1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক বিশ্লেষণ

২৪ এপ্রিল ২০১২

রাজনৈতিক নেতাদের ‘নিখোঁজ’এর ঘটনা বিরোধীদলকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য করছে, মনে করেন গোলাম মোর্তজা৷ ইউরোপ সফররত এই সাংবাদিক মনে করেন, সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ড এবং গুম’এর ঘটনার কারণে সরকার জনপ্রিয়তা হারাচ্ছে৷

Bangladesh opposition party BNP observes Hartal (strike ) on April 21, 2012. Dhaka Correspondent Samir Kumar Dey has taken the photos and he gave DW the permission to use
একদিকে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে উত্তাল ঢাকাছবি: DW/S.K.Dey

বাংলাদেশে বর্তমানে একটি রাজনৈতিক অস্থিরতা অবস্থা বিরাজ করছে৷ বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ‘নিখোঁজ' হওয়ার ঘটনায় এই মুহূর্তে টানা হরতাল পালন করছে বিরোধী দল৷ ইউরোপ সফররত বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মোর্তজা মনে করেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে বর্তমানে খারাপ বা হতাশাজনক, সেটা নিয়ে কোন সন্দেহ নেই৷

ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সরকার রাজনৈতিক নেতাদের অপহরণের দায় অস্বীকার করতে পারছে না, আবার অস্বীকার করার চেষ্টা করছে জোর করে৷ সেটা করতে গিয়ে সরকার এমন কিছু কর্মকাণ্ড করছে, যা বিরোধী দলের পক্ষে যাচ্ছে''৷

অন্যদিকে, সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভছবি: DW/Harun Ur Rashid Swapan

বলাবাহুল্য সম্প্রতি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন৷ এছাড়া একজন বিদেশি নাগরিক খুন হন৷ কিন্তু গোয়েন্দা পুলিশ সাগর-রুনির হত্যাকারীদের সনাক্ত বা গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে৷ বিদেশি নাগরিক খুনের কোন কুলকিনারা এখনো হয়নি৷ গোলাম মোর্তজা এই প্রসঙ্গে বলেন, এসব ঘটনার প্রেক্ষিতে যা কিছুই সরকার করছে, সবগুলো কাজের মাধ্যমে সরকার বিপুলভাবে জনপ্রিয়তা হারাচ্ছে৷ ফলে বিএনপি যেমন লাভবান হচ্ছে তেমনি ‘‘তৃতীয় কোন শক্তি যারা গণতন্ত্র চায় না, যারা স্বৈরতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করতে চায়, সেই শক্তিগুলো লাভবান হচ্ছে''৷

বর্তমান সরকার বঙ্গবন্ধুর খুনিদের বিচার কার্যকরের মাধ্যমে একটি ভালো কাজ করেছে, মনে করেন মোর্তজা৷ কিন্তু যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার উদ্যোগ বর্তমান সরকার নিলেও বিষয়টি নিয়ে ‘রাজনীতি বেশি হচ্ছে' বলে জানান তিনি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ