1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলোচনায় যোগ দিতে কাবুলে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা

২১ আগস্ট ২০২১

পরবর্তী সরকার কেমন হবে সেই আলোচনায় যোগ দিতে কাবুল এসেছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার৷ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং আফগানিস্তানের রাজনীতিবিদরাও এই আলোচনায় যোগ দেবেন বলে জানিয়েছেন এক তালেবান নেতা৷

যুক্তরাষ্ট্রের সঙ্গে দোহায় শান্তি আলোচনায় তালেবান নেতাদের সঙ্গে মোল্লা আবদুল গনি বারাদার (ফাইল ছবি)ছবি: Alexander Zemlianichenko/AFP

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে শান্তি আলোচনায় নেতৃত্ব দেয়া তালেবান নেতা মোল্লা বারাদার শনিবার কাবুলে এসেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এ তালেবান নেতা।

নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, মোল্লা বারাদার দলটির কমান্ডার, সাবেক সরকারের নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও ধর্মীয় চিন্তাবিদদদের সঙ্গেও বৈঠক করবেন৷  তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আফগানিস্তান সরকারের একটি নতুন মডেল হাজির করবেন৷ অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো মোকাবিলা করতে পৃথক দল গঠন করা হবে৷ তিনি বলেন, ‘সংকট সমাধানে সাবেক সরকারের বিশেষজ্ঞদেরও’ যুক্ত করা হবে৷

নতুন এই সরকারের কাঠামো পশ্চিমা সংজ্ঞা অনুসারে গণতান্ত্রিক না হলেও ‘প্রত্যেকের অধিকার রক্ষা’ করা হবে বলে উল্লেখ করেন তিনি৷

এর আগে কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে তালেবানরা৷ শান্তি প্রতিষ্ঠা, কারো প্রতি বৈরিতা না রাখাসহ ইসলামী শরীয়া কাঠামোর মধ্যে নারীদের অধিকার প্রদানের কথা বলেছেন তালেবান মুখপাত্র৷

১৯৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে মেয়েদের স্কুলে পড়াশোনা, বাইরে পুরুষদের সঙ্গে কাজ করা নিষিদ্ধের পাশাপাশি মেয়েদের পুরো শরীর ঢাকা বোরকা পরতে বাধ্য করেছিল মৌলবাদী সংগঠনটি৷

সরকার গঠনের আলোচনা প্রক্রিয়ার বিষয়ে অবগত এক তালেবান বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের আগে নতুন সরকারের ঘোষণা দেওয়া হবে না৷ উল্লেখ্য আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনীর দেশটি ছেড়ে যাওয়ার সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত৷  

এদিকে ক্ষমতাচ্যুত সরকারের উর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ টুইটে জানিয়েছেন, তিনি এবং সাবেক প্রধানমন্ত্রী কারজাই কাবুলে তালেবানের গভর্নরের সঙ্গে শনিবার বৈঠক করেছেন৷ শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সমস্ত ব্যবস্থা নিবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন৷

কে এই বারাদার?

তালেবানের প্রতিষ্ঠাকালীন নেতাদের একজন মোল্লা আবদুল গনি বারাদার৷ তিনি মোল্লা ওমরের সবচেয়ে বিশ্বস্ত কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন৷ ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান ক্ষমতায় থাকাকালে তিনি সরকার ও বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন৷ ২০০১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালানোর পর তালেবানের পতন ঘটলে তিনি আত্মগোপন করেন৷ ২০১০ সালে তাকে করাচি থেকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী৷ সে সময়শেকল পরিয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছিল তাকে৷ 

২০১৮ সালে পাকিস্তান বারাদারকে মুক্তি দেয়৷ এরপর তিনি কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধানের দায়িত্ব নেন৷ ২০২০ সাল থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায়৷

পরিস্থিতি নিয়ন্ত্রণে তালেবানের আশ্বাস

 এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত তারা ১২ হাজার বিদেশি ও আফগান নাগরিককে কাবুল বিমান বন্দর থেকে নিয়ে আসতে সক্ষম হয়েছেন৷ শনিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তারা এখন পর্যন্ত প্রায় দুই হাজার জনকে কাবুল থেকে আনতে সক্ষম হয়েছেন৷ সুইজারল্যান্ড এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে উজবেকিস্তানের সঙ্গে একটি চার্টার ফ্লাইট স্থগিত করেছে৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় কাবুল বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে৷ শত শত মানুষ বিমান বন্দরে প্রবেশ করতে উন্মুখ থাকায় সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷

এদিকে আফগানিস্তানের স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটি ছাড়তে যাওয়া ১৫০ জনকে কাবুল বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ তাদের মধ্যে ছিলেন আফগানিস্তানে বসবাসরত শিখ ও ভারতীয় নাগরিক৷ তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ ওয়াসেক তা অস্বীকার করে বলেছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছিল এবং পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে৷

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা অভিযোগ করে বলেছে, বিক্ষোভকারী এবং আগের সরকার ও অ্যামেরিকানদের সঙ্গে কাজ করা নাগরিকদের উপর তালেবানরা বিভিন্ন জায়গায় প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছে৷ এই বিষয়ে জানতে চাইলে রয়টার্সকে এক তালেবান নেতা বলেন, ‘‘আমরা নাগরিকদের উপর নিষ্ঠুরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর কিছু ঘটনা জানতে পেরেছি৷ যদি তালেবানের কোন সদস্য এমন আইন-শৃঙ্খলাজনিত সমস্যা করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত হবে৷’’ তিনি আরো বলেন, ‘‘আমরা আতঙ্ক, চাপ ও উদ্বেগের বিষয়টি বুঝতে পারছি৷ মানুষ মনে করছে আমরা দায়িত্বশীল হব না, কিন্তু বিষয়টি তেমন নয়৷’’

তালেবানকে স্বীকৃতি দেবে না ইউরোপ

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন তালেবানের সঙ্গে কোন আলোচনা করবে না বা তাদেরকে স্বীকৃতিও দেবে না৷ ‘‘আমরা তালেবানের আশ্বাস বাণী শুনেছি, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ড দিয়েই তাদেরকে বিবেচনা করব,’’ স্পেনের মাদ্রিদে কাবুল থেকে নিয়ে আসা আফগানদের অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন শেষে শনিবার তিনি এই কথা বলেন৷

ইইউ প্রধান জানান, আফগানিস্তানে মানবিক সহায়তা হিসেবে চলতি বছর যে ছয় কোটি ৭০ লাখ ডলার দেয়া হবে তার পরিমান বৃদ্ধির প্রস্তাব করবেন তিনি৷ তবে এই অর্থ যেন মানবাধিকার, নারীদের অধিকার ও সংখ্যালঘুদের জন্য ব্যয় হয় কঠোরভাবে সেই শর্ত দেয়া থাকবে বলেও জানান ইউরোপীয় কমিশন প্রধান৷

এফএস/আরআর (রয়টার্স, আরআর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ