1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঘোলা পানিতে মাছ শিকার’

২৩ জানুয়ারি ২০১২

সরকার ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে বিএনপির’র জড়িত থাকার ইঙ্গিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দলটি৷

মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে অভ্যুত্থানের প্রচেষ্টার বিশ্বাসযোগ্যতাই এখন প্রশ্নের মুখে৷ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন৷ অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়পুর হাটের এক জনসভায় বলেছেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷

শেখ হাসিনা সরকারে উৎখাতে ব্যর্থ সেনা অভ্যূত্থানের ষড়যন্ত্রের খবর সেনা সদর দফতর সংবাদ সম্মেলন করে প্রকাশের পর সরকারের কয়েকজন মন্ত্রী এর সঙ্গে বিএনপির জড়িত থাকার ইঙ্গিত দেন৷ এর জবাব দিতে রোববার বিকেলে সংবাদ সম্মেলন করে বিএনপি৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, সেনা সদর দফতরের ওই সংবাদ সম্মেলন সরকারে নির্দেশেই হয়েছে৷ তার দাবি, নানা দিক দিয়ে ব্যর্থ সরকার দেশের মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে বিএনপিকে জাড়িয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিচ্ছে৷ তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন৷

মির্জা ফখরুল তার ভাষায় সেনাবাহিনীকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের খেলা বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান৷

অন্যদিকে জয়পুর হাটের এক সমাবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ