি এবং কমিউনিটি রেডিও আছে ১৪টিছবি: Fotolia/U.P.images

এই নীতিমালা চূড়ান্ত হলে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে৷ তখন বেসরকারি টেলিভিশন, রেডিও, কমিউনিটি রেডিও এবং অনলাইন বেতার ও টেলিভিশন চ্যানেলগুলোকে সরকারের কাছ থেকে নতুন করে লাইসেন্স নিতে হবে৷ সম্প্রচার কমিশন লাইসেন্সের নীতিমালা তৈরি করবে৷

এই খসড়া নীতিমালার ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি রুহুল আমিন গাজী৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, এই নীতিমালার মাধ্যমে সরকার আসলে বেসরকারি টেলিভিশন এবং রেডিওকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ এটি বাস্তবায়ন হলে অবাধ তথ্য প্রবাহ এবং স্বাধীন গণমাধ্যম বাধাগ্রস্ত হবে৷ বাধাগ্রস্ত হবে স্বাধীন সাংবাদিকতা৷ তাঁর মতে বেসরকারি টেলিভিশন এবং রেডিওকে নতুন করে লাইসেন্স নেয়ার যে বিধানের প্রস্তাব করা হয়েছে তাও উদ্দেশ্যমূলক৷ তিনি মনে করেন, যদি তাই হয় তাহলে সরকার তার পছন্দের টেলিভিশন এবং রেডিওকে অনুমোদন দিয়ে বাকিগুলো বন্ধ করে দেবে৷ রহুল আমিন গাজী বলেন, এই খসড়া নীতিমালা যাতে কোনোভাবেই চূড়ান্ত না হতে পারে সেজন্য তাঁরা আন্দোলন গড়ে তুলবেন৷

এদিকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভি'র সিনিয়র বার্তা সম্পাদক সাইফুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, খসড়া নীতিমালায় বেশ কিছু বিধানের প্রস্তাব করা হয়েছে, যা নিয়ন্ত্রণমূলক৷ নীতিমালা নিয়ন্ত্রণমূলক না হয়ে সহযোগিতামূলক হতে হবে৷ তিনি বলেন, নিয়ন্ত্রণমূলক এসব নীতিমালা চূড়ান্ত হলে তা হবে স্বাধীন গণমাধ্যম এবং মুক্ত সাংবাদিকতার পরিপন্থী৷ নীতিমালার নামে বেসরকারি টিভি রেডিও'র ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কাম্য নয়৷

তবে এখনো সময় আছে বলে মনে করেন সাইফুল ইসলাম৷ খসড়া নীতিমালার ব্যাপারে সাংবাদিকসহ সব মহলের মতামত দেয়ার সুযোগ আছে৷ তাঁর আশা সবার মতামত নিয়ে সরকার নিয়ন্ত্রণমূলক নয়, একটি সহযোগিতামূলক নীতিমালা চূড়ান্ত করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ