সাপ্তাহিক ইউটিউব টকশো ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-তে সুষ্ঠু নির্বাচন বিষয়ে ক্ষমতাসীন দলের মনোভাব প্রসঙ্গে এমন মন্তব্য করেন ড. গোলাম রহমান৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলে বাংলার জনপ্রিয় এই শোয়ের ৭৭তম পর্বের অতিথি ছিলেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল৷
এবারের পর্বে আলোচিত হয় বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলগুলিকে কেন মানুষ ভোট দেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রশ্ন নিয়ে৷ মানুষের কাছে আওয়ামী লীগ এবং বিএনপির গ্রহণযোগ্যতার হাল-হকিকতও উঠে আসে এই পর্বে৷
উন্নত দেশগুলোতে ভোটের হার কত?
ঢাকা সিটি নির্বাচনের সময় উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে৷ তার প্রমাণ ভোটারের উপস্থিতি৷ ছবিঘরে শিল্পোন্নত সাত দেশের সবশেষ সাধারণ নির্বাচনে ভোটারদের উপস্থিতির তথ্য থাকছে৷
ছবি: Reuters/K. Pfaffenbach
চট্টগ্রাম সিটি নির্বাচন ভোটের হার
নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে, তাতে চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের হার ছিল মাত্র সাড়ে ২২ শতাংশ৷ ঘটেছে সহিংসতার ঘটনাও৷ ভোটের হার নিয়ে হতাশা প্রকাশ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘‘এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত৷’’
ছবি: bdnews24.com
ঢাকা সিটি নির্বাচনে ভোটের হার
এর আগে সবশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন৷ আর উত্তরে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৫ দশমিক ৩ শতাংশ৷ আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৪০ শতাংশ, যদিও তা নিয়ে রয়েছে অনেক অভিযোগ৷
ছবি: Sazzad Hossain
আতিকের মন্তব্য
ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিজয়ী আতিকুল ইসলাম তখন বলেছিলেন, ‘‘... আরও ভোটার আসলে অবশ্যই আরও ভালো লাগতো৷ কিন্তু আমি মনে করি যে, একটি দেশ কিন্তু উন্নতির দিকে যাচ্ছে৷ উন্নত দেশ হিসেবে বাংলাদেশ কিন্তু পরিণত হতে যাচ্ছে৷ তার প্রমাণ কিন্তু ভোটারের উপস্থিতি৷ কারণ, বিদেশে কিন্তু দেখা যাচ্ছে ভোটারের উপস্থিতি কিন্তু অনেক কম থাকে৷’’
ছবি: Bangla Tribune/Nasirul Islam
ক্যানাডা
গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিবন্ধিত ভোটারের মধ্যে ৬৫ দশমিক ৯৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP/The Canadian Press/J. Franson
জাপান
২০১৭ সালে জাপানে সবশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সে সময় ৫৩ দশমিক ৬৮ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন৷ শিল্পোন্নত সাত দেশে অনুষ্ঠিত সবশেষ সাধারণ নির্বাচনগুলোর মধ্যে জাপানে ভোটার উপস্থিতি সবচেয়ে কম ছিল৷
ছবি: Reuters/Issei Kato
ফ্রান্স
২০১৭ সালে ৭৪ দশমিক ৫৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন৷
ছবি: picture alliance/AP Photo/B.Edme
জার্মানি
২০১৭ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন৷
ছবি: Reuters/F. Bensch
ইটালি
২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ৭৩ দশমিক ০৫ শতাংশ ভোটার ভোট দেন৷
ছবি: picture-alliance/AP Photo/A. Medichini
যুক্তরাজ্য
২০১৯ সালের ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এতে ভোটারের উপস্থিতি ছিল ৬৭ দশমিক ৩০ শতাংশ৷
ছবি: picture-alliance/empics/J. Brady
যুক্তরাষ্ট্র
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধিত ভোটারদের ৮৬ দশমিক ৮০ শতাংশ ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন৷ তবে ভোট দেয়ার বয়সে পৌঁছানো মার্কিনিদের হিসেবে ভোট পড়েছে ৫৫ দশমিক ৭০ শতাংশ৷ পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনটি পড়তে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: Getty Images/AFP/A. Chiche
10 ছবি1 | 10
আজকের আলোচনার একটি অংশে কথা ওঠে বাংলাদেশে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতাসীন থাকাকালে আদৌ সুষ্ঠু নির্বাচন আয়োজনে আগ্রহী হয় কি না, এই ধারায়৷ এবিষয় ড. গোলাম রহমান বলেন, ‘‘সত্যিই কিছু কিছু মানুষ থাকেন যাদের কোনো স্টেক বা কায়েমি স্বার্থ জড়িত থাকে সরকার ক্ষমতায় থাকার সাথে৷ তারা নিজেদের কর্মকাণ্ডকে অখণ্ড রাখতে চান৷ সরকার ক্ষমতা হারালে যদি তারা মনে করেন যে সমস্যা হতে পারে, সে ক্ষেত্রে তারা চিন্তিত থাকেন৷ এরকম অনেক ধরনের দুর্নীতি হয়, কুকীর্তি বা স্বজনপ্রীতি হয়৷ এক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি কেউই ধোয়া তুলসী পাতা নয়৷''
অধ্যাপক ড. আসিফ নজরুল সুষ্ঠু নির্বাচনেরপ্রসঙ্গে বলেন, ‘‘সুষ্ঠু নির্বাচন তখনই সম্ভব যখন জনগণের জন্য একটা সমান ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে৷ সাথে ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি থাকে৷ সে প্রসঙ্গে আমার মতে, গত নির্বাচনগুলির তুলনায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন অনেকটাই ভালো ও নিরপেক্ষ হয়েছিল৷''
আজকের পর্বে এছাড়াও আলোচিত হয় নিরপেক্ষতা আসলে কোন কোন মাত্রার ওপর নির্ভরশীল, দেশের সাংবিধানিক কাঠামোর ফাঁকফোকরসহ আরো নানা দিক৷